1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে বনধ

শীর্ষ বন্দ্যোপাধ্যায়১৯ ফেব্রুয়ারি ২০১৩

আবারও বনধের ডাক বামপন্থীদের৷ বুধ এবং বৃহস্পতিবার জোড়া ধর্মঘট ডেকেছে ভারতের সবকটি বামপন্থী ট্রেড ইউনিয়ন৷ তবে পশ্চিমবঙ্গে বনধ না করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ছবি: Prabhakar Mani Tewari

কর্মনাশা সংস্কৃতিতে বরাবরই বিশেষ উৎসাহ বামপন্থীদের৷ বামেদের ডাকা বনধ, হরতাল আর ধর্মঘট বহু শ্রমদিবস নষ্ট করেছে, বহু লক্ষ কোটি টাকার লোকসান ঘটিয়েছে অতীতে এবং আজও সেই বাম-ট্র্যাডিশন সমানে চলিতেছে৷ বুধ এবং বৃহস্পতিবার জোড়া ধর্মঘট ডেকেছে ভারতের সবকটি বামপন্থী ট্রেড ইউনিয়ন৷ যদিও পশ্চিমবঙ্গের বাম নেতারা, বিশেষত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি ঘোষিতভাবেই বনধ-রাজনীতির বিরোধী, তিনি আপত্তি তুলেছিলেন যে, যেহেতু বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস, দিনটিকে বনধের থেকে ছাড় দেওয়া হোক৷ যাতে পশ্চিমবঙ্গের মানুষ ভাষা-শহীদদের স্মরণে প্রতি বছর এই দিনে যে সব অনুষ্ঠান করেন, তা নির্বিঘ্নে করা যেতে পারে৷ তাতে কিছুটা নমনীয়তা দেখিয়ে সর্বভারতীয় বাম নেতৃত্ব জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি কেবল শিল্প ধর্মঘট হবে এবং পরিবহনকে তার আওতার বাইরে রাখা হবে৷

কিন্তু বামেদের ডাকা এই বনধের বিরোধিতায় কঠোর মনোভাব নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি রাজ্যবাসীকে বলেছেন বনধ ব্যর্থ করতে৷ কোনও ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ দেবে৷ তিনি থাকবেন জনগণের পাহারাদার, আশ্বাস মুখ্যমন্ত্রীর৷

এদিকে বাম শ্রমিক সংগঠনগুলির কাছেও যেহেতু এই বনধ প্রায় প্রেস্টিজ ইস্যু এবং যে কোনও উপায়ে তারা বনধ সফল করতে মরিয়া, তাই বুধবার হাঙ্গামার আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না৷ তবে সাধারণ মানুষ কী করেন, তার উপরেই নির্ভর করছে বনধের সাফল্য-ব্যর্থতা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ