1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাজনে আগুন: সংকট উত্তরণে চাপে ব্রাজিল

২৩ আগস্ট ২০১৯

আমাজন বনাঞ্চলের চলতি বছরের রেকর্ড অগ্নিকাণ্ডকে আন্তর্জাতিক সংকট হিসেবে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ৷ তার মতে বিষয়টি জি-৭ সম্মেলনের আলোচ্যসূচির শীর্ষে থাকা উচিত ।

Brasilien Waldbrände
ছবি: Reuters/B. Kelly

টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমাদের ঘর জ্বলছে৷আমাজন বনাঞ্চল- যে ফুসফুস আমাদের গ্রহের ২০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে- তা পুড়ছে। জি-৭ সম্মেলনের সদস্য রাষ্ট্ররা, চলুন আগামী দুইদিন এই জরুরি বিষয়টি নিয়েই আলোচনা করি৷''

আমাজন বনাঞ্চলে অগ্নিকাণ্ডরোধে ব্রাজিল পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলে বিশ্ব নেতারা অভিযোগ করেছেন৷ এসব অভিযোগের কড়া জবাবও দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো।

বোলসোনেরো বলেছেন, ম্যাক্রো রাজনৈতিক সুবিধা লাভের জন্য আমাজনের অগ্নিকাণ্ডকে ব্যবহার করছেন৷ জি-৭ সম্মেলনে ব্রাজিল অংশগ্রহণ না করায় সেখানে এ অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা ভুল স্থানে উপনিবেশবাদী মানসিকতা উন্মোচিত করবেও বলেও মন্তব্য করেছেন তিনি৷

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ উপগ্রহ থেকে পাওয়া তথ্যে বিশ্লেষণ করে বলছে, চলতি বছর ব্রাজিলজুড়ে আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর বেশিরভাগই সংঘটিত হয়েছে আমাজন অঞ্চলে।

আমাজনে অগ্নিকাণ্ডের জন্য পরিবেশবাদীরা বোলসোনেরো সরকারের নীতিকে দায়ী করছেন। ব্রাজিলের কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট বন উজাড়ে কাঠুরে ও কৃষকদের উৎসাহিত করছেন বলেও অভিযোগ করেছেন তারা৷

বোলসোনেরো প্রথম দিকে আমাজনের চলতি বছরের ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য এনজিওকে দায়ী করলেও এর সমর্থনে কোনো প্রমাণ হাজির করেননি। বৃহস্পতিবার নিজের সেই অবস্থান থেকে সরে এসে তিনি বলছেন, ‘‘কৃষকেরাও বনে আগুন দিতে পারে৷''

আমাজনের আগুনের মাত্রা দেখে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার টুইটারে লিখেন, ‘‘বৈশ্বিক জলবায়ু সংকটের মধ্যে আমরা অক্সিজেন এবং জীববৈচিত্র্যের একটি বৃহৎ উৎসের বেশি ক্ষতি করতে পারি না৷''

আমাজনের অগ্নিকাণ্ড এবং পরিস্থিতি নিরসনে ব্রাজিলের বর্তমান সরকারের অবস্থান নিয়ে বিশ্বজুড়েই তীব্র প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তবে ব্রাজিলের প্রেসিডেন্ট বলছেন, মিডিয়াগুলো তাঁর সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে এই ঘটনাকে কাজে লাগাতে চাইছে৷ ভেনিজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘বেশিরভাগ মিডিয়া চায় তাদের মত ব্রাজিলও শেষ হয়ে যাক৷''

আমাজনের অগ্নিকাণ্ড নিয়ে ব্রাজিল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে৷

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা চলতি বছরের প্রথম আট মাসেই আমাজন বনাঞ্চলে গত বছর একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ বেশি আগুন লাগার তথ্য দেয়৷ বন উজাড়ের এই তথ্য নিয়ে বিতর্কের জেরে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনেরো এই মহাকাশ গবেষণা সংস্থাটির শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন৷

এসআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ