1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষিতাকে নিয়ে ছবি

৩ জানুয়ারি ২০১৩

তেলুগু ভাষার চিত্রপরিচালক রমন গড্ডম তাঁর আগামী ছবি ‘নিশা’-র কাহিনি হিসেবে নিচ্ছেন নতুন দিল্লির গণধর্ষণের ঘটনাটিকে৷ ভারতীয় মিডিয়াতে তো বটেই, ফেসবুক এবং টুইটারেও এ নিয়ে ঝড় উঠেছে৷

ছবি: dapd

রমন কিন্তু বলছেন, তিনি তাঁর ছবিতে সরকার এবং জনগণের প্রতি একটি জোরদার বার্তা রাখতে চেয়েছেন৷ এনডিটিভি'র বিবরণ অনুযায়ী, তিনি বলেছেন, ‘‘আমি বিষয়টির স্পর্শকাতরতা থেকে বাণিজ্যিক লাভ করতে চাইছি না৷ আমি চাইছি এই বার্তা পাঠাতে, যে বর্বর কর্মের ফলে সারা জাতি বিমূঢ়, সে ধরণের কাজকে গৌণ হিসেবে নেওয়া উচিত নয় এবং অপরাধীদের গুরুতর সাজা হওয়া উচিত৷''

তবে তাঁর ছবি শুধু ‘আমানত'-এর কাহিনি নিয়েই নয়, বলেছেন রমন৷ ছবির একটি সংক্ষিপ্ত অংশ ঐ ঘটনা নিয়ে৷ ছবির শুটিং এখন শেষ, পোস্ট-প্রোডাকশনের কাজ চলেছে৷ ছবিতে নাম-করা নায়ক-নায়িকা, সুরকার, কিছুরই অভাব নেই৷ কাজেই সামাজিক যোগাযোগের সাইটগুলিতে একটি উদ্বেগ এখনই দেখা দিয়েছে যে, বাস্তবতার নামে কমার্শিয়াল ফর্মুলার নাচ-গান, স্বল্পবস্ত্রা নায়িকা, সব কিছুই এসে পড়তে পারে৷ ‘আমানত'-এর ভয়ানক বাস্তব থেকে সিনেমার কল্পজগতে উত্তরণ এতটা খেলো হওয়া উচিত নয়৷

অপরদিকে বিষয়টি নিয়ে ছবি করার ব্যাপারেই অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সন্দেহ থেকে যাচ্ছে৷ একজন প্রস্তাব দিয়েছেন, যদি টাকা করা উদ্দেশ্য না হয়, তবে ছবিটি বিনামূল্যে প্রদর্শন করা হোক৷ অপর একজন মনে করেন, এ ধরণের ছবি করাটা ন্যক্কারজনক৷ একটি মেয়েকে পাশবিকভাবে ধর্ষণ করা হলো; তার সুযোগ নিয়ে মুনাফা করার প্রচেষ্টা জীবন, প্রেম-ভালোবাসা এবং মানবতার প্রতি ঠিক সেই চরম অশ্রদ্ধাই প্রদর্শন করে, ধর্ষণকারীদের মধ্যেও যেটা দেখতে পাওয়া যায়৷ ব্যবহারকারীর মতে, ভারতীয় সমাজের ৯৯ শতাংশের মনোভাবই তাই৷

এসি/ডিজি (এনডিটিভি, ফেসবুক, টুইটার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ