1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিকের বোতল থেকে নৌকা

রুট ক্রাউসে/এসবি৯ ডিসেম্বর ২০১৫

আধুনিক শহুরে সভ্যতায় প্লাস্টিক আবর্জনা বড় সমস্যা৷ আমস্টারডাম শহরে এমন জঞ্জাল পুনর্ব্যবহারের এক অভিনব পদ্ধতি কাজে লাগানো হচ্ছে৷ প্লাস্টিক বোতল থেকে তৈরি হচ্ছে নৌকা৷

Klima Ausflug
ছবি: DW/R. Krause

আমস্টারডামে নৌকা-বিহার৷ তবে মারিউস স্মিট ঠিক শহর ঘুরতে আসেননি, এসেছেন ‘ফিশিং' করতে৷ মাছ নয়, প্লাস্টিক বোতল ধরতে৷ বোতলের পরিমাণ কম নয়৷ মারিউস বলেন, ‘‘এটা বোতল, অন্য রকম ফেনা, প্লাস্টিক ব্যাগ৷ দেখলে মনে বড় দুঃখ লাগে৷ কত রকমের জঞ্জাল! এমন জিনিস কেন খালে এসে পড়ে?''

আমস্টারডাম শহরের খালপথ পর্যটকদের কাছে বড় আকর্ষণ৷ কিন্তু যেখানেই বেশি মানুষ, সেখানেই বেশি আবর্জনা৷ খাল পরিষ্কার রাখতে স্মিট ‘প্লাস্টিক হোয়েল' নামের এক কোম্পানি গড়ে তুলেছেন৷ তাই তিনিই সম্ভবত বিশ্বের প্রথম ‘প্লাস্টিক জেলে'৷ মারিউস স্মিট বলেন, ‘‘আমার সন্তানদের এটা অদ্ভুত লাগে৷ কারণ বাবারা সাধারণত ব্যাংকে কাজ করে অথবা স্বাভাবিক চাকরি করে৷ তাদের বাবা প্লাস্টিক জেলে৷ সম্প্রতি আমার ৬ বছরের সন্তান প্রশ্ন করেছিল, বাবা তুমি সারাদিন ঠক কী করো? আমি পানি থেকে প্লাস্টিক তুলি – এটা বলতে সত্যি অদ্ভুত লাগে৷''

মারিউস স্মিটছবি: Plastic whale/Natasja Noordervliet

কিন্তু তিনি আন্তরিকতার সঙ্গে সেই কাজ করেন৷ বাকিদেরও উৎসাহ জোগান৷ কোম্পানিতে তাঁর অধীনে ২০ জন কর্মী কাজ করছেন৷ ‘প্লাস্টিক হোয়েল' সংস্থার কর্মী স্কিপ ডে ফোগড বলেন, ‘‘পর্যটনের জন্য এটা ভালো৷ মানুষ বলবে, এটা পরিষ্কার শহর৷ অতএব শুধু পরিবেশ নয়, সৌন্দর্য রক্ষাও কাজের অংশ৷ আমি এই কাজ করতে পেরে সত্যি গর্বিত৷ সবাইকে বলি, খালি সময়ে এটা আমার সবচেয়ে পছন্দের কাজ৷''

তবে শুধু প্লাস্টিক সংগ্রহ করাই প্লাস্টিক জেলেদের জন্য যথেষ্ট নয়৷ তাঁরা রিসাইক্লিং-ও করেন৷ প্লাস্টিক বোতল দিয়ে নৌকা তৈরি হয়৷ এমনকি তাঁদের নিজস্ব নৌকাও আমস্টারডামের প্লাস্টিক জঞ্জাল দিয়ে তৈরি৷ এক জায়গায় আরও নোংরা জঞ্জাল রয়েছে৷ অন্যদিকে প্লাস্টিক হালকা, শক্তপোক্ত এবং ভালোভাবে ভেসে থাকতে পারে৷ অর্থাৎ নৌকা তৈরির আদর্শ উপকরণ৷ মারিউস স্মিট বলেন, ‘‘মানুষ যখন আমাদের নৌকা দেখেন, তখন তাঁরা সেটা ছুঁতে চান৷ কারণ তাঁরা জানতে চান, আমরা কীভাবে প্লাস্টিক আবর্জনা দিয়ে নৌকা তৈরি করি৷ তাঁরা পুরোপুরি বিশ্বাসও করেন না৷ অথচ প্রক্রিয়াটা মোটেই তেমন কঠিন নয়৷''

‘প্লাস্টিক হোয়েল' কোম্পানির দপ্তরে গেলে এই প্রক্রিয়া দেখা যায়৷ মারিউস স্মিট বলেন, ‘‘এটা একটা সাধারণ বোতল, যা খাল থেকে উদ্ধার করা হয়েছে৷ এরপর তা শ্রেডারিং ও ধোয়ার কাজ হয়৷''

তারপর প্লাস্টিকের কণা বেরিয়ে আসে৷ মারিউস বলেন, ‘‘এই কণা থেকে আমরা ফোম প্লেট তৈরি করি৷ নৌকার মৌলিক উপকরণ হিসেবে সেটা ব্যবহার করা হয়৷ এটাই নৌকার ভিত্তি৷''

এর মধ্যে তিনি তিনটি নৌকা তৈরি করেছেন৷ আরও তিনটির পরিকল্পনা চলছে৷ এই আইডিয়া অনেককেই উৎসাহিত করছে৷ অনেক সংস্থা নিজস্ব কর্মীদের প্রমোদভ্রমণের জন্য বায়না করছেন৷ প্লাস্টিক ফিশিং ব্যাপারটার সঙ্গে আজকের ট্রেন্ডের বেশ একটা যোগসূত্র রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ