1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমার জীবনের সব সিদ্ধান্ততো এখন কোর্টের কাছে: খাদিজাতুল কুবরা

রাহাত মিনহাজ ঢাকা
২১ নভেম্বর ২০২৩

বিনা বিচারে ১৫ মাস কারাগারে বন্দি জীবন কাটিয়ে ২০ নভেম্বর জামিনে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা৷

সোমবার মুক্তির পর খাদিজা
সোমবার জামিনে মুক্তি পেয়েছেন শিক্ষার্থী খাদিজাতুল কুবরাছবি: Salahuddin Razu/ NurPhoto/picture alliance

২০২৩ সালের আগস্টে বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হওয়ার পর থেকেই দেশে-বিদেশে খাদিজার মুক্তির সোচ্চার দাবি ছিল৷ 

তার মুক্তি চেয়ে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একাধিকবার আহ্বান জানিছে৷ পথে নেমেছিল তার সহপাঠী থেকে শুরু করে দেশের অগণিত মানুষ৷ কারাগারে কেমন ছিলেন খাদিজা, সামনে দিনগুলোতে তিনি কি করতে চান এ বিষয়ে ডয়চে ভেলে বাংলার সাথে কথা বলেছেন খাদিজাতুল কুবরা৷ 

ডয়চে ভেলে: খাদিজা, আপনি কেমন আছেন?

খাদিজাতুল কুবরা: জ্বি, আলহামদুলিল্লাহ৷ সুস্থ আছি কিন্তু শারীরিকভাবে কিছুটা দুর্বল এবং অনেক ধরনের সমস্যা আছে৷ সেটার জন্য ডাক্তার দেখাতে হবে৷ আমার ট্রিটমেন্টের প্রয়োজন আছে৷ আমিতো আগে থেকেই অসুস্থ ছিলাম৷ কারাগারেতো আর ওইরকমভাবে কোনো ট্রিটমেন্ট আমি করাতে পারিনি৷ কিডনিতে স্টোন ছিল৷ এখন কি পরিস্থিতি, সেটাও আমি জানি না৷

পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে?

আমি যখন কারাগারে, তখন কোর্ট পারমিশন দেওয়ায় আমি কিছু পড়ালেখা করেছিলাম৷ তবে আমি আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে আমি হয়তো এই পরীক্ষাটা দিতে পারব৷ কিন্তু যেতে পেরেছি, পরীক্ষা দিয়েছি৷ মোটামুটি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ৷ আমার পরের পরীক্ষা ২৫ নভেম্বর৷

আপনি কোন ইয়ারের পরীক্ষা দিলেন?

 এটা সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, সব মিলিয়ে চতুর্থ সেমিস্টার পরীক্ষা৷

আপনি কি আগের পরীক্ষাগুলো দিতে পেরেছিলেন?

জ্বি জ্বি৷ আমি থার্ড সেমিস্টার (তৃতীয় সেমিস্টার) শেষ করে দেড়-দুই মাস ক্লাস করে তারপর গ্রেফতার হয়ে কারাগারে যাই৷

আপনি যখন কারাগারে ছিলেন, এটাতো খুবই কঠিন সময়৷ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ একটা উচ্ছ্বল সময় আপনি পার করছিলেন ক্যাম্পাসে৷ তারপরে আপনাকে অন্তরীণ থাকতে হলো ১৫ মাস৷ আপনার এই সময় নিয়ে, কারাগারের জীবন নিয়ে আপনি আমাদের কিছু বলতে পারেন?

আমি কারাগার জীবনটা আমার মাইন্ড থেকে টোটালি বের করে দিয়েছি৷ এই জিনিসটা ভাবলেই কেমন জানি লাগে৷ আমি ভাবতে চাই, আমার লাইফে আসলে কারাগারের কোনো অধ্যায় ছিল না৷ আমি ওইটা নিয়ে আসলে কিচ্ছু মনেও করতে চাচ্ছি না৷ আমি দুঃখিত, এই বিষয়টি আমি চিন্তাও করতে চাই না৷

খাদিজার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন সময়ে কর্মসূচী পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাছবি: Minhaz Uddin/DW

ছোট্ট করে জানতে চাই, আপনার পড়াশোনার কেমন ক্ষতি হলো এই ১৫ মাসে বা আপনি আপনার শিক্ষা জীবন নিয়ে কি ভাবছেন?

১৫ মাসের মধ্যে একটা বছর চলে গেছে৷ এখনতো এই সেমিস্টার ফাইনাল দিচ্ছি৷ এখন ৩০ তারিখে আদালতের রায়ের পর সিদ্ধান্ত নিব, জীবনে কি করব৷ আমার জীবনের সব সিদ্ধান্ততো এখন কোর্টের কাছে৷

আপনি বাড়িতে ফিরে কি করলেন আপনার মা-বাবা, পরিবারের অন্য সদস্য সবাই নিশ্চিয় আনন্দিত ছিলেন?

সবাই আসলো৷ সবাই অনেক খুশি৷ সবাই আসতেছে, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি৷ সবাই কথা বলতেছে৷ মানে অন্যরকম৷ সবাই আসতেছে, পাড়া-প্রতিবেশিরা৷ মা অনেক খুশি৷ মায়ের টেনশন শেষ৷

এই পরিবারের যে জার্নি কঠিন সময় পার করার, তার মধ্যে সবচেয়ে কঠিন ছিল কোন সময়টা, আপনি একটু আমাদের শেয়ার করতে পারেন৷ আমি পরিবারের কথা বলছি?

আমিতো আসলে ছিলাম না৷ এটা তারাই ভালো করে বলতে পারবে কখন৷ আমি যতটা জানি, তারা সব সময় খারাপই ছিলেন৷

আপনি যখন কারাগারে ছিলেন, তখন কি আপনি জানতে পারতেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অনেকেই আপনার জন্য প্রতিবাদ করেছে৷ অনেক অজানা মানুষ আপনার জন্য কলম ধরেছে৷ সমবেদনা জানিয়েছে৷ আপনার জন্য লিখেছে৷ এই বিষয়টা কারগার থেকে আপনি জানতে পারতেন, বা কোনো আইনজীবী আপনাকে জানাতো?

আসলে এই বিষয়গুলো হয়তো আপু কখনও বলতো৷ এইগুলো আপুমনি সবকিছু হ্যান্ডেল করতো৷

আপনি আপনার শিক্ষা জীবন, ভবিষ্যত নিয়ে কিছু একটা বলতে পারেন, আপনি কি চিন্তা করছেন?

আমার মাথায় এখন একটা টেনশন ঘুরতেছে যে, শেষ পর্যন্ত আমার বিচার কি হবে৷

দেড় বছর পর আপনি আবার মুক্ত জীবনে৷ এই অনুভূতিটা কেমন, আপনি কেমন বোধ করছেন?

আমার এখনও মনে হচ্ছে আমি ঘোরের মধ্যে আছি৷ আমার বিশ্বাসই হচ্ছে না, আমি বাইরে৷

খাদিজা, আপনি কি কিছু কিছু বলতে চান৷ আমি প্রশ্ন করছি না৷

এই ১৫ মাসে আমার একটা রিয়েলাইজেশনই ছিল, লাইফে ফ্যামিলি অনেক ইমপর্ট্যান্ট৷

গত বছরের মে মাসের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ