1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবুধাবিতে বিশ্বের সবচেয়ে পুরোনো মুক্তা

২২ অক্টোবর ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্বের সবচেয়ে প্রাচীন প্রাকৃতিক মুক্তা পাওয়া গেছে৷ প্রত্নতাত্বিকরা বলছেন, মুক্তাটি কমপক্ষে আট হাজার বছর আগের৷

VAE Vermeintlich älteste Perle gefunden
ছবি: AFP/ABU DHABI DEPARTMENT OF CULTURE AND TOURISM

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ জানিয়েছে, প্রত্নতাত্বিকরা খনন করতে গিয়ে অমূল্য এক মুক্তার সন্ধান পেয়েছেন৷ এক বিবৃতিতে তারা জানায়, মারাওয়া দ্বীপের মাটি খনন করে এই মুক্তা পাওয়া গেছে৷সংস্কৃতি ও পর্যটন বিভাগের পরিচালক আব্দুল্লাহ খালফান আল-কাবি জানান, গবেষকদের ধারণা, মুক্তাটি নিওলিথিক যুগের৷

উনিশ শতক থেকে কুড়ি শতকের শুরুর দিক পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ঔপনিবেশিক শক্তির শাসনাধীন ছিল৷ তখন মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রধান বাণিজ্যপণ্য ছিল মুক্তা৷ পরে জাপানেও এই শিল্পের ব্যাপক প্রসার ঘটে৷

বিশ্বের প্রাচীনতম মুক্তাটি আবুধাবিতে গেলেই দেখা যাবে৷ গত ১৮ অক্টোবর  থেকে ল্যুভর আবুধাবিতে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী৷ ‘থাউজেন্ড ইয়ার্স অব লাক্সারি' শীর্ষক এই প্রদর্শনীতে আট হাজার বছরের পুরোনো মুক্তাটিও থাকবে৷  ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী৷

এলিজাবেথ শুমাখার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ