ঢাকার মিরপুরে বিসিআইসি স্কুলের দুই ছাত্রী এবং যমজ বোন ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে৷ তাদের একজনের পা ভেঙ্গে গেছে৷ তবে তাদের নিয়ে গর্বিত তাদের বাবা মো. আহসান হাবিব৷
প্রতিবাদের ফাইল ছবিছবি: DW
বিজ্ঞাপন
তিনি ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আমি তাদের নিয়ে গর্বিত, তারা প্রতিবাদ করেছে৷ তাদের মতো সবাই এভাবে প্রতিবাদ করলে ইভটিজাররা আর সাহস পাবে না৷'' বুধবার সকাল ১১টার দিকে কয়েকজন তরুণ বিসিআইসি স্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে উত্যক্ত করলে তারা এর প্রতিবাদ জানায়৷ আর এতে ক্ষিপ্ত হয়ে ইভটিজাররা তাদের দু'জনকে বাঁশ দিয়ে পিটায়৷ দু'জনই আহত হয় তবে একজনের পা ভেঙ্গেছে৷ পুলিশ একজনকে আটক করেছে৷ কিন্তু মূল ইভটিজার কালাম এখনো পলাতক৷
ওই দুই ছাত্রীর বাবা মো. আহসান হাবিব ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা মেয়েরা আহত হয়েছে, কিন্তু আমি তাদের নিয়ে গর্ব করি, কারণ তারা প্রতিবাদ করেছে৷ এভাবে প্রতিবাদ করলেই অপরাধীরা দমবে, নয়তো তারা আরো বেপরোয়া হবে৷ আমার মেয়েরা প্রতিবাদ করে সঠিক কাজটি করেছে৷''
Ahsan Habib - MP3-Stereo
This browser does not support the audio element.
তিনি দুঃখ করে বলেন, ‘‘আমাদের সমাজের মূল সমস্যা হলো সচেতনতার অভাব৷ ঘটনার সময় আমার মেয়েরা যখন ‘হেল্প হেল্প' বলে চিৎকার করছিল, তখন কেউ এগিয়ে যায়নি৷ উল্টো তারা ছবি, সেলফি আর ভিডিও করায় ব্যস্ত ছিল৷ আমার মেয়েরা ফোন নাম্বার দিয়ে বলেছে আমার বাবাকে ফোন করো৷ কেউ ফোন করেনি৷ এটা আমাকে কষ্ট দিয়েছে৷''
তিনি আরো বলেন, ‘‘আমি দেশের আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি চাই৷ আর দেশের মানুষকে আরেকটু সচেতন এবং প্রতিবাদী হওয়ার আহ্বান জানাই৷''
একই দিনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বখাটের প্রেম নিবেদনে সাড়া না দেওয়ায় তাহমিনা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে গুরুতর জখম করা হয়৷ গত ৩ অক্টোবর সিলেটে খাদিজা আক্তার নার্গিস নামে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কুপিয়ে আহত করে এক ছাত্রলীগ নেতা বদরুল আলম (২৬)৷
Sultana kamal - MP3-Stereo
This browser does not support the audio element.
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৪) বিদ্যালয়ে যাওয়ার পথে ১৮ সেপ্টেম্বর সকালে কুপিয়ে হত্যা করা হয়৷ বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, গত আট বছরে সারা দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটে ৩৮ হাজার ৪৯৮টি৷ এর মধ্যে যৌন নির্যাতনের ঘটনা ৫১৭টি, অপহরণের ঘটনা ১ হাজার ৫৪৫, উত্ত্যক্তের শিকার হয়েছে ৩ হাজার ৭৮০ জন নারী৷ উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ১৩৮ জন৷ দেশজুড়ে বখাটেদের উৎপাত আরো ভয়াবহ৷
মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিচার না হওয়ার কারণেই অপরাধীরা বেপরোয়া৷ সরকার এনজিও'র ব্যাপারে আইন করতে পারে খুব দ্রুত, কিন্তু উচ্চ আদালতের কঠোর নির্দেশনা থাকার পরও ইভটিজিং বন্ধে এখনো আইন হয়নি৷ আসলে আমাদের বুঝতে হবে সরকার কোনটাতে গুরুত্ব দেয়, কোনটাকে দেয় না৷''
অ্যাসিড সন্ত্রাস!
একটা সময় বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রায়ই আসতো নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের খবর৷ এমন বর্বরোচিত হামলা এখনও হয় কিছু দেশে৷ কয়েকটি দেশ ঘুরে জার্মান ফটোগ্রাফার অ্যান-ক্রিস্টিন ভোর্ল-এর তোলা ছবি নিয়ে আজকের ছবিঘর৷
ছবি: DW/M. Griebeler
বাংলাদেশের ফরিদা
ফরিদার স্বামী ছিলেন ড্রাগ এবং জুয়ায় আসক্ত৷ ঋণের দায়ে একসময় বাড়িটাও বিক্রি করে দেয় নেশাগ্রস্ত লোকটি৷ রেগেমেগে ফরিদা বলেছিলেন, এমন স্বামীর সঙ্গে আর ঘর করবেন না৷ সেই রাতেই হলো সর্বনাশ৷ ঘুমন্ত ফরিদার ওপর অ্যাসিড ঢেলে দরজা বন্ধ করে দিল পাষণ্ড স্বামী৷ যন্ত্রণায় চিৎকার করছিলেন ফরিদা৷ প্রতিবেশীরা এসে দরজা ভেঙে উদ্ধার করে তাঁকে৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
মায়ের স্নেহে, বোনের আদরে...
অ্যাসিডে ঝলসে যাওয়ার সময় ফরিদা ছিলেন ২৪ বছরের তরুণী৷ ১৭টি অস্ত্রোপচারের পর এখন কিছুটা সুস্থ৷ তবে সারা গায়ে রয়েছে দগদগে ঘায়ের চিহ্ন৷ পুড়ে যাওয়া জায়গাগুলোর ত্বক মসৃণ রাখতে প্রতিদিন মালিশ করে দেন মা৷ নিজের কোনো বাড়ি নেই বলে মায়ের সাথেই বোনের বাড়িতে থাকেন ফরিদা৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
উগান্ডার ফ্লাভিয়া
ফ্লাভিয়ার ওপর এক আগন্তুক অ্যাসিড ছুড়ে মেরেছিল ৫ বছর আগে৷ আজও ফ্লাভিয়া জানেন না, কে, কেন তাঁর ওপর হামলা চালালো৷ বিকৃত চেহারা নিয়ে অনেকদিন ঘরেই ছিলেন৷ বাইরে যেতেন না৷ এক সময় ফ্লাভিয়ার মনে হলো, ‘‘এভাবে ঘরের কোণে পড়ে থাকার মানে হয় না৷ জীবন এগিয়ে চলে৷ আমাকেও বেরোতে হবে৷’’
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
আনন্দময় নতুন জীবন
এখন প্রতি সপ্তাহে একবার সালসা নাচতে যায় ফ্লাভিয়া৷ আগের সেই রূপ নেই, তাতে কী, বন্ধুদের কাছে তো রূপের চেয়ে গুণের কদর বেশি! ফ্লাভিয়া খুব ভালো নাচ জানেন৷ তাই একবার শুরু করলে বিশ্রামের সুযোগই পান না৷ এভাবে পরিবার আর বন্ধুদের সহায়তায় আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন ফ্লাভিয়া৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
ভারতের নীহারি
নীহারির বয়স তখন ১৯৷ একরাতে আত্মহত্যা করার জন্য আগুন ধরিয়ে দিয়েছিলেন নিজের শরীরে৷ স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতন থেকে মুক্তি পাওয়া জরুরি মনে হয়েছিল তখন৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
নতুন রূপ
যে ঘরটিতে বসে নীহারি তাঁর চুল ঠিক করছেন এটা ছিল বাবা-মায়ের শোবার ঘর৷ এখানেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন৷ দেয়াশলাইয়ের বাক্সে একটা কাঠিই ছিল৷ তা দিয়েই আগুন জ্বালিয়েছিলেন শরীরে৷ তবে এখন আর দুর্বল মনের মেয়েটি নেই নীহারি৷ নিজেকে সামলে নিয়ে একটা সংস্থা গড়েছেন৷ সংস্থাটির নাম, ‘পোড়া মেয়েদের রূপ’৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
পাকিস্তানের নুসরাত
দু-দুবার অ্যাসিড ছোড়া হয়েছে নুসরাতের ওপর৷ প্রথমে স্বামী আর তারপর দেবর৷ ভাগ্যগুণে বেঁচে আছেন নুসরাত৷ ভালোই আছেন এখন৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
আশার আলো
দু-দুবার অ্যাসিড হামলার শিকার হওয়ায় মাথার অনেকটা চুলও হারিয়েছেন নুসরাত৷ ডাক্তারের পরামর্শ নিয়ে মাথার ক্ষতস্থান পুরোপুরি সারিয়ে চুল এবং আগের হেয়ারস্টাইল ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
বন্ধুদের মাঝে...
নিজের ভাবনা, যন্ত্রণার অভিজ্ঞতা ভাগাভাগি করতে কিংবা গল্প করতে প্রায়ই অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ)-এ যান নুসরাত৷ সেখানে এমন অনেকেই আসেন যাঁদের জীবনও অ্যাসিডে ঝলসে যেতে বসেছিল৷ এখন সকলেই জানেন, তাঁরা আর একা নন৷
ছবি: Ann-Christine Woehrl/Echo Photo Agency
9 ছবি1 | 9
তিনি আরো বলেন, ‘‘একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু বিচার হয়না বললেই চলে৷ কেউ একটু প্রভাবশালী হলেই বিচার এড়াতে পারে৷ এটা আর কত বলবো? সিলেটের নার্গিসকে কোপানোর ঘটনায় বদরুল হাতেনাতে ধরা না পড়লে হয়তো সে-ও রেহাই পেতো৷''