1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফিলিস্তিন

আব্বাসের বক্তব্যের তীব্র নিন্দা

১৮ আগস্ট ২০২২

মঙ্গলবার জার্মানিতে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের এক বক্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে৷ আব্বাস নিজেও পরোক্ষভাবে হলোকাস্টের তুলনা করে দুঃখ প্রকাশ করেছেন৷

Berlin | Pressekonferenz: Olaf Scholz und Mahmud Abbas
ছবি: Janine Schmitz/photothek/picture alliance

বুধবার বার্লিন সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর ‘হলোকাস্ট’ চালানোর অভিযোগ করে জোরালো সমালোচনার মুখে পড়েছেন৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও প্রতিক্রিয়া জানাতে কিছুটা বিলম্ব করায় সমালোচনার পাত্র হয়েছেন৷ কিন্তু সরকারি মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট এমন বিলম্বের কারণ ব্যাখ্যা করে বলেন, সংবাদ সম্মেলন আচমকা বন্ধ হয়ে গিয়েছিল৷ চ্যান্সেলর দ্বিতীয় বার হস্তক্ষেপ করতে না পেরে এবং সরাসরি আব্বাসের আক্রমণাত্মক বক্তব্যের প্রতিক্রিয়া দেখাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন৷ হেবেস্ট্রাইট নিজের বিহ্বলতা সম্পর্কেও আক্ষেপ জানিয়ে বলেন, ‘‘আমি যথেষ্ট দ্রুত ও মনোযোগ দিয়ে প্রতিক্রিয়া দেখাতে পারি নি৷ সেটা আমার ভুল৷’’

প্রাথমিক বিহ্বলতা ঝেড়ে ফেলে আরও অনেক মহল থেকে আব্বাসের বক্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ‘বিল্ড’ সংবাদপত্রকে বলেন, আব্বাসের তুলনা ‘‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং বিশেষ করে আমাদের দেশের রাজধানী বার্লিনে এমনটা বলায় বিষয়টি আরও বেদনাদায়ক৷’’ সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাসের বক্তব্যের সমালোচনা করেন৷   ইসরায়েলে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত স্টেফেন সাইবার্ট বলেন, আব্বাসের বক্তব্য ‘ভুল এবং একেবারেই গ্রহণযোগ্য নয়’৷ এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘‘জার্মানি কখনো হলোকাস্টের অতুলনীয় মাত্রা অস্বীকার করার চেষ্টার পক্ষে দাঁড়াবে না৷’’

ইউরোপীয় ইউনিয়নে ইহুদি-বিদ্বেষ মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত কমিশনর মার্গারিটিস শিনাস এক টুইট বার্তায় হলোকাস্ট বা ইহুদি নিধন যজ্ঞকে ইউরোপের ইতিহাসে এমন এক কলঙ্ক, যা কখনো মুছে ফেলা যায় না৷ তাঁর মতে, ‘‘হলোকাস্টের বিকৃতি বিপজ্জনক৷ এমন প্রচেষ্টা ইহুদি বিদ্বেষে ইন্ধন জোগায় এবং গণতন্ত্রের ক্ষয় ঘটানোর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে৷’’

পরিস্থিতি সামাল দিতে জার্মান চ্যান্সেলর শলৎস বৃহস্পতিবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জার্মানির জেডডিএফ টেলিভিশন দাবি করছে৷  

জোরালো প্রতিক্রিয়ার মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার বার্লিনে নিজের বক্তব্যের ব্যাখ্যা করে বলেন, হলোকাস্টের স্বতন্ত্রতা অস্বীকার করার কোনো ইচ্ছা তাঁর ছিল না৷ তিনি শুধু ১৯৪৮ সাল থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি জনগণের প্রতি অপরাধ ও গণহত্যার বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন৷

এসবি/কেএম (ডিপিএ/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ