1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিভেনটিভ অ্যাকশন নেয়া উচিত ছিল

সমীর কুমার দে, ঢাকা২ জুলাই ২০১৬

ঢাকার গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর৷

ঢাকার গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা
ছবি: picture alliance/AA/H. Chowdhury

জিম্মি করার পর ধারালো অস্ত্র দিয়ে রাতেই তাদের হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে৷ ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক বলেন, অভিযানকারীরা ভেতরে ঢোকার পর ২০ জনের মৃতদেহ পায়৷ ঐ বেকারির বেশ কয়েকজন বিদেশিসহ ৩০ থেকে ৩৫ জন জিম্মি হয়েছিল বলে ধারণা দিয়েছেন সেখান থেকে বের হয়ে আসা সুপারভাইজার সুমন রেজা৷

পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা ডয়চে ভেলেকে বলেন, ‘অভিযানের কারণ অথবা ঠিক কীভাবে ঘটনাটি ঘটলো, তা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না৷ তবে এখানে যেটা ঘটলো, সেটা সারা বিশ্বেই হচ্ছে৷ আমাদের প্রিভেনটিভ অ্যাকশন নেয়া উচিত ছিল৷ দেশের নিরাপত্তা আরো জোরদার করতে হবে৷ কারণ সন্ত্রাদবাদ সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে৷’

হুদা

This browser does not support the audio element.

অভিযান শেষে বেকারি থেকে বেরিয়ে আসা একজন কর্মকর্তা বলেন, ভেতরে পাঁচ-ছয়জনকে বসিয়ে রাখা হয়েছে৷ সাদা পোশাক পরা ওরা সম্ভবত ওই রেস্তোরাঁর কর্মী৷ তিনি রেস্তোরাঁর ভেতরে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন৷ গুলশানের ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, ঐ হাসপাতালে মোট ৩৬ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছিল৷ এখন ভর্তি আছেন ২৪ জন৷

জিম্মি উদ্ধারে শনিবার সকাল সাড়ে সাতটার পরপর সেনাবাহিনী, সোয়াত, পুলিশ, র‌্যাব, বিজিবির সমন্বয়ে অভিযান শুরু হয়৷ অভিযানের সময় সেখানে সেনাবাহিনীর প্রধান, নৌ-বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন৷

‘এখানে যেটা ঘটলো, সেটা সারা বিশ্বেই হচ্ছে’

সকাল সাড়ে আটটার দিকে অভিযানে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ভেতরে পাঁচজন মারা গেছেন৷ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ এঁদের মধ্যে দু'জন বিদেশি নাগরিকও রয়েছেন৷ জীবিত উদ্ধার হওয়াদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে৷ নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি৷

এদিকে অভিযান শুরুর আগে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই বার্তা সংস্থার মাধ্যমে ঐ রেস্তোরাঁর ভেতরে তাদের হাতে নিহত কয়েকজনের রক্তাক্ত ছবি প্রকাশ করে৷ সেসব ছবি যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ টুইটারে প্রকাশ করে অভিযান শুরুর প্রায় আধা ঘণ্টা আগে, যাতে আইএস ২৪ জন নিহতের দাবি করেছে৷

শুক্রবার রাত পৌনে ন'টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁ বা বেকারিতে ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়৷ এরপর তারা সেখানে থাকা ব্যক্তিদের জিম্মি করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ