1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবুল মসজিদে, মকসুদ শহীদ মিনারে!

৩১ আগস্ট ২০১১

পবিত্র ঈদ উল ফিতরে দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে৷ মানুষ আশা করেন, দেশের রাজনীতি থেকে যেন হিংসা হানাহানি দূর হয়ে যায়৷ আর যেন সৃষ্টি হয় জাতীয় ঐক্য৷

A Bangladeshi paramilitary soldier stands guard as Muslim devotees offer prayers in Dhaka, Bangladesh, Monday, Nov. 15, 2004. Muslims are celebrating Eid-al-Fitr that ends the holy fasting month of Ramadan. (AP Photo/Pavel Rahman)
ছবি: AP

জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মন্ত্রী পরিষদের সদস্য ও বিশিষ্ট নাগরিকসহ সমাজের সবশ্রেনির মানুষ৷ নামাজ শেষে দেশের শান্তি আর সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়৷ রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান৷

নামাজ শেষে কোলাকুলি আর ঈদের শুভেচ্ছা বিনিময় ঈদগা'কে এক মিলন মেলায় পরিণত করে৷ সেখানে সমবেত মুসল্লিদের কণ্ঠে ছিল একটিই কথা - দেশের রাজনৈতিক স্থিতিশীলতা৷ তারা হিংসা ও হানাহানি মুক্ত রাজনীতির জন্য প্রার্থনা করেন৷ প্রার্থনা করেন দেশের স্থিতিশীলতার জন্য৷

মহিলারাও অংশ নেন ঈদের জামাতে৷ তাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা৷ আর বাবা-মায়ের হাত ধরে ঈদগায়ে আসা শিশুদের আনন্দ যেন আর ধরেনা৷এবারে ঈদগাসহ ঈদের জামাতে ছিল কঠোর নিরাপত্তা৷ আর শৃঙ্খলাও ছিল চোখে পড়ার মত৷

এবার অনেকে প্রতিবাদ হিসেবে ঈদ করেছেন শহীদ মিনারে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ ঈদের দিনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যোগাযোগ মন্ত্রীর পদত্যাগের দাবিতে ৪ ঘন্টার অবস্থান কর্মসূচি পালিত হয়৷ সৈয়দ আবুল মকসুদের আহ্বানে এই কর্মসূচিতে পেশাজীবী, শিক্ষক, ছাত্রসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন৷

আর এই কর্মসূচি প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ঈদের দিনে তিনি মসজিদে অবস্থান নিয়েছেন৷ আর কেউ কেউ শহীদ মিনারে অবস্থান নিয়েছেন৷ তিনি ঈদের দিনেও সড়ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন৷

প্রধানন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান৷ প্রধানমন্ত্রী বলেছেন, এবার দেশের মানুষ শান্তিতে ঈদ করছে৷ আর বিরোধী দলীয় নেত্রী বলেছেন, মানুষের মনে ঈদের আনন্দ নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ