1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি’

৫ সেপ্টেম্বর ২০১১

জার্মান কিংবা ইউরোপীয়রা এশিয়ার বিভিন্ন দেশে অবকাশ যাপন করে৷ দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল, মালদ্বীপ এমনকি শ্রীলঙ্কায়ও অনেক পর্যটকের আনোগানা দেখা যায়৷ বাংলাদেশ এক্ষেত্রে এখনো পিছিয়ে কেন?

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মসুদ মান্নানছবি: DW

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মসুদ মান্নান ডয়চে ভেলেকে একান্ত সাক্ষাৎকারে বললেন, বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি জার্মান বা ইউরোপীয়দের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে৷ এতে করে সংস্কৃতিপ্রেমী পর্যটকরা বাংলাদেশ ভ্রমণে আগ্রহী হয়ে উঠবে৷

এছাড়া বাংলাদেশে ভ্রমণ বিষয়ক বিভিন্ন তথ্য জার্মান ভাষান্তরের মাধ্যমে তা প্রচারের উদ্যোগও নিচ্ছে জার্মানি বার্লিন শহরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস৷ জনাব মসুদ মান্নান জানান, সাম্প্রতিক সময়ে ‘বিউটিফুল বাংলাদেশ' ডকুমেন্টারি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে৷

বলাবাহুল্য, এই প্রামাণ্যচিত্রের দুটি সংস্করণ রয়েছে৷ ইউটিউবে অনেকেই ভিডিওটি দেখেছেন, দেখছেন৷ ক্লিকের হিসেবে কয়েক লাখ ইউটিউব ব্যবহারকারী ভিডিওগুলো দেখেছেন৷ অনেকে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন৷

আন্তর্জাতিক জনপ্রিয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে প্রচারের বিষয়েও আশাবাদ প্রকাশ করেন জনাব মান্নান৷ তিনি বলেন, আমি মনে করি এটা সরকারের দৃষ্টি এড়িয়ে যায়নি৷ আমাদের অর্থ বরাদ্দের যে ব্যাপারটি আছে, সেটি যখনই হাতে এসে যাবে - আমি নিশ্চিত সরকারের পর্যটনের যে মন্ত্রণালয় আছে, তারা এব্যাপারে উদ্যোগ নেবে৷  

রাষ্ট্রদূত মসুদ মান্নান'এর সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন নিচের লিংকে

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ