1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমাদের এখন একটা রাষ্ট্র আছে’

৩ ডিসেম্বর ২০১২

‘আমাদের এখন একটা রাষ্ট্র আছে’ উল্লসিত জনগণের উদ্দেশ্যে বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ জাতিসংঘে ফিলিস্তিনের জন্য ‘পর্যবেক্ষক রাষ্ট্র’-এর স্বীকৃতি নিয়ে রবিবারই তিনি ফিরেছেন৷

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় সমবেত জনতাকে আব্বাস বলেন, ‘‘ফিলিস্তিনি রাষ্ট্র, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভোমত্বের পক্ষে সারা বিশ্ব ‘হ্যাঁ' বলেছে৷ আর ‘না' বলেছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও দখলদারিত্বের বিরুদ্ধে৷''
ছবি: ABBAS MOMANI/AFP/Getty Images

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় সমবেত জনতাকে আব্বাস বলেন, ‘‘ফিলিস্তিনি রাষ্ট্র, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভোমত্বের পক্ষে সারা বিশ্ব ‘হ্যাঁ' বলেছে৷ আর ‘না' বলেছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও দখলদারিত্বের বিরুদ্ধে৷''

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে ফিলিস্তিনি আবেদনের পক্ষে ভোট পড়ে ১৩৯টি৷ আর বিপক্ষে মাত্র নয়টি৷ জার্মানি সহ ৪১টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে৷

এর আগে গত বছর ‘পূর্ণ রাষ্ট্র'-এর স্বীকৃতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করেছিল ফিলিস্তিন৷ কিন্তু সেখানে তারা সফল হয়নি৷ মূলত যুক্তরাষ্ট্রের চরম বিরোধিতার কারণেই সেটা হয়নি৷

জাতিসংঘের ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিনছবি: AP

এদিকে এবার জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়ায় ইসরায়েল ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে৷ তারা পশ্চিম তীরে নতুন করে তিন হাজার বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷ তবে ঠিক কোথায় বসতিগুলো নির্মাণ করা হবে সরকার সেটা না জানালেও ইসরায়েলি গণমাধ্যম বলছে, কিছু কিছু বসতি চরম বিরোধপূর্ণ এলাকা ‘ই-ওয়ান'-এ নির্মাণ করা হতে পারে৷ উল্লেখ্য, ই-ওয়ান হচ্ছে সেই এলাকা যেখানে বসতি নির্মিত হলে পশ্চিম তীর দুভাগ হয়ে যেতে পারে৷ এর ফলে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতার বিষয়টি আরও কঠিন হয়ে যেতে পারে৷

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ইতিমধ্যে ইসরায়েলের নতুন এই সিদ্ধান্তে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে বসতি স্থাপন অবৈধ এবং এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উপর একটা বড় আঘাত বলে মন্তব্য করেন বান কি-মুন৷

এদিকে, ফ্রান্স ও ব্রিটেন তাদের দেশে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বসতি নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে এটা অবৈধ৷ জার্মানি ইসরায়েলকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে৷ রাশিয়াও ইসরায়েলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷

ইউরোপের এক ঊর্ধ্বতন কূটনীতিক ইসরায়েলের হারেৎস পত্রিকাকে বলেছেন, বসতি নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার শুধু নিন্দা জানানো নয়, ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবিক অর্থে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে৷

তবে শুধু বসতি নির্মাণ নয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে কর ও রাজস্ব হস্তান্তর বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল৷ রবিবার দেশটির অর্থমন্ত্রী এই ঘোষণা দেন৷ এর ফলে ১২ কোটি ডলার থেকে বঞ্চিত হবে ফিলিস্তিন৷

যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনে সাহায্য বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ