1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'আমাদের মানসিকতায় এখনো বর্ণবাদ'

সাক্ষাত্‍কার: হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ নভেম্বর ২০১৫

বাংলাদেশের খ্যাতিমান অভিনয় শিল্পী বন্যা মির্জা মনে করেন, আমাদের মানসিকতায় এখনো বর্ণবাদ রয়ে গেছে৷ তাই নারীর সৌন্দর্য বা যোগ্যতার ক্ষেত্রে কালো বা ফর্সা বিষয়টি প্রাধান্য পাচ্ছে৷

Bangladesch Schauspielerin Bonna Mirza
ছবি: DW/S. Hossain

শুধু তাই নয় কখনো কখনো প্রকৃত যোগ্যতার চেয়ে ফর্সা না কালো এটিই যোগ্যতার মাপকাঠি হয়ে ওঠে৷ আমরা বলি আমরা বর্ণবাদী নই৷ কিন্তু চর্চার অভাবে মগজে থাকা বর্ণবাদী চিন্তাই প্রকাশ হয়ে পড়ে৷ আর এর জন্য আমাদের দীর্ঘদিনের মানসিকতার সঙ্গে এখন যোগ হয়েছে কার্পোরেট যুগের কর্পোরেট গণমাধ্যম৷ ‘কালো মেয়ে' নিয়ে তিনি তাঁর খোলামেলা কথা বলেছেন ডয়চে ভেলে'র সঙ্গে৷

ডয়চে ভেলে: কালো মেয়ে সুন্দর নয়, ফর্সা মেয়ে সুন্দর-কেন এই মানসিকতা আমাদের?

বন্যা মির্জা: এই মানসিকতার যেমন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে৷ তেমনি আছে আমাদের সামাজিক এবং মনোজগতের দায়৷ বর্ণবাদ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে৷ কিন্তু বাস্তবে যে বিদায় নিয়েছে তা বলা যাবেনা৷ এখনো পৃথিবী শাসন করে সাদা মানুষরা৷ এখনো কালো মানুষরা নিগৃহীত হয়৷ অবহেলিত হয়৷ সাদা মানে ক্ষমতা আর কালো মানে খারাপ, নিষ্পেষিত৷ আমাদের সমাজে বা দেশে নারীদের ক্ষেত্রে এই কালো আর ফর্সার কথিত ধারণাটি প্রবল৷ সৌন্দর্যের একটি আরোপিত বোধ আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে৷ আর তা থেকেই আমরা নারী হিসেবে ফর্সা নারীকেই প্রাধান্য দেই৷ যোগ্যতার প্রশ্ন কাজ করেনা৷ কারণ আমাদের সমাজে নারীকে এখনো পুরুষের অধীন ভাবা হয়৷ তাই তাঁকে পুরুষের চোখে সুন্দর হতে হয়৷ আর পুরুষের মানসিকতায় সুন্দর নারী মানে ফর্সা নারী৷

তাহলে রং ফর্সাকারী ক্রিমে কেন রং ফর্সা করতে চায় নারী?

আমি আগেই বলেছি পুরুষের চোখে সুন্দর নারী হল ফর্সা বা সাদা রংয়ের নারী৷ আমাদের দেশে নারী বিয়ে বসে আর পুরুষ বিয়ে করে৷ তাই শুধু নারী নয় তার অভিভাবককেও ভাবতে হয় তার কন্যা শিশুটিকে নিয়ে৷ কারণ মা-বাবা তার কন্যার বিয়ের ভাবনাই সবার আগে ভাবেন৷ তাই তারা চেষ্টা করেন কত ফর্সা করা যায় মেয়েকে৷ প্রয়োজন হলে রং ফর্সাকারী ক্রিম এবং লোশন মেখে হলেও৷

নারী কেন এতে রাজী হয়?

উত্তর: ব্যতিক্রম আছে৷ কিন্তু কী আর করা! আমাদের সমাজে নারীকে তো বিয়ে বসতেই হবে৷ আর তাহলে রং ফর্সা করতেই হবে৷ কারণ তাঁর রং কালো হলে তাঁকে তো অনেক সমস্যায় পড়তে হয়৷ তাকে অশুভ ভাবা হয়৷ পত্রিকায় ‘পাত্রী চাই' বিজ্ঞাপনে সচেতনভাবেই লেখা হয়, ‘পাত্রীকে হতে হবে ফর্সা৷' আমি কখনো দেখিনি লেখা হয়েছে পাত্রীকে হতে হবে উচ্চশিক্ষিত৷

বন্যা মির্জাছবি: DW/S. Hossain

আপনিতো বিয়ের কথা বললেন৷ কর্মক্ষেত্রেও কি তাই?

কমবেশি তাই৷ আমি যদি আমার অভিনয় আর মডেলিং জগতের কথা বলি তাহলেতো এখানে এটা প্রবলভাবে আছে৷ নারী অভিনয় শিল্পীর সৌন্দর্য বলতে প্রথমে রং ফর্সা হওয়াকেই বোঝায়৷ আর দেখা যায় সেখানে আসল যোগ্যতা চেয়ে এটিই প্রধান যোগ্যতা হয়ে ওঠে৷

আর নানা প্রতিষ্ঠানে নারীদের চাকরি দেয়ার ক্ষেত্রেও মুখে বলা না হলেও বাস্তবে ফর্সা মেয়েদের প্রাধান্য দেয়া হয়৷ তারা রংয়ের কারণে যোগ্যতার চেয়ে বেশি সুবিধা পায়৷ কারণ অধিকাংশ নিয়োগকর্তাই পুরুষ৷ আর পুরুষের মগজে নারীর সৌন্দর্য নিয়ে বর্ণবাদী ধারণা প্রকট৷

কিন্তু উন্নত বিশ্বে এখন আর তা নয়৷ সেখানে কালো রংয়ের নারী পৃথিবীর সেরা উপস্থাপক, মডেল, অভিনয় শিল্পী৷

তাহলে আমাদের দেশে কেন হয়না?

ওরা একটা জায়গায় পৌঁছে গেছে৷ আমরা এখনো সেই জায়গায় যেতে পারিনি৷ ফলে যা হচ্ছে তা হল আমরা মুখে বলি কিন্তু বাস্তবে তা হয়না৷ এটা চর্চার বিষয়৷ আমাদের চর্চা নেই বলে অসতর্ক মুহূর্তে অথবা বাস্তব পরিস্থিতিতে আমরা আমাদের বর্ণবাদী মানসিকতা প্রকাশ করে ফেলি৷

আপনি এটাকে বর্ণবাদ বলছেন কেন?

শাসন ব্যবস্থায় এখন হয়তো বর্ণবাদ নেই৷ কিন্তু মানসিকতায় তো আছে৷ শরীরের রং দিয়ে যদি সুন্দর – অসুন্দর বিবেচনা করা হয়৷ যদি কর্মক্ষেত্রেও এটা প্রাধান্য পায়৷ সামাজিক আচরণ এবং অনুষ্ঠানে তার প্রকাশ ঘটে৷ তাহলে একে বর্ণবাদ ছাড়া আর কীইবা বলা যায়?

প্রতিষ্ঠান বা গণমাধ্যম এটাকে কীভাবে দেখছে?

আপনাকে আমি বিষয়টি একটু ব্যাখ্যা করছি৷ ধরুন নানা পণ্য উত্‍পাদনকারী তাদের মধ্যে দেশীয় এবং বহুজাতিক কোম্পানি আছে যারা সাবান, লোশন, ক্রিমসহ নানা পণ্য উত্‍পাদন করে যা সৌন্দর্য বিশেষ করে নারীদের সৌন্দর্য বাড়ানোর জন্য৷ আর তাদের বিজ্ঞাপনের ভাষা হচ্ছে, ‘‘এক সপ্তাহের মধ্যে আপনি হবেন আরো ফর্সা, আরো আকর্ষণীয়৷ ত্বক হবে উজ্জ্বল৷'' এমনকি এসব বিজ্ঞাপনে কালো মেয়েকে অবহেলিত আর ফর্সা মেয়েকে প্রতিষ্ঠিত দেখান হয়৷ আর এসব বিজ্ঞাপন প্রচার করা হয় সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে৷ তাহলে দাঁড়াচ্ছে কী? যা দাঁড়াচ্ছে তা হল, বহুজাতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম সবাই মিলে বর্ণবাদ ছড়াচ্ছে৷ তারা বলছেন, কালো খারাপ আর ফর্সা ভাল৷ আমাদের নেতিবাচক মানসিকতাকে এরা আরো উস্‌কে দিচ্ছে৷ এমনকি তাদের এই নেতিবাচক প্রচারণার কারণে এখন কালো পুরুষ এবং ফর্সা পুরুষেরও বিভাজন সৃষ্টি হচ্ছে৷ যা আগে ছিলনা৷

তাহলে করণীয় কী?

প্রথমত এই ধরনের প্রচারণা, বিজ্ঞাপনসহ নানা বিষয়ে স্পষ্ট নীতিমালা এবং আইন থাকা প্রয়োজন৷ তবে সবার আগে যেটা প্রয়োজন তাহল বর্ণবাদ-বিরোধিতার চর্চা৷ আমাদের মুখে বললে হবে না৷ বক্তৃতা বা কলামে বললে হবেনা ৷ বাস্তবে চর্চা করতে হবে৷ তা না হলে মুখে যতই বলি বিয়ের সময় আমরা ফর্সা মেয়েকেই খুঁজব৷

আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞা কী?

গয়ের রং কালো বা ফর্সা এটা আমার কাছে বিবেচনার বিষয় নয়৷ আমার কাছে তিনিই সুন্দর যিনি নিজের ভেতরের সৌন্দর্যকে ধারণ করেন এবং তার প্রকাশ ঘটান তার কর্মে, উত্‍পাদনে, আচরণে৷

(বন্যা মির্জা: পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ সেখান থেকে থিয়েটার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন৷ থিয়েটারে অভিনয় করছেন ২০ বছর ধরে৷ আর টেলিভিশন এবং চলচ্চিত্রে ১৫ বছর ধরে৷ বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী ব্র্যান্ডিং-এর কাজও করেন পেশাগতভাবে৷)

আপনি কী বন্যা মির্জার সঙ্গে একমত? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ