1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাদের দেশের জনগণ খুবই কাজের: জি এম কাদের

দেবারতি গুহ / আরাফাতুল ইসলাম২৬ নভেম্বর ২০১২

‘জার্মানির সঙ্গে আমাদের উষ্ণ সম্পর্ক রয়েছে এবং বাণিজ্য সম্পর্ক অত্যন্ত ভালো,’ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের৷ ইউরোপ সফরে এসে বার্লিনে ডয়েচে ভেলের মুখোমুখি হন তিনি৷

Bild: Debarati Guha, editor DW Bengali Copyright goes to DW G M Quader is a Bangladeshi politician and the current Minister of Commerce and former Minister of Civil Aviation and Tourism since 2009. He has recently visited Germany to boost up import-exports between Bangladesh and Germany.
ছবি: DW

জার্মানি এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর চলছে এখন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জার্মানি সফর করেছেন৷ একইবছর বাংলাদেশ সফর করেন তৎকালীন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ এই দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে৷

বাংলাদেশ থেকে এখন শুধু পোশাক নয়, জাহাজও রপ্তানি হচ্ছে জার্মানিতে৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সম্প্রতি জার্মানি ঘুরে গেলেন৷ বার্লিনে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘জার্মানির সঙ্গে আমাদের উষ্ণ সম্পর্ক রয়েছে এবং বাণিজ্য সম্পর্ক অত্যন্ত ভালো৷ জার্মানির সঙ্গে আমাদের ‘ভলিউম অব বিজনেস' বাড়ছে৷''

বাংলাদেশের একটি পোশাক কারখানাছবি: AP

জার্মানি তথা ইউরোপের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের বর্তমান অগ্রগতি সম্পর্কে খানিকটা ধারণাও দিলেন জি এম কাদের৷ তিনি বলেন, ‘‘আমি যেটা বুঝতে পারছি, ইউরোপের দেশগুলো এখন আর শুধু পণ্য রপ্তানি নয়, বরং ইউরোপের বাইরে কিছু উৎপাদন কারখানাও তৈরি করতে চাচ্ছে৷ ফলে তারা আমাদের মতো দেশগুলোর বাজার যাচাই করছে এবং বিনিয়োগের সুযোগ খুঁজছে৷''

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে জার্মানিতে পণ্য রপ্তানির পরিমাণ গত বছর ৫০ ভাগ বেড়েছে৷ বিশেষজ্ঞরা মনে করেন, বিদেশে পণ্য রপ্তানির পরিমাণ আরো বাড়াতে চাইলে বাংলাদেশের দরকার নিজস্ব ডিজাইনে ‘হাই-এন্ড প্রোডাক্ট' তৈরি করা৷ বাণিজ্যমন্ত্রী জানালেন, বাংলাদেশ এদিকেও অগ্রসর হচ্ছে৷ তিনি বলেন, ‘‘ইতিমধ্যে আমরা অনেক বাজারে ‘হাই-এন্ড প্রোডাক্ট' পাঠাতে শুরু করেছি৷ আমি এখন সুনির্দিষ্ট নাম বলতে পারব না, তবে ইউরোপের বিভিন্ন দেশের দোকানে এধরণের পণ্যের মধ্যে বাংলাদেশের পণ্যও আসছে৷ আসলে ‘হাই-এন্ড প্রোডাক্ট' তৈরির চেয়ে বড় বিষয় হচ্ছে মার্কেটিং করা৷''

Interview G M Quader for Online - MP3-Mono

This browser does not support the audio element.

পোশাক শিল্প খাতের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘‘আগে আমরা শুধু শ্রমটাই বিক্রি করতাম৷ এখন পোশাক তৈরি সংক্রান্ত ৮০ থেকে ৯০ শতাংশ কাজ আমরা নিজেরাই করছি৷ তুলা থেকে সুতা তৈরি করে কাপড় বানানো থেকে শুরু করে সেগুলোর প্যাকিংয়ের কাজ পর্যন্ত হচ্ছে বাংলাদেশে৷  পাশাপাশি কাপড়ের জন্য প্রয়োজনীয় বোতাম, চেইনের মতো সামগ্রীও আমাদের দেশেই তৈরি হচ্ছে৷ এভাবে কাজের পরিমাণ দিনদিন বাড়ছে৷''

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা বিশেষ ভূমিকা রাখছে, বললেন জি এম কাদের৷ তবে তিনি চান রেমিট্যান্সের পরিমাণ আরো বাড়ুক৷ এজন্য বিদেশে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান জি এম কাদের৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমরা দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করতে চাচ্ছি৷ এজন্য বিভিন্ন ধরণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, নানা ধরণের কাজকর্ম করা হচ্ছে৷ প্রশিক্ষণ সুবিধা ভালো করা হচ্ছে৷ আমরা যখন অন্য দেশে জনশক্তি রপ্তানি করতে চুক্তি করি, তখন এই বিষয়ের দিকে নজর রাখা হচ্ছে৷''

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দেশের জনশক্তির ভূয়সী প্রশংসা করলেন বাণিজ্য মন্ত্রী জি এম কাদের৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশের জনগণ খুবই কাজের৷ আমি মনে করি তারা দক্ষ৷ এই কারণে যেকোন জায়গায় তাদের পাঠানো গেছে, যেকোন ধরণের কাজই তারা করতে পেরেছে এবং তারা ভালো করেছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ