1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমরা যাব না’ স্লোগান দিল রোহিঙ্গারা

১৫ নভেম্বর ২০১৮

দুই হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর মাধ্যমে বৃহস্পতিবার প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু কেউ যেতে রাজি না হওয়ায় এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের রোহিঙ্গা কমিশনার৷

স্লোগান দিচ্ছেন রোহিঙ্গারাছবি: picture-alliance/AP Photo/D. Yasin

আবুল কালাম জানান, ‘‘আমরা তাঁদের ফিরে যেতে বাধ্য করতে পারিনা৷’’

এর আগে কক্সবাজারে উনচিপ্রাং শরণার্থী শিবিরে জমায়েত হওয়া কয়েক শত রোহিঙ্গা ‘না, না, আমরা যাব না’ বলে স্লোগান দেন৷ এই সময় রোহিঙ্গা বিষয়ক কমিশনার কালাম তাঁদের ফিরে যাওয়ার ব্যাপারে বোঝানোর চেষ্টা করেন৷ তাঁদের জন্য অন্তত তিন দিনের খাবার ও অন্যান্য জরুরি বিষয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি৷

কিন্তু রোহিঙ্গারা যেতে রাজি হননি৷ সেখানে উপস্থিত রোহিঙ্গারা ‘আমরা ন্যায়বিচার চাই’, ‘নাগরিকত্ব ছাড়া আমরা কখনো মিয়ানমারে ফিরে যাব না' এসব লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন৷

রোহিঙ্গাদের স্লোগান

00:20

This browser does not support the video element.

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল৷ সেজন্য রোহিঙ্গাদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছিল৷ কিন্তু ফেরত যেতে হবে, এই ভয়ে তালিকায় থাকা অনেকে ক্যাম্প থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে৷

জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআরও জানিয়েছিল, তালিকায় থাকা রোহিঙ্গাদের অনেকেই যেতে রাজি হচ্ছেন না৷

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গারা যেতে রাজি না হওয়ায় প্রত্যাবর্তন প্রক্রিয়া আপাতত স্থগিত করা হচ্ছে৷

এদিকে, সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনে উপস্থিত হওয়া মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচি রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা না রাখায় বিশ্ব নেতৃবৃন্দের তিরস্কারের মুখে পড়েন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ