আমার সাবেক সহকর্মী রুবাইদ ইফতিখার বলেছিলেন, আমাদের সবার মানসিক সুস্থতা পরীক্ষা করানো উচিত, আর ঠিক কোন মেন্টাল স্টেটে আমরা আছি, তা বুকের কাছে ঝুলিয়ে রাখা উচিত৷
বিজ্ঞাপন
জাতীয় পরিচয়পত্রের মতোই তা যেন গুরুত্বপূর্ণ হয় এবং প্রদর্শন বাধ্যতামূলক হয়, রাষ্ট্রের উচিত তা নিশ্চিত করা৷ সাধারণ একজন নাগরিক থেকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিটিও যেন এই পরীক্ষা করান তার একটি সুস্পষ্ট নিদর্শনওএখন সময়ের দাবি৷
রাজন নামের এক বালককে পেটে বাতাস ঢুকিয়ে মেরে ফেলার পরিপ্রেক্ষিতে একথা বলেছিল রুবাইদ৷ খবরটি পড়তে গিয়ে আমরা কেঁপে উঠছিলাম৷ গাছে ঝুলিয়ে রাখা ক্ষতবিক্ষত তুহিনের লাশ বা আবরারকে পিটিয়ে মারার রাতে কয়েকজন তরুণের ক্লোজ সার্কিট মুখ আমার কানের কাছে চিৎকার করে বলছে, আমরা সবাই ভয়ংকর উন্মাদ, আমাদের চিকিৎসা প্রয়োজন৷
দুয়েকজন মনোবিশ্লেষকের সঙ্গে কথা বলতে চেষ্টা করলাম৷ কয়েকটি শব্দই যেন শুনলাম ঘুরে ফিরে৷ পুরো পৃথিবীতেই অস্থিরতা, জাত্যাভিমান, মনের কথা বলতে না পারা, শৈশবে নিপীড়ন, সমাজে প্রাপ্য মূল্যায়ন না পাওয়ার হতাশা, ক্রোধ আর স্বার্থ নাকি মানুষকে জটিল ভাবলেশহীন আর আত্মকেন্দ্রিক করে তুলছে৷ আমাদের চিত্তশুদ্ধির উপায় জানা নেই, স্বাভাবিক চিন্তার দীক্ষা নেই৷ এই দুনিয়ায় বন্ধুতে আমাদের একঘেয়েমি আসে, আগ্রহ আর উত্তেজনা পাই শুধু শত্রুতে৷ তাই নানা মাত্রা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যুক্তিহীন আক্রোশ সম্বল করে প্রকৃত বা আরোপিত শত্রুর উপর ঝাঁপিয়ে পড়াতেই আমাদের আনন্দ৷ এক্ষেত্রে আমরা ঝাঁপাই যার যা আছে তা নিয়ে, কারো অস্ত্র ফেসবুক-টু্ইটার কেউবা আসেন ছুরি বা ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে৷
আমাদের মানসিক অবস্থাটা যদি আমরা জেনে নিতে পারতাম, আমরা হয়তো সাবধান হতাম, আমাদের থেকেও অন্যরা সাবধান হতে পারতো৷ রবার্ট লুই স্টিভেনসনের ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইডের কথা মনে পড়ে? আমিও হয়তো বাইরে থেকে ড. জেকিলের মতো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু আমার অজান্তেই হয়তো আমার মনে বাস করে মিস্টার হাইডের মতো ভয়ংকর কোনো সত্ত্বা৷ আমাদের চেষ্টা বা অন্তত আশা করা উচিত, হয়তো চিকিৎসায় এ রোগ ভালো হবে, হয়তো লোকে আমার কাছ থেকে সাবধান হতে পারবে৷
দ্বিধাহীনভাবে নিজের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান, আশেপাশের বা পরিচিতদেরও করতে উৎসাহিত করুন৷ মনে রাখবেন আমরা বা আমাদের বাচ্চারা যেমন খুন হয়ে যাচ্ছে, তেমনি আমরাই বা আমাদের বাচ্চারাই একের পর এক ভয়ংকর অপরাধ করে চলেছে৷ মানসিক পরীক্ষা করে জেনে নিন আপনি ঠিক আছেন কিনা, মনে রাখবেন এতে লজ্জার কিছু নেই৷ অসুস্থতা তো অসুস্থতাই, তাই না?
১২ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...
যৌন লালসার বিকৃত রূপ
পাঁচ-ছয় বছরের শিশু থেকে শত বছরের বৃদ্ধা, কেউ বাদ যাননি ধর্ষণের শিকার হওয়া থেকে৷ ঘর, গণপরিবহন আর শিক্ষা প্রতিষ্ঠান- সব জায়গাতেই ঘটেছে এসব ঘটনা৷ ছবিঘরে দেখে নিন যৌন লালসার এমন বিকৃত রূপের চিত্র৷
ছবি: bdnews24.com/A. Mannan
লালসার শিকার ছয় বছরের সায়মা
রাজধানীর ওয়ারীতে প্রতিবেশীর ফ্ল্যাটে খেলতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ছয় বছরের শিশু আফরিন সায়মা৷ সম্প্রতি এই ঘটনা ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে৷ ধর্ষককে গ্রেপ্তারের পর তার বাবার আবেগধর্মী বক্তব্যে আলোড়িত হয়েছেন সবাই৷
এমন ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, নিজের প্রতিবেশও কতোটা অনিরাপদ নারী ও শিশুর জন্য৷
ছবি: bdnews24.com
১২ ছাত্রীর ধর্ষক মাদ্রাসা অধ্যক্ষ
নারায়ণগঞ্জে ১২ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একটি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আল আমিন৷ গ্রেপ্তার আল আমিন ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানি অভিযোগ স্বীকার করেছেন বলে র্যাব৷
ছবি: bdnews24.com
শত বছরের বৃদ্ধাকে ধর্ষণ!
মে মাসে টাঙ্গাইলে শত বছর বয়সি অন্ধ বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠে ১৫ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে৷ ওই কিশোর বৃদ্ধার ঘরে ঢুকে মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করেছে বলে জানায় পুলিশ৷ গ্রেফতার কিশোর সোহেল ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ৷
আগুনে পুড়ল নুসরাত
ফেনীতে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার জেরে আগুনে পুড়তে হলো নুসরাত জাহান রাফিকে৷ অধ্যক্ষের পক্ষ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েকজন ওই কাণ্ড ঘটায়৷ নুসরাতকে হত্যার আগে নিপীড়ক অধ্যক্ষ সিরাজের পক্ষে মানববন্ধনও হতে দেখা গেছে৷ নারায়ণগঞ্জ আর ফেনীর ঘটনা প্রকাশ করছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও অনিরাপদ নারীরা৷
ছবি: picture-alliance/M. Rashid
রাজনীতির বিরোধে ধর্ষণ!
নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে ধর্ষণের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়৷ এরপর নোয়াখালীতেই আরেকটি ভোট কেন্দ্র করে ছয় সন্তানের জননীকে ধর্ষণের ঘটনা ঘটে৷ ধর্ষণে রাজনীতির সংযোগ নারীর জন্য সমাজকে ঝুঁকিপূর্ণই করছে৷ এর আগে ২০০১ সালের নির্বাচনের পরও দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণের ঘটনায় ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল৷
ছবি: bdnews24.com
ছয় মাসে ভিকটিম ৩৯৯ শিশু
মানবাধিকার সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারা দেশে ৩৯৯ শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে৷ এর মধ্যে আটজন ছেলে শিশু রয়েছে৷ ধর্ষণের পর ১৫জন মেয়ে শিশু ও এক ছেলে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে৷ অন্যদিকে, ছয় মাসে ৬৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য৷
ছবি: Bilderbox
পাঁচ মাসে ৩০০ মামলা
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সারা দেশে শিশু ধর্ষণের মামলা হয়েছে ৩০০-এর কিছু বেশি৷ আর গত পাঁচ বছরে মোট শিশু ধর্ষণ মামলার সংখ্যা ছিল ৩ হাজারের কিছু বেশি৷
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor
কিনারা হয়নি তনু হত্যার
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত তিন বছরেও শেষ হয়নি৷ তনুর পরিবারের অভিযোগ, স্থবির হয়ে আছে তদন্তকাজ৷ ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকার থেকে তনুর লাশ উদ্ধার করা হয়৷ ঘটনার সঙ্গে সেনাসদস্যরা জড়িত বলে অভিযোগ তনুর পরিবারের৷
ছবি: Twitter
আলোচিত রূপা হত্যা
২০১৭ সালের আগস্টে টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণের পর হত্যা করা হয়৷ ওই মামলায় চারজনকে ফাঁসি ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷
ছবি: picture-alliance/Photoshot
ক্রসফায়ার কি সমাধান?
ধর্ষককে কথিত বন্দুকযুদ্ধে হত্যার ঘটনা ঘটেছে বিভিন্ন সময়ে৷ ধর্ষককে ক্রসফায়ারে পক্ষে রাস্তায় দাঁড়াতেও দেখা গেছে৷ এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়ে একাধিকবার ধর্ষককে বিচার বহির্ভূতভাবে হত্যার কথা বলেছিলেন জাতীয় পার্টির সংসদ কাজী ফিরোজ রশীদ৷ আইনের শাসনের প্রতি আস্থাহীনতার প্রমাণ হিসাবে দেখা দিয়েছে এসব ঘটনা৷