1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমার বিরুদ্ধেও চুরির মামলা দেন

১৭ মে ২০২১

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। সোমবার রাতে শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

Referentenfotos Global Media Forum 2014 Rozina Islam
ফাইল ফটোছবি: Rozina Islam

রোজিনা দেশের সাংবাদিকতার সবচেয়ে উজ্জ্বল মুখের একটি৷ সরকারের ভেতরের বাইরের অনেক তথ্যই তার কারণে আমরা জানতে পেরেছি৷ করোনা সংকটের এই সময়ে রোজিনা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে রিপোর্ট করেছেন৷ আমাদের ধারণা আরো হয়তো করতেন৷ এই রোজিনাই কিন্তু সোনার মেডেলে খাদ মেশানোর কথা আমাদের জানিয়েছিলেন৷ এর পুরস্কার তিনি আজ পেলেন৷ তাকে চুরির দায়ে আটকে রাখা হলো৷ আমি যখন লিখছি, তখনও তিনি পুলিশের কাছে আটক রয়েছেন৷

দৈনিক প্রথম আলো অনলাইন সংস্করণ পড়ে জানলাম, সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

খালেদ মুহিিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/A. Islam

আমার কোনো চাওয়া নাই, দাবি নাই, এই সরকারের কাছে আমার কোনো প্রত্যাশা নাই৷ আমি শুধু বলতে চাই, আমিও রোজিনার মতো অপরাধী৷ আমার বিরুদ্ধেও মামলা দেন৷ জুলাইয়ে দেশে আসবো তখন আমাকেও গ্রেপ্তার করেন৷ সরকারি নথি গোপনে দেখার অপরাধ আমিও করেছি৷

ঢাকার নয়টি হাসপাতালের কেনাকাটার অনিয়ম, দুর্নীতি নিয়ে গত ফেব্রুয়ারিতে ডয়চে ভেলেতে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদনগুলো একটি সরকারি নথির ভিত্তিতেই করা হয়েছে। সেটিও আমরা চুরি করেছি। রোজিনার বিরুদ্ধে চুরির দোষে মামলা হলে আমার বিরুদ্ধেও সেই নথি চুরির মামলা দেন।

খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ