1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজিটাল দখলদারি

ফল্কার ভাগেনার/ডিজি২৯ অক্টোবর ২০১৩

বিশাল আকারে গুপ্তচরবৃত্তি চালায় অ্যামেরিকা৷ কিন্তু মিত্র ও সহযোগীদের উপর আড়ি পাতে তারা৷ এমন ডিজিটাল দখলদারির বিরুদ্ধে জার্মানির রুখে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডয়চে ভেলের ফল্কার ভাগেনার৷

ILLUSTRATION - Ein iPhone, auf dem der Bundesadler zu sehen ist, steht am 25.10.2013 in Dresden (Sachsen) neben einer US-Fahne. Nach Hinweisen auf eine Überwachung des Handys von Bundeskanzlerin Merkel (CDU) durch US-Geheimdienste haben Politiker aller Parteien umgehende Aufklärung gefordert. Foto: Arno Burgi/dpa
ছবি: picture-alliance/dpa

ওয়াশিংটন, ১৯৭২ সাল৷ ডেমোক্র্যাটিক দলের প্রধান কার্যালয়ে তোলপাড় কাণ্ড৷ কে বা কারা যেন সেখানে অনধিকার প্রবেশ করেছিল৷ জানা গেল, খোদ মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্দেশে দুষ্কৃতিরা বিরোধী দলের নির্বাচনি প্রচার সম্পর্কে আরও খবর জানতে সেখানে ঢুকেছিল৷ সেই ঘটনার জের ধরে নিক্সনকে পদত্যাগ করতে হয়৷ তার পর থেকেই ‘ওয়াটারগেট' নামটা অ্যামেরিকার রাজনৈতিক সংস্কৃতির জগতে কলঙ্কের প্রতিশব্দ হয়ে গেছে৷ প্রায় চার দশক ধরে শব্দটি রাজনৈতিক অপকর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়৷

রাষ্ট্রের কোনো বন্ধু নেই, আছে শুধু স্বার্থ

ফলে বার্লিনে এনএসএ-র আড়ি পাতা কেলেঙ্কারির ক্ষেত্রেও যে ‘হ্যান্ডি-গেট' নামটির প্রচলন বাড়ছে, সেটা মোটেই কাকতালীয় নয়৷ উল্লেখ্য, জার্মান ভাষায় মোবাইল ফোনকে ‘হ্যান্ডি' বলা হয়৷ কিন্তু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের যোগাযোগের ক্ষেত্রে অনধিকার-চর্চাকে কে আর ওয়াটারগেট-এর সঙ্গে তুলনা করতে পারে? নীতিগতভাবে এই তুলনা অবশ্যই করা যায়৷ তথ্যের নাগাল পেতে হলে ডিজিটাল যুগে আর টর্চ আর সিঁধ কাটার দরকার হয় না৷ লক্ষ্য এক থাকলেও পথ বদলে গেছে৷

ফল্কার ভাগেনারছবি: DW

প্রযুক্তির বলে যা কিছু সম্ভব, অ্যামেরিকানরা তাই করে৷ সেই কাজ বে-আইনি বা অনৈতিক হলেও পরোয়া করে না৷ নিজেদের সম্পর্কে এবং ক্ষমতার দাবির খাতিরে এমন কাজ যে করা হয়, এ কথা তারা নিজেরাই বলে৷ সেভাবে দেখলে বারাক ওবামা তাঁর দেশের স্বার্থরক্ষার ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছেন৷ সেই অবস্থান থেকেই তিনি বাকি বিশ্বকে দেখেন৷ ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট শার্ল দ্য গোল বিষয়টিকে এভাবে বর্ণনা করেছিলেন – রাষ্ট্রের কোনো বন্ধু নেই, আছে শুধু স্বার্থ৷

ওয়াশিংটনের স্বার্থ গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে৷ এখনো পর্যন্ত যা দাবি করা হচ্ছে, সেই অনুযায়ী গোটা বিশ্বে অ্যামেরিকার প্রায় ৮০টি আড়ি পাতার কেন্দ্র রয়েছে৷ এর মধ্যে ১৯টি ইউরোপের ভূখণ্ডে৷ জার্মানিতে দুটি এমন গোপন কেন্দ্র রয়েছে৷ একটি রাজধানী বার্লিনে, অন্যটি আর্থিক ও ব্যাংকিং জগতের কেন্দ্র ফ্রাংকফুর্ট শহরে৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের সঙ্গে এই শহরের কোনো সংযোগ খুঁজে পাওয়া কঠিন৷ আর্থিক কার্যকলাপের উপর নজর রাখাই যে আসল উদ্দেশ্য, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয় না৷ একেই বলে প্রতারণা৷

বন্ধুদের উপর আড়ি পাতা আস্থার অপব্যবহার

অনেক কারণেই জার্মানি অ্যামেরিকার প্রতি কৃতজ্ঞ৷ আমরা উপহার হিসেবে গণতন্ত্র পেয়েছিলাম তাদেরই কাছ থেকে৷ মোটকথা এর জন্য আমাদের সংগ্রাম করতে হয়নি৷ মার্শাল প্ল্যানের দৌলতে জার্মানি বেশ কয়েক দশক ধরে এক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে৷ এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই যুদ্ধোত্তর পশ্চিম জার্মানি ও তারপর বার্লিন-কেন্দ্রিক পুনরেকত্রিত জার্মানি কখনোই নিজেকে পুরোপুরি ওয়াশিংটনের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি৷

আমরা প্রায় সব সময়েই বিনা বাক্যে বড় ভাইয়ের পাশে দাঁড়িয়েছি৷ ইরাক যুদ্ধের বিরুদ্ধে চ্যান্সেলর হিসেবে গেয়ারহার্ড শ্র্যোডারের অবস্থানকে সেই ইতিহাসে এক ব্যতিক্রম হিসেবে দেখতে হবে৷ বর্তমানে যে আড়ি পাতা কেলেঙ্কারি চলছে, তা আরও এক ক্রান্তিলগ্ন হতে পারে৷ জার্মানি ও অ্যামেরিকার বন্ধুত্ব বিশেষ মজবুত ও ঘনিষ্ঠ বলেই বার্লিন নতুন সুরে কথা বলে নতুন পদক্ষেপ নিতে পারে৷

জার্মানির আপত্তি জানাবার অনেক পথ খোলা আছে৷ ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জার্মানি ও ব্রাজিল অ্যামেরিকার বিরুদ্ধে প্রস্তাব আনার পথে হাঁটছে৷ শেষ পর্যন্ত এ সবের ফল যাই হোক না কেন, ওয়াশিংটনের উদ্দেশ্যে এই বার্তাই দিতে হবে যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর ও জার্মান ঐক্যের ২৩ বছর পরও ওয়াশিংটন যদি ডিজিটাল দখলদারের ভূমিকা পালন করে, তখন এই বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ