1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত'

৭ ফেব্রুয়ারি ২০১২

বাংলা একাডেমীর সভাপতি পদে দ্বিতীয় বারের মতো নিযুক্ত হয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. আনিসুজ্জামান৷ সম্মানজনক এই পদে নিযুক্ত হবার পর ডয়চে ভেলেকে জানিয়েছেন নিজের অনুভূতি৷

ছবি: DW

বাংলা একাডেমীতে সভাপতি পদে নিয়োগ পেয়ে ‘নিজেকে অত্যন্ত আনন্দিত ও কৃতার্থ' মনে করছেন ড. আনিসুজ্জামান৷ এক সাক্ষাৎকারে ডিডাব্লিউ রেডিওকে নিজের এই অনুভূতি জানান তিনি৷

তবে তিনি আরো জানান, ‘বাংলা একাডেমীর সভাপতির পদটি একটি সম্মানজনক পদ৷ এই পদে থেকে বাংলা একাডেমীর কাজে নীতিগত কোন পরিবর্তন বা পরিবর্ধন আনার সুযোগ খুব একটা নেই৷''

বই মেলার এবারের আয়োজন নিয়ে তিনি বলেন, ‘দিনে দিনে মেলার কলেবর বাড়ছে৷ বাড়ছে স্টলের চাহিদা এবং দর্শকের সমাগম৷ তাই সব মিলিয়ে মেলাটিকে বাংলা একাডেমীর বাইরে অন্য কোথাও স্থানান্তরের প্রয়োজন৷ একাডেমী কর্তৃপক্ষও তা ভাবছে৷'

লেখক, গবেষক এবং বাংলা সাহিত্যের নামি অধ্যাপক ড. আনিসুজ্জামান এর আগেও একবার বাংলা একাডেমীর সভাপতি পদে নিযুক্ত ছিলেন৷ এবারে সভাপতি হিসেবে নিয়োগ পাবার আগে এই পদে নিযুক্ত ছিলেন লেখক ও অনুবাদক কবীর চৌধুরী৷ গত ডিসেম্বরে কবীর চৌধুরীর মৃত্যুর পর ফেব্রুয়ারি মাসে অধ্যাপক আনিসুজ্জামনকে নিয়োগ দেয়া হয়েছে৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ