1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার ধর্মের হিসাব তাদের কাছে দিতে হবে কেন?’

৬ জুলাই ২০২০

আয়মান সাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন৷ তবে তিনি জানতে চেয়েছেন, ‘‘আমার ধর্মের হিসাব তাদের কাছে দিতে হবে কেন? আমার ব্যবসার হিসাব চাওয়ারই বা তারা কে?’’

আয়মান সাদিকছবি: privat

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক রবিবার ফেসবুকে জানান, তাকে ‘ইসলাম-বিরোধী' তকমা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ তার দাবি, যে বিষয় নিয়ে হুমকি দেয়া হচ্ছে সেই পোস্ট বা বক্তব্য তিনি দেননি৷ তার স্কুলের এক সাবেক কর্মী, যিনি এখন বিদেশে থাকেন, তার দেয়া বক্তব্য ধরেই তাকে হুমকি দেয়া হচ্ছে বলে দাবি তার৷ 

‘ভিন্ন মতের কারণে বাংলাদেশে অনেককে জীবন দিতে হয়েছে’

This browser does not support the audio element.

তার ব্যবসা নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন আয়মান সাদিক৷ যারা হুমকি দিচ্ছে তাদের দাবি, আয়মানকে প্রমাণ করতে হবে যে তিনি ইসলাম-বিরোধী নন৷

তবে আয়মান প্রশ্ন করেন,‘‘আমার ধর্মের হিসাব তাদের কাছে দিতে হবে কেন? আমার ব্যবসার হিসাব চাওয়ারই বা তারা কে?''

এমনকি ওই গোষ্ঠীটি টেন মিনিট স্কুলের কিছু ইউটিউব ভিডিও'রও অপব্যাখ্যা দিয়ে তাকে নব্য মিশনারী, ও কাফিরদের এজেন্ট বলে প্রচার চালানো হচ্ছে বলে আয়মান জানান৷ তিনি বলেন,‘‘ টেন মিনিটস স্কুল কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়৷ কিন্তু আমি মুসলিম৷ তবে আমার মুসলমানিত্বের হিসাব আমি তাদের কারো কাছে দিতে বাধ্য নই৷''

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এরই মধ্যে আয়মান সাদিককে হুমকির বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে৷ তারা তাকে হুমকি দেয়া কয়েকটি ফেসবুক গ্রুপ এবং ভিডিও চিহ্নিত করেছে৷ সিটিটিসি'র উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘‘আয়মান সাদিক আমাদের কাছে কোনো অভিযোগ করেননি৷ আমরা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে তৎপরতা দেখে যোগাযোগ করেছি৷ তাকে কেউ যদি সরাসরি কোনো ধরনের ক্ষতির চেষ্টা করে, তাহলে আমাদের জনাতে বলেছি৷ বিষয়টির ওপর আমাদের নজরদারি আছে৷ কোনো জঙ্গি গোষ্ঠী এর সঙ্গে যুক্ত কিনা তা-ও আমরা দেখছি৷'' আয়মান থানায় জিডি করে নিরাপত্তা চাইলে পুলিশ সেটা বিবেচনা করবে বলেও জানান তিনি৷ 

‘আয়মান সাদিক আমাদের কাছে কোনো অভিযোগ করেননি’

This browser does not support the audio element.

সিটিটিসি দেখতে পেয়েছে শুধু আয়মান নয়, তার টেন মিনিট স্কুলের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে৷ নানা ধরনের ভিডিও ও ফেসবুক পোস্ট ছড়ানো হচ্ছে৷ কয়েকটি গ্রুপ থেকে এ কাজ করা হচ্ছে এবং তা হাজার হাজার শেয়ার হচ্ছে৷

তবে আয়মানের ব্যাপারে এই অপপ্রচার ও হমকির বিরুদ্ধে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অবস্থান নিয়েছেন৷ তারা এই ধরনের অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন৷

তাদের একজন লেখক ও সাংবাদিক শেরিফ আল সায়ার বলেন,‘‘ব্যক্তি আয়মানের অনেক ধরনের সমালোচনা থাকতে পারে৷ তার কনটেন্ট নিয়েও সমালোচনা থাকতে পারে৷ কিন্তু কেউ যদি তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলে, সে মুসলান কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলে হুমকি দেয়, সেটা তো গ্রহণ করা যায় না৷ তাদের তো এইসব প্রশ্ন তোলার কোনো অধিকার নেই৷ তার ব্যবসা নিয়ে কিছু তাকলে সেটা দেখার জন্য সরকারের লোক আছে৷ ওদের তো কেউ পুলিশিং-এর কাজ দেয়নি৷''

‘‘কেউ মুসলাম কি অমুসলমান, কেউ ধর্মের পক্ষে, না বিপক্ষে এই ধরনের প্রশ্ন তুলে কাউকে হুমকি দেয়া জঙ্গি বা ধর্মান্ধদের কাজ,'' বললেন মানবাধিকার কর্মী নূর খান৷ তার কথা, ‘‘ভিন্ন মতের কারণে বাংলাদেশে অনেককে জীবন দিতে হয়েছে৷ তাই সে পরিস্থিতি আবার যাতে ফিরে না আসে সেজন্য আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে৷''

হুমকির বিষয় আয়মান সাদিকের কাছ থেকে ফেসবুক বার্তার বাইরে আর কোনো বক্তব্য জানা যায়নি৷ কয়েকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি৷ এসএমএস-এরও জবাব দেননি৷ ফেসবুকে তিনি বলেছেন, হুমকি নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে আছেন তার মা-বাবা৷ তিনি টেন মিনিটস স্কুল সম্পর্কে বলেছেন, এই স্কুলে ১৭ হাজার ৪৪০টি ভিডিও টিউটোরিয়াল আছে৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা, সফটওয়্যার ও প্রফেশনাল স্কিলবিষয়ক এই ভিডিওগুলো বিনা মূল্যে দেখা যায়৷ স্কুলটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ