1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমাদের কাজ থেমে নেই’

২১ নভেম্বর ২০১১

হঠাৎ করেই ব্লগে শোরগোল, ফেসবুকে হলুদ রঙের ছড়াছড়ি৷ ঢাকার রাস্তায় একদল তরুণ-তরুণী নাকি ফুল বিক্রি করছে৷ তাও পথশিশুদের ছুটি দিয়ে! এই তরুণ-তরুণীরা ‘জাগো’ নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবক৷ কেন এসব করছে তারা?

Blogger Ali Mahmed in Bangladesh want to encourage child education. He has established three schools for disadvantaged children’s. He is one of the BOBs winner for 2010. Copyright: Ali Mahmed
ছবিটি ব্লগার আলী মাহমেদের পরিচালিত শিক্ষা কেন্দ্রেরছবি: Ali Mahmed

‘জাগো' ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্ঠাতা করভী রাখসাদ ডয়চে ভেলেকে একান্ত সাক্ষাৎকার জানান, বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে শিক্ষা৷ বিশেষ করে শিশুশিক্ষা৷ আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা বস্তির শিশুদের কাছে পৌঁছে দিতে কাজ করছি৷ যেসব শিশু স্কুলে যেতে পারেনা, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে কাজ করছে জাগো ফাউন্ডেশন৷

‘জাগো' ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় বছর চারেক আগে৷ শুরুতে মাত্র সাতজন এই প্রতিষ্ঠানে কাজ শুরু করেন৷ তবে বর্তমানে এই ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবীর সংখ্যা সাত হাজার৷ রাজধানী ঢাকা ছাড়াও দশটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে জাগো৷

শুধু পথশিশুদের জন্য শিক্ষা নয়, তাদের অভিভাবকদের জন্যও কাজের ব্যবস্থা করছে জাগো ফাউন্ডেশন৷ এই উদ্যোগের ফলে শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হচ্ছে, তাদের উপর থেকে পরিবারের চাপ কমে যাচ্ছে৷

করভী জানান, ‘জাগো'র স্বেচ্ছাসেবীরা বয়সে তরুণ এবং শিক্ষার্থী৷ বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বয়স ২৫ বছরের নিচে৷ আমরা এই তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে তারা কাজ করতে পারে৷

বাংলা, ইংরেজি মাধ্যমসহ কিছু মাদ্রাসার শিক্ষার্থীও ‘জাগো'র স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে৷ পথশিশুদের সমস্যাসহ সমাজের অন্যান্য জটিলতা খুঁজে বের করা এবং সেসবের সামাধান করতে উদ্যোগী হচ্ছে এই স্বেচ্ছাসেবীরা৷

‘জাগো'র কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি কিছু সমালোচনাও শোনা গেছে৷ সেসবে অবশ্য দমে যাওয়ার পাত্র নন করভী৷ বরং তাঁর কথায়, ‘‘আমাদের কাজ থেমে নেই৷ মানুষ কথা বলবে, বলে যাক৷ তারা যদি আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারে, তবে প্রমাণ করে দেখাক৷ যেহেতু আমাদের এই নিয়ে কোন চিন্তা নেই, তাই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি''৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ