জার্মানির রাজধানী বার্লিনে আবাসনের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কি না, তা ঠিক করতে আয়োজিত হয় গণভোট৷ প্রাথমিক ফলাফল বলছে, বড় বেসরকারি সংস্থার হাতে আবাসন তুলে দিতে চায় না রাজধানীর নাগরিকেরা৷
বিজ্ঞাপন
নতুন জার্মান চ্যান্সেলর কে হবেন, তা ঠিক করতে ভোট দেবার পাশাপাশি, বার্লিনের বাসিন্দারা ভোট দিলেন শহরের আবাসন প্রকল্পগুলির ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যেও৷ বড় বড় আবাসন ব্যবস্থাপনা রাষ্ট্রায়ত্ত করার পক্ষে ভোট দিয়েছেন বার্লিনের ভোটারদের ৫৬ দশমিক ৯ শতাংশ মানুষ৷ বিপক্ষে ভোট দিয়েছেন ৩৯ শতাংশ৷
৩৪ হাজার নাগরিকদের সাহায্যে এই রেফারেন্ডামের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুই হাজার ২৫০টি ভোটকেন্দ্রে৷
২৭ শতাংশ ব্যালট গোনা হতেই দেখা যেতে থাকে এই ফলের ধারা৷ পূর্ণ ফল এখন প্রকাশ হয়নি৷
বেসরকারীকরণের বিপক্ষে বার্লিনের নাগরিকদের যে আন্দোলন চালু রয়েছে, তাদের পক্ষে টুইটারে জানানো হয়, ‘‘এটা শুধু প্রাথমিক ফল, পুরোটা জানতে আরো এক দিন লাগবে৷ কিন্তু এই পরিসংখ্যানও বলছে যে বার্লিনের মানুষ অনেক সহ্য করেছেন৷ পাগলের মতো বাসা ভাড়া আর না৷''
রেফারেন্ডামের বাস্তবায়ন হতে গেলে মোট ভোটারের এক চতুর্থাংশের মত থাকতে হবে৷ কিন্তু সেটাও সীমিত থাকবে নতুন বার্লিন নগর পরিষদে আলোচিত হওয়া পর্যন্তই৷
দেশে দেশে সামাজিক আবাসন
গরিব আর মধ্যবিত্তের জন্য বড় চিন্তার বিষয় বাড়ি ভাড়া৷ এর পেছনে তিন কারণ: জমি স্বল্পতা, নির্মাণে উচ্চমূল্য আর ডেভেলপারদের বেশি লাভের চিন্তা৷ সাধারণকে স্বস্তি দিতে সামাজিক আবাসনের ব্যতিক্রমী সব আইডিয়া রয়েছে বিভিন্ন দেশে৷
ছবি: imago/C. Mang
চিলিতে মাত্র ৯২০ টাকায় বাড়ি!
বাড়ির মালিকানা মাত্র ৯২০ টাকায়! বিশ্বাস করতে কষ্ট হলেও এমন উদ্যোগই আছে লাতিন অ্যামেরিকার দেশ চিলিতে৷ মাত্র ৭,৬০০ চিলিয়ান পেসো দিয়ে পাওয়া যাচ্ছে বাড়ি৷ এমন উদ্যোগ সফলে ভূমিকা রেখেছেন পুলিৎজার পুরস্কারজয়ী স্থপতি আলেহান্দ্রো আরাভেনা৷ চিলির বন্দরনগরী ইকুইকের ‘কুইন্টা মনরোই’ এলাকায় রয়েছে এই প্রকল্প৷ আরাভেনার প্রতিষ্ঠান অর্ধেক বাড়ি বানিয়ে দেয় এবং মালিক চাইলে নিজের ডিজাইনে বড় করতে পারেন বাড়ি৷
ছবি: Tadeuz Jalocha
সামাজিক আবাসনে ভিয়েনায় রেকর্ড
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রতি চারজনে তিনজন অধিবাসী বসবাস করেন স্বল্পমূল্যের পৌর কিংবা কো-অপারেটিভ অ্যাপার্টমেন্টে৷ ১৯২০ সাল থেকে সামাজিক আবাসনের কাজ করে যাচ্ছে এই শহর কর্তৃপক্ষ৷ সামাজিক আবাসনের দিক থেকে রেকর্ডটি রয়েছে তাঁদের৷ ২০১৮ সালে ভিয়েনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মোট জায়গার দুই-তৃতীয়াংশই বরাদ্দ থাকবে সামাজিক আবাসনের জন্য৷
ছবি: Imago Images/SKATA
নাইরোবিতে বস্তির উন্নয়ন
কেনিয়ার নাইরোবিতে প্রতি পাঁচজনে তিনজন বস্তি এলাকায় বসবাস করেন৷ সেখানকার কিবেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় বস্তি৷ বিগত ১০ বছর বস্তিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে কেনিয়া সরকার৷ সেই উদ্যোগে রয়েছে বস্তি এলাকায় রাস্তা তৈরি, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা৷ বোমা ইয়াংগু নামক প্রকল্পের মাধ্যমে ৫ লাখ লোককে স্বল্পমূল্যের অ্যাপার্টমেন্ট দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে আফ্রিকার দেশটি৷
ছবি: Imago Images/D. Odhiambo
সিঙ্গাপুরে নাগরিকের অট্টালিকা
পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর৷ সাধারণ মানুষের চিন্তারও বাইরে ছিল অ্যাপার্টমেন্টের মালিক হওয়া৷ এই প্রেক্ষাপটে একটি উদ্যোগ নিয়ে কাজ করছে সিঙ্গাপুরে হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড (এইচডিবি)৷ এতে সাধারণ নাগরিকদের অ্যাপার্টমেন্ট তৈরি করে বরাদ্দ দিচ্ছে নগর কর্তৃপক্ষ৷ এই উদ্যোগে গরিবরা মাসে ৫০ ইউরোর কম ভাড়ায় বাড়ি পাচ্ছেন৷
ছবি: Imago Images/Arcaid Images/R. Such
জাপান: ঐতিহ্যের সঙ্গে
ঐতিহ্য ধরে রেখে আবাসনের খরচ কমিয়ে আনছে জাপানের বিভিন্ন এলাকা৷ ছোট পরিসর আর কম ফার্নিচার নিয়ে গড়ে তোলা হয় সেসব বাড়ি৷ আলাদা করে শয়নকক্ষ থাকে না সেখানে৷ আর কক্ষগুলোকে সাজিয়ে নেওয়া যায় আলাদাভাবে৷ ফার্নিচারের ব্যবহার সেখানে নেই বললেই চলে৷
ছবি: Imago Images/AFLO
জুরিখের আবাসনে সাম্যবাদ
ইউরোপের অন্যতম ব্যয়বহুল শহর জুরিখে সাধারণের আবাসনের জন্য চালু হয়েছে নতুন উদ্যোগ৷ সেখানে দ্য কালব্রেইটে কো-অপারেটিভ নামে ৯৭টি অ্যাপার্টমেন্ট নিয়ে চালু হয়েছে এই প্রকল্প৷ কম খরচে ছোট অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে তাতে৷ এক পরিবারের জন্য আলাদা অ্যাপার্টমেন্টের পাশপাশি ভাগাভাগি করে নেয়ার অ্যাপার্টমেন্টও আছে সেখানে৷
ছবি: Genossenschaft Kalkbreite/Volker Schopp
6 ছবি1 | 6
প্রভাব যেমন
‘এক্সপ্রোপ্রিয়েট ডয়চে উওনেন অ্যান্ড কোম্পানি' আন্দোলনের ফলাফল এই গণভোট বা রেফারেন্ডাম৷ এই গণভোটের পর বার্লিন সেনেটের সামনে শহরটির তিন হাজার বাসার দখল রাষ্ট্রায়ত্ত করবার সুযোগ থাকছে৷
বার্লিন শহরের বাসা ভাড়া ও বাসার দাম বেশ কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তার আকাশছোঁয়া দামের কারণে৷ ক্ষমতাসীন বামঘেঁষা সরকারের পক্ষে একটি ‘রেন্ট ক্যাপ' বেঁধে দেবার প্রস্তাব এসেছিল, যা বাস্তবায়ন হলে একটি নির্দিষ্ট সীমা ছাড়াতে পারতো না বাসার দাম৷ কিন্তু সম্প্রতি জার্মানির সাংবিধানিক আদালত তা খারিজ করে দেয়৷
এই গণভোটের ফল মেনে নেওয়া কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক না হলেও এই গণরায় সেনেটে আবাসনের বিষয়টিকে আলোচনায় নিয়ে আসবে বলে মত ডয়চে ভেলের সাংবাদিক উইলিয়াম গ্লুক্রফটের৷
বার্লিনে মোট এক লাখ ১৩ হাজার বাসার মালিক ডয়চে উওনেন নামের একটি বিরাট আবাসন গোষ্ঠী৷ ৩৬ লাখ মানুষের বাস যে বার্লিনে, সেখানের আবাসন সংকট একটি জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে৷