1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার ছবি

১৫ জুলাই ২০১২

পানি, নদী, পরিবেশ এবং নদীর পাড়ের মানুষের জীবন্ত প্রতিচ্ছবি নিয়ে তৈরি ছবি ‘অন্তর্ধান’৷ ছবিটির প্রেক্ষাপটের সাথে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জায়গায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো এর পোস্টার ও প্রোমো৷

ছবি: Syed Ohiduzzaman Diamond

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড জানিয়েছেন, তাঁর নির্মিত তৃতীয় ছবি ‘অন্তর্ধান' আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে৷ তবে ইতিমধ্যেই ভিন্নধারার এই ছবিটি শিল্পবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে বলে জানালেন এই ছবির নায়িকা নাসরিন আখতার নিপুণ৷ ডিডাব্লিউ'র সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘‘অন্তর্ধান' ছবিটি আমার খুব পছন্দের একটি ছবি৷ মাত্র পাঁচ দিনের প্রস্তুতিতে আমি ডায়মন্ড ভাইয়ের সাথে এই ছবিটির চিত্রধারণের কাজে নেমে পড়ি৷ ছবিটা যখনই সেন্সর বোর্ডে গেল, তখন সেখানে খুব প্রশংসিত হলো৷ এছাড়া কলকাতায় গিয়ে এটির সাব-টাইটেল এর কাজ করলেন পরিচালক ডায়মন্ড ভাই৷ সেখান থেকে ফিরে এসেও তিনি বললেন যে, সবাই ছবিটার কথা বলছে৷ আর আমার অভিনয় দেখেও সবাই খুব ভালো বলছে৷ তবে আমি বলতে চাই যে, ছবিটা মুক্তির পরই বোঝা যাবে৷ কারণ দর্শকদের ভালো লাগাটাই সবচেয়ে বড় বিষয়৷''

অন্তর্ধান ছবির একটি দৃশ্যছবি: Syed Wahiduzzaman Diamond

নিপুণ তাঁর অভিনয় জীবনে প্রথম এই ছবিতেই কোন মেকআপ ছাড়াই অভিনয় করেছেন বলে উল্লেখ করেন তিনি৷ ছবিটিতে নিজের ভূমিকা সম্পর্কে নিপুণ বলেন, ‘‘ছবিটিতে অনেক বড় একটি ভূমিকা রয়েছে আমার৷ এতে প্রথমে আমি একজন বৌ৷ একটি স্বচ্ছল পরিবারে আমার বিয়ে হয়৷ স্বামী হিসেবে ছবিটিতে রয়েছেন ফেরদৌস ভাই৷ এরপর আমি হলাম একজন মা৷ আমার একটি মেয়ে থাকে৷ দশ বছর বয়সি৷ এক পর্যায়ে পদ্মা নদী যখন শুকিয়ে যায়, তখন আমরা বাধ্য হই মেয়েটিকে একটি প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে দিতে৷ ফলে আমি এই ছবিটিতে বৌ এবং মা হিসেবে দু'টো চরিত্রেই অভিনয় করেছি৷''

Interview of Actress Nipun for online - MP3-Mono

This browser does not support the audio element.

সাম্প্রতিক সময়ে তাঁর অন্যান্য কাজের সম্পর্কে নিপুণ বলেন, ‘‘আমার শেষ যে ছবিটা মুক্তি পেয়েছে সেটি হলো ‘বাজারের কুলি'৷ এটিতে আমার বিপরীতে ছিলেন ডিপজল ভাই৷ আর আগামী ঈদে মুক্তি পাবে ‘ঢাকার কিং'৷ ছবিটিতে আমার বিপরীতে রয়েছে শাকিব খান৷ আর আরেকটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘তুমি আসবে বলে'৷ আশরাফুর রহমান পরিচালিত এই ছবিটিতে আমার সাথে অভিনয় করেছেন নিরব৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ