যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে জামায়াত নেতা কাদের মোল্লার৷ এ রায় নিয়ে অনেকেই লিখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ এমন দিনেই বাংলাদেশের কিছু কিছু আইআইজি থেকে নিষিদ্ধ করা হয়েছে ‘আমার ব্লগ'-কে৷
বিজ্ঞাপন
আমার ব্লগ খবরটি জানিয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে৷ সেখানে লেখা হয়েছে, ‘‘জামাত-শিবির এবং যুদ্ধাপরাধের বিচারে জনমত গঠনকারী শীর্ষ অন-লাইন ব্লগ আমারব্লগ-কে বাংলাদেশের কিছু কিছু আইআইজি থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত সংবাদ পাওয়া গিয়েছে৷ গত ৬ মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আমারব্লগ বন্ধ করা হলো৷ আমারব্লগ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সরকারি কিংবা আনুষ্ঠানিক চিঠি পায়নি৷''
ট্রাইব্যুনাল গঠন করে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় ২০১০ সালে৷ এ বছর প্রথম রায়ে হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযাগে ফাঁসির আদেশ দেয়া হয় ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে৷
ছবি: AP
কাদের মোল্লার ‘বিজয়প্রতীক’, দেশজুড়ে বিক্ষোভ
গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয় একাত্তরের কর্মকাণ্ডের জন্য ‘মিরপুরের কসাই’ নামে পরিচিতি পাওয়া কাদের মোল্লাকে৷ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সর্বোচ্চ শাস্তি না হওয়ায় এবং রায়ের পর কাদের মোল্লা আঙুল উঁচিয়ে বিজয়প্রতীক দেখানোয় শুরু হয় বিক্ষোভ৷
কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে প্রবল অসন্তোষ এবং বিক্ষোভ দেখা দিলে আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষেরও আপিলের সুযোগ সৃষ্টি করা হয়৷ এর আগে শুধু আসামিপক্ষের আপিল করার সুযোগ ছিল৷ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পর জামায়াতে ইসলামীও বিক্ষোভে নামে৷ দলটি মনে করে, এ রায় যথার্থ হয়নি৷ সেই থেকেই শুরু রায়ের প্রতিবাদে হরতাল৷
ছবি: Reuters
সাঈদির ফাঁসির আদেশ
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ বিভিন্ন অপরাধে ফাঁসির আদেশ দেয় ট্রাইবুনাল৷ প্রতিবাদে হরতাল ডাকে জামায়াতে ইসলামি৷ জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী-সমর্থকরা ব্যাপক তাণ্ডব চালায়৷ সংখ্যালঘুদের বাড়ি-ঘর-মন্দির লুট, অগ্নিসংযোগ, পুলিশ স্টেশনে হামলা,অগ্নিসংযোগ, সংঘর্ষ – সবই ঘটেছে, অনেক হতাহতের ঘটনাও ঘটেছে তখন৷
ছবি: Stringer/AFP/Getty Images
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবি
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার কয়েকজন ব্লগারের শাস্তির দাবিতে সোচ্চার হয় মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত-এ ইসলাম৷ ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাঁদের ‘নাস্তিক’ হিসেবেও চিহ্নিত করা হয়৷ প্রধান বিরোধী দল বিএনপির সমর্থন এ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে৷ চারজন ব্লগারকে গ্রেপ্তার করলেও যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখে সরকার৷
ছবি: Reuters
অবশেষে কাদের মোল্লার ফাঁসির আদেশ
মঙ্গলবার সংশোধিত আপিল আইনের আওতায় গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাঁসি দিয়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেয় আপিল বিভাগ৷রায় ঘোষণার আগে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
উৎসবের আনন্দ
এ রায়ে আবার জেগে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর৷ ‘মিরপুরের কসাই’ কাদের মোল্লার ফাঁসির আদেশ শুনে সেখানে আবার নামে মানুষের ঢল৷ অপরাধ অনুযায়ী শাস্তি হতে চলেছে – এটাই তাঁদের আনন্দ৷
ছবি: picture alliance/AP Photo
জামায়াতের হরতাল, বিক্ষোভ
কাদের মোল্লার চূড়ান্ত রায় ঘোষণার পর ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷ রায়কে ‘ভুল’ দাবি করে, অভিযুক্ত সব নেতার মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা৷ আবার বিক্ষোভে নেমেছে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা৷কাদের মোল্লার আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য আবেদন করা হবে৷ তবে আইনমন্ত্রী শফিক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, এ রায় পর্যালোচনার কোনো সুযোগ নেই৷
ছবি: STR/AFP/Getty Images
9 ছবি1 | 9
আমারব্লগ কর্তৃপক্ষ এ পদক্ষেপকে ‘বেআইনি' আখ্যা দিয়ে ‘তীব্র প্রতিবাদ' জানিয়ে লিখেছে, ‘‘এ ধরনের বেআইনি নিষেধাজ্ঞা জামাত-শিবিরের হাত শক্তিশালী করবে৷....আমারব্লগ কর্তৃপক্ষ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ব্লগারদের সাংবিধানিক বাকস্বাধীনতার কাছে দায়বদ্ধ৷ সেই দায় পূরণে আমারব্লগ কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না৷ সাংবিধানিক বাকস্বাধীনতার কাছে দায়বদ্ধ আমারব্লগ প্রত্যাশা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বেআইনি নিষেধাজ্ঞা অতি সত্বর বাতিল করবেন এবং জামাত শিবিরের বিরুদ্ধে জনমত গঠন করতে সাহায্য করবেন৷''
প্রেস বিজ্ঞপ্তি প্রচারের আগে কাদের মোল্লাকে নিয়ে আমারব্লগে একটি পোস্ট লিখেছেন এ হুসাইন মিন্টু৷ সেখানে ‘ফিরে দেখা, মুক্তিযুদ্ধ চলাকালে কসাই কাদেরের কুকীর্তি ও কিছু হত্যার ঘটনা' শিরোনামে একাত্তরে জামায়াত নেতার যুদ্ধাপরাধের বর্ণনা দিয়েছেন তিনি৷
সামহোয়্যারইন ব্লগে কাদের মোল্লার রায় নিয়ে বেশ কিছু লেখা ছাপা হয়েছে৷ অধিকাংশই ছদ্মনামে৷ পরিচয় গোপন করে যাঁরা লিখেছেন তাঁদের মধ্যে কেউ কেউ ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াত-শিবির যে হরতাল-বিক্ষোভ শুরু করেছে তার শেষ কোথায় জানতে চেয়েছেন৷ মুসা ইসলাম জানতে চেয়েছেন, ‘কাদের মোল্লার রায় নিয়ে রিভিউ বিতর্ক, কার কথা সঠিক?' মঙ্গলবার আব্দুল কাদের মোল্লার আইনজীবী জানান, আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য আবেদন করা হবে৷ তবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ রায় পর্যালোচনার কোনো সুযোগ নেই৷
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্লগার আরিফ জেবতিক লিখেছেন, ‘‘তখনও শাহবাগে মানুষের ভিড় হয়নি৷ প্রায় ফাঁকা শাহবাগের রাস্তায় বসে একটা ছেলে মনোযোগ দিয়ে পোস্টারে লিখছে – ‘এই পথে আজ জীবন দেব/রক্তের বদলা ফাঁসি নেব৷' – এই ছেলেটির নাম দীপ৷''
‘‘সিলেটের শহীদ মিনারে তখনও ভিড় বাড়েনি৷ এলাকা থেকে একটা বিশাল মিছিল নিয়ে অনেক বড় একটা জাতীয় পতাকা শক্ত হাতে ধরে এগিয়ে আসছে এক যুবক – তাঁর নাম জগৎ জ্যোতি৷''
আরিফ জেবতিক ছোট্ট এ লেখা শেষ করেছেন দুটি বাক্যে, ‘‘আমরা ফাঁসির রায় পেয়েছি৷
এখন একটু শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার৷''
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার দীপ, জগৎ জ্যোতি, তরিকুল ইসলাম শান্ত এবং লিফটম্যান জাফর মুন্সি গত কয়েক মাসের মধ্যেই মারা গেছেন৷ প্রত্যেকটি হত্যাকাণ্ডে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ ব্লগার আহমেদ রাজীব হায়দারকে ইসলামের জন্য অবমাননাকর লেখালেখির অভিযোগে কুপিয়ে হত্যা করা হয়৷