1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধনেদারল্যান্ডস

আমস্টারডামে আবার সহিংসতা, ট্রামে আগুন

১২ নভেম্বর ২০২৪

আমস্টারডামে একটি ট্রামে আগুন। এই ঘটনা ইসরায়েলি ফুটবল ফ্যানদের আক্রমণের সঙ্গে জড়িত কি না দেখছে পুলিশ।

আমস্টারডামে ট্রামে আগুন লাগানো হয়। জানালাও ভাঙা হয়। দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর আক্রমণের ঘটনার পর আমস্টারডামে আক্রান্ত ট্রাম। ছবি: AP/picture alliance

সোমবার লাঠি ও বাজি নিয়ে বেশ কিছু মানুষ আমস্টারডামে একটি ট্রামে আগুন লাগিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলেছে, গত সপ্তাহে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ঘিরে যে সহিংসতা হয়েছে, তার সঙ্গে এই ঘটনার যোগ আছে কি না তা এখনো স্পষ্ট নয়। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

একদিন আগেই ফিলিস্তিনপন্থিরা ড্যাম স্কোয়্যারে প্রতিবাদ দেখিয়েছিলেন।

আমস্টারডামের ঘটনা নিয়ে আর কী জানা গেছে?

পশ্চিম আমস্টারডামে ৪০-৪৫ স্কোয়্যারে ট্রামটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। ট্রামের জানালাও ভাঙা হয়।

এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনায় কেউ আহত হননি, ট্রামের ভিতর কোনো যাত্রী ছিলেন না

পুলিশ জানিয়েছে, দ্রুত আগুন নেভানো হয়। পুলিশ জায়গাটা খালি করে দেয়। কয়েকজনকে গ্রেপ্তার করে।

এটি৫-এর ফুটেজে দেখা গেছে, কিছু মানুষ স্কোয়্যারে বাজি, লাঠি নিয়ে যাচ্ছে। পুলিশ তাদের বলে, স্কোয়্যারে না যেতে। কারণ, সেখানে দাঙ্গাবিরোধী বাহিনী আছে।

আমস্টারডাম সেন্ট্রাস স্টেশনের কাছে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে ডাচ তরুণদের সংঘর্ষ হয়। ছবি: X/iAnnet via REUTERS

গ্রেপ্তার আরো পাঁচ

পুলিশ জানিয়েছে, তারা ইসরায়েলি ফুটবল সমর্থকদের উপর হামলার অভিযোগে আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গত সপ্তাহে ইউরোপা লিগের ম্যাচে আয়াক্স আমস্টারডাম ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আভিভকে ৫-০ গোলে পরাজিত করে৷ তারপর ইসরায়েলি সমর্থকদের উপর হামলা হয়

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ১৮ থেকে ৩৭ বছর বয়সি এবং তারা স্থানীয় বাসিন্দা। ।

পুলিশ এর আগে জানিয়েছিল, তারা ৬৩ জনকে ওই সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে আটক করেছে। তবে সোমবার তাদের হেফাজতে থাকা চারজনকে আদালতে পেশ করা হয়।

আমস্টারডামে শুক্রবার থেকে তিনদিনের জন্য বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

জিএইচ/এসজি(এপি, এেফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ