1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

আমরা যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি: হামাস

২১ নভেম্বর ২০২৩

ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন জঙ্গি সংগঠনটির নেতা ইসমাইল হানিয়া৷ যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও৷

গাজা উপত্যকায় অভিযানের সময় ইসরায়েলের সেনা সদস্যরা৷ ছবিটি ১৯ নভেম্বরের
গাজায় ইসরায়েলের অব্যাহত অভিযানের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনার কথা জানালো হামাসছবি: Israel Defense Forces/Handout/REUTERS

কাতারে বসবাসরত হামাসের নেতা ইসমাইল হানিয়া টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছি৷'' তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি৷ এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে ইসমাইল হানিয়া বলেছেন তারা কাতারের মধ্যস্থতাকারীদেরকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন৷   

সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর তুলে নেয়া বন্দিদের মুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে কাতারসহ বিভিন্ন পক্ষ৷

একটি সম্ভাব্য চুক্তির কাছাকাছি থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও৷ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিবরি বলেন, ‘‘আমাদের বিশ্বাস আমরা কাছকাছি আসছি৷'' এ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তারা কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন৷ এর আগে কিবরি বলেছিলেন মধ্যস্থতাকারীরা নারী, শিশু ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্তির বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন৷ চুক্তি সন্নিকটে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও৷

গাজায় ত্রাণ পাঠানোর কেন্দ্র হয়ে উঠতে পারে সাইপ্রাস

01:11

This browser does not support the video element.

তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের সবশেষ বিবৃতির প্রেক্ষিতে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল৷ ইসরায়েল কাতার ভিত্তিক মধ্যস্থতার বিষয়ে মন্তব্য করা থেকে শুরু থেকেই বিরত থাকছে৷ তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির চ্যানেল টুয়েলভ টেলিভিশন নাম প্রকাশ না করে সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে ‘তারা (চুক্তির) কাছাকাছি রয়েছেন'৷

গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১২০০ মানুষ নিহত হন৷ ২৪০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস৷ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানিসহ বেশ কিছু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ