1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমরণ অনশন

আরাফাতুল ইসলাম২৭ মার্চ ২০১৩

জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে বিস্তর আলোচনা৷ এদিকে আমরণ অনশন শুরু করেছে ‘শহীদ রুমী স্কোয়াড’৷

***Das Screenshot darf nur in Verbindung mit http://www.facebook.com/shaheed.rumi.squad verwendet werden*** http://www.facebook.com/shaheed.rumi.squad
Bangladesch Shaheed Rumi Squad Shahbag Dhaka auf Facebookছবি: Facebook

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ আন্দোলনের সূচনা হয়েছিল একটি ফেসবুক ঘোষণার মাধ্যমে৷ ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে আরো সংগঠিত হয়েছে৷ শাহবাগে তৈরি হয়েছে গণজাগরণ মঞ্চ, যেখান থেকে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়৷

২৬ মার্চ আল্টিমেটাম শেষ হয়েছে৷ কিন্তু জামায়াত-শিবির নিষিদ্ধে দৃশ্যত কোনো নতুন উদ্যোগ এই সময়ের মধ্যে নেয়নি বর্তমান সরকার৷ স্বভাবতই ক্ষুব্ধ আন্দোলনকারীরা, যাদের মধ্যে অধিকাংশই বয়সে তরুণ৷ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এবং বাংলা ব্লগে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷

ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের ফেসবুক পাতা থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ‘আগামী ৪ এপ্রিল কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পাশাপাশি জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি' দেয়ার আহ্বান জানানো হয়েছে৷

শাহবাগ আন্দোলনকারীদের একাংশ আল্টিমেটারের পর স্মারকলিপি প্রদানের কর্মসূচিকে ‘দুর্বল' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের আহ্বান জানান৷ তবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অঞ্জন রায় ফেসবুকে লিখেছেন, ‘‘ভিন্নমত থাকতেই পারে৷ সেই ভিন্নমতকে ধারন করে প্রথম আলোচনার বিষয় আমাদের লক্ষ্যটা কি? যদি লক্ষ্য একই হয়, তাহলে প্রথম কাজ দূরত্ব মোচনের৷ দ্বিতীয় বিষয় হলো অধিকাংশের মতামতের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়া৷

‘‘যারা ভাবছি খুব তাড়াতাড়ি যুদ্ধাপরাধী বা তাদের দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের হিসাবের সাথে আমি একমত না৷ এটি করতে যেমন সময় লাগবে তেমনই লাগবে সবার আন্তরিকতা৷''

এদিকে, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে শহীদ রুমি স্কোয়াডের কয়েক সদস্যের আমরণ অনশন নিয়ে ফেসবুক, টুইটার, ব্লগে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে৷ ব্লগার বাবু আহমেদ বুধবার দুপুরে এই বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে দেখলাম তীব্র এই রোদ উপেক্ষা করে বসে আছে স্কোয়াডের সদস্যরা যারা আমরণ অনশন করছে৷ নিলয়, শুভ্র, আকাশ, আনন্দ, দীপ, জয় ও সর্বশেষ যোগ দেয়া সাফি সহ সবারই চোখ লাল হয়ে আছে৷''

আমরণ অনশনরত নিলয়ের সঙ্গে কথোপকথন আহমেদ প্রকাশ করেছেন এভাবে, ‘‘ফিরতে হবে দ্রুত অফিসে তাই নিলয়ের কাছ থেকে বিদায় নেয়ার সময় বললাম সন্ধ্যায় দেখা হবে৷ (তখন নিলয়ের উত্তর) ভাই টেনশন নিয়েন না৷ আগামী দুই-তিনদিন বেঁচে থাকবো, কষ্ট হলেও৷ মরবো না৷''

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অটল বর্তমান প্রজন্মছবি: REUTERS

উল্লেখ্য, শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশনের সঙ্গে গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মসূচির কোনো বিরোধ নেই৷ স্কোয়াডের ফেসবুক পাতা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ তারা জানিয়েছেন, ‘‘আল্টিমেটাম না মানায় পরবর্তী সময়ের জন্য গণজাগরণ মঞ্চের তরফ থেকে যে সকল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সমর্থন দলটির আছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ