1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজনেদারল্যান্ডস

আমস্টারডামে রাতের আকর্ষণ নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক

১ সেপ্টেম্বর ২০২৩

পর্যটকদের কাছে আমস্টারডাম শহরের নানা আকর্ষণ৷ কিন্তু তাদের বেড়ে চলা সংখ্যার কারণে ব্যবসায়ীদের পোয়াবারো হলেও স্থানীয় বাসিন্দাদের জীবন কঠিন হয়ে পড়ছে৷ পৌর কর্তৃপক্ষ ও নাগরিক উদ্যোগ নিয়ে স্বার্থের সংঘাত বাড়ছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: imago/Sabine Gudath

আমস্টারডামের ‘রেড লাইট' এলাকায় শুক্রবার রাত দশটার সময়েও ব্যস্ততা৷ স্থানীয় বাসিন্দা এল্স ইপিং লক্ষ্য রাখছেন, কেউ বেয়াদপি করছে কিনা৷ তিনি পর্যটকদের ভিড় আর সহ্য করতে পারেন না৷ তিনি বলেন, ‘‘এটা আমস্টারডামের মধ্যযুগীয় কেন্দ্রস্থল৷ এটা শহরের সবচেয়ে সুন্দর অংশ, একেবারে ডিজনিল্যান্ড৷ কিন্তু সেই ডিজনিল্যান্ডে জানালার পেছনে নগ্ন নারী ও মাদকসেবি পর্যটক থাকে৷ আমরা সেটা সহ্য করতে পারি না৷''

শহর কর্তৃপক্ষ ইতোমধ্যেই পর্যটকদের জন্য পার্টির রমরমা কমাতে কিছু পদক্ষেপ নিয়েছে৷ বিশেষ করে ব্রিটেনের মানুষদের জন্য ‘স্টে অ্যাওয়ে' স্লোগান দিয়ে এক অভিযান শুরু করা হয়েছে৷

কর্তৃপক্ষ সেইসঙ্গে বার ও যৌনপল্লি রাতের আগেই বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং সেই এলাকায় গাঁজা সেবন নিষিদ্ধ করেছে৷ সেই এলাকায় এমন নির্দেশিকা স্পষ্ট শোভা পাচ্ছে৷ শহরের পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিয়ে সংশয় নেই৷

তবে রাতের হইহুল্লোড়ের উপর নির্ভর করে যারা উপার্জন করেন, তাদের অবস্থা আরও কঠিন হয়ে উঠছে৷ যেমন নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী৷ তাঁর মতে, আগের তুলনায় তিন ঘণ্টা আগে যৌনপল্লি বন্ধ করার কারণে সমস্যা হচ্ছে৷ তিনি আরো বলেন, ‘‘আমরা আয়ের একটা বড় অংশ হারিয়েছি৷ সেই ক্ষতি পূরণ করতে আরও মেয়ে পথে নেমে গ্রাহক খুঁজে বাসায় আনার চেষ্টা করছে৷ সেটা সত্যি বিপজ্জনক৷ কয়েক বছর আগে এক যৌনকর্মীকে এমন মারধর করা হয়েছিল, যে সে এখনো কোমায় রয়েছে৷''

কিন্তু বিশাল মাত্রায় পর্যটন শুধু আমস্টারডামের সমস্যা নয়৷ এমন নিষেধাজ্ঞা শুধু স্থানীয় মানুষের একাংশকে সাহায্য করছে৷ ‘মাস টুরিজিম'-এর বিরুদ্ধে আরও টেকসই পদক্ষেপ কেমন হতে পারে? ফ্রেক ওয়ালাগ আমস্টারডাম শহরের রাতের মেয়র৷ তিনি রাতে সক্রিয় নানা ধরনের বাসিন্দাদের প্রতিনিধিত্ব করেন এবং মানুষের সঙ্গে মধ্যস্থতার উদ্যোগ নেন৷ তাঁর মতে, পৌর কর্তৃপক্ষ ছোট ছোট নিষেধাজ্ঞার মাধ্যমে ভুল পথ বেছে নিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ এড়িয়ে যাচ্ছে৷ ফ্রেক মনে করছেন, ‘‘আমাদের সুনির্দিষ্টভাবে পর্যটন শিল্পকে সামলাতে হবে৷ যেমন সস্তার উড়াল৷ সেটা পরিবেশের জন্যও উপকারী হবে৷ তখন উদার গাঁজা নীতি ও যৌনকর্মের মতো আমস্টারডামের ঐতিহ্য ও উত্তরাধিকার খর্ব করার প্রয়োজন পড়বে না৷''

রাতের হুল্লোড় ও আমস্টারডাম

04:17

This browser does not support the video element.

আবার শুক্রবার রাতের ব্যস্ততার মাঝে ফেরা যাক৷ এল্স ইপিং পৌরসভার সদস্য ছিলেন বলে অনেকেই তাঁর মুখ চেনেন এবং তাঁর অবস্থান সম্পর্কেও জানেন৷

বাসিন্দাদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘাত ব্যক্তিগত হয়ে উঠতে পারে৷ এল্স ইপিং কোন সিদ্ধান্তে পৌঁছচ্ছেন? তিনি বলেন, ‘‘আমার বা অন্যান্যদের প্রতি ব্যবসায়ীদের আগ্রাসী মনোভাব বেড়েই চলেছে৷ আমি সেটাকে প্রশংসা হিসেবে দেখি, কারণ আমরা হুমকি হয়ে উঠেছি৷ কিন্তু ভালো লাগছে না৷''

চলতি বছরে আমস্টারডামে এক কোটি আশি লাখ পর্যটক আসবেন বলে অনুমান করা হচ্ছে৷ কিছু মানুষের জন্য সেটা দুঃস্বপ্ন হলেও বাকিদের জন্য তা স্বর্ণখনির মতো৷ পৌর কর্তৃপক্ষের জন্য সেটা একটা উভয় সংকট৷ তবে অদূর ভবিষ্যতে সেই সমস্যা সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

ডামার্স/ভাইরাউখ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ