1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার বন্ধু রাশেদ’-এর ডিভিডি প্রকাশ

১৯ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের একটি ছোট্ট শহরের এক স্কুলছাত্রের কথা৷ নাম তার রাশেদ৷ একাত্তরে রাশেদ তার বন্ধুদেরকে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন করেছে৷ বয়সে সবাই তারা কিশোর৷ তাদের মাঝে রাশেদ ছিল এক ব্যতিক্রম৷

‘আমার বন্ধু রাশেদ’ ছবির একটি দৃশ্যছবি: Amar Bondhu Rashed

মুক্তিযুদ্ধ চলাকালে রাশেদের শহরেও হানা দেয় পাকিস্তানি বাহিনী৷ সেসময় ভয়ংকর ধ্বংসলীলার সাক্ষী হয় সে৷ এরপর ক্রমশ যুদ্ধে জড়িয়ে পড়ে রাশেদ৷ বন্ধুদের সঙ্গে নিয়ে পাকিস্তানিদের কাছে আটক এক মুক্তিযোদ্ধাকে ছাড়িয়ে আনতেও সক্ষম হয়৷ কিন্তু যুদ্ধের মাঝে একসময় আলাদা হয়ে যায় রাশেদ এবং তার বন্ধুরা৷ একসময় মুক্তিযুদ্ধ শেষ হয়, দেশ স্বাধীন হয়৷ রাশেদের বন্ধুরা আবারো একত্রিত হয় ছোট্ট শহরটিতে৷ কিন্তু রাশেদ আর ফেরেনা৷

শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল-এর একটি উপন্যাসের নাম ‘আমার বন্ধু রাশেদ'৷ রাশেদ হচ্ছে সেই বইয়ের কেন্দ্রীয় চরিত্র৷ দেড় যুগ আগে প্রকাশিত এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মুক্তি পায় চলতি বছরের এপ্রিল মাসে৷ ছবিটি পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা মোরশেদুল ইসলাম৷

ছবি: Amar Bondhu Rashed

এই ছবিতে রাশেদ-এর চরিত্রে অভিনয় করেছেন চৌধুরী জাওয়াতা আফনান৷ ঢাকার একটি উচ্চবিদ্যালয়ে পড়ুয়া এই কিশোর এখন রাশেদ নামেই বেশি পরিচিত৷ ছবিটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দৈনিক প্রথম আলোকে সে বলে, ‘‘অনেকেই বলেছে, অভিনয় আরও ভালো হতে পারত৷ তবে অধিকাংশ বন্ধুই বলেছে, ছবিটি দেখে তারা কেঁদেছে!''

গত ১৭ই ডিসেম্বর ‘আমার বন্ধু রাশেদ'-এর ডিভিডি সংস্করণ প্রকাশ করেছে ‘লেজার ভিশন'৷ ফলে যাঁরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি, তাঁরা এখন বৈধ ডিভিডিতে ছবিটি দেখার সুযোগ পাবেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ