আবার হাসপাতালে রজনীকান্ত, ভক্তদের উৎকণ্ঠা বাড়ছে
২০ মে ২০১১রজনীকান্তকে প্রায় ঈশ্বরের মতো ভক্তি করে ভক্তরা৷ এমনকি মন্দিরও রয়েছে তাঁর নামে৷ সাধারণ বাস কন্ডাক্টর থেকে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন এই তারকা৷ তামিলনাড়ু রাজ্যে তাঁকে শুধু ‘সুপারস্টার' নামেই ডাকা হয়৷ ৬১ বছর বয়স্ক রজনীকান্ত এপ্রিল মাসে ‘রানা' ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন৷ তারপর দু-দুবার হাসপাতালে যেতে হয় তাঁকে৷ শ্বাসকষ্টের কারণে বৃহস্পতিবার তাঁকে চেন্নাইয়ের রামচন্দ্র হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হতে হয়৷ উদ্বিগ্ন ভক্তদের শান্ত করতে স্ত্রী লতা বলেন, রজনীকান্ত ভালো আছেন৷ তিনি মনে করিয়ে দেন, রজনীর কোনো অলৌকিক শক্তি নেই, তিনিও একজন মানুষ৷ এর মধ্যে একজন ভক্ত আবার রজনীকান্তকে নিজের কিডনি দান করতে চেয়েছেন৷ রজনীকান্তের পরিবার ভক্তদের উদ্দেশ্যে আবেদন করে বলেছেন, দয়া করে হাসপাতালে ভিড় করবেন না, তাঁর আরোগ্যের জন্য শুধু প্রার্থনা করুন৷ কিন্তু তা সত্ত্বেও হাসপাতালের আশেপাশে মানুষের ভিড় কমছে না৷
সুপারস্টার'এর অসুস্থতার কারণে ‘রানা' ছবির শুটিং বাতিল করতে হবে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা উড়িয়ে দিয়েছেন পরিচালক কে এস রবিকুমার৷ তিন বলেন, এই ছবি ‘রজনী স্যার'এর স্বপ্ন, তিনিই এই চরিত্রের স্রষ্টা৷ তাই এই প্রকল্প শেষ করতে তিনি বদ্ধপরিকর৷
রজনীকান্তের অসুস্থতার ফলে দুশ্চিন্তায় রয়েছে গোটা দেশের চলচ্চিত্র জগত৷ বলিউড তারকা অমিতাভ বচ্চন টুইটার বার্তায় সবার হয়ে বার বার তাঁর আরোগ্য কামনা করছেন৷ লিখেছেন, তিনি রজনীকান্তের সঙ্গে কথা বলেছেন, তাঁর স্ত্রীর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক