1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংঘাত

৩ সেপ্টেম্বর ২০১২

জাতিসংঘের নতুন সিরিয়া মধ্যস্থ লাখদার ব্রাহিমি সংঘাত সমাধানে কূটনীতি এখনো কতোটা করতে পারে, সে’বিষয়ে বিশেষ আশাবাদিতা পোষণ করেন না৷ তবে কোনোরকম আকাশকুসুম ছাড়াই তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন৷

ছবি: Reuters

সোমবার উত্তরের বিদ্রোহী নিয়ন্ত্রিত আল-বাব শহরে সিরীয় বোমারু বিমান একটি ভবনের উপর বোমাবর্ষণ করে৷ ঘটনায় ১৮ জন মানুষ নিহত হয়৷ অপরদিকে রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি হত্যাকাণ্ডের খবর দিয়েছে বিদ্রোহীরা৷

লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শুধুমাত্র রবিবারেই সিরিয়ায় প্রাণ হারিয়েছে অন্তত ১৩২ জন মানুষ৷ তাদের মধ্যে ৯৬ জন বেসামরিক নাগরিক, ন'জন বিদ্রোহী যোদ্ধা এবং ২৭ জন সরকারি সৈন্য৷ সিরিয়ায় অভ্যুত্থান শুরু হওয়া যাবৎ গত অগাস্ট ছিল রক্তাক্ততম মাস, বলছে অবজারভেটরি৷ এই এক মাসে সিরিয়ায় নিহতের সংখ্যা ৫,০০০ অতিক্রম করেছে৷

সিরিয়ায় ক্রমবর্ধমান রক্তপাত নিকটস্থ পারস্য উপসাগরীয় দেশগুলিকেও উদ্বিগ্ন করে তুলেছে৷ উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি'র ছ'টি সদস্য দেশ – সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েত - সৌদি আরবের জেড্ডায় মিলিত হবার পর একটি বিবৃতিতে ‘‘সিরিয়ায় চলমান হত্যাকাণ্ডের’’ নিন্দা করেছে এবং বলেছে, সিরিয়া সরকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, যার মধ্যে ট্যাংক এবং বিমানও আছে৷ জিসিসি আন্তর্জাতিক রাষ্ট্রসমাজের প্রতি ‘‘তাদের দায়িত্ব নেবার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা করার'' আহ্বান জানিয়েছে৷

বিশ্বের চোখ এখন জাতিসংঘ এবং আরব লিগের নতুন মধ্যস্থ লাখদার ব্রাহিমি'র দিকে হলেও, ব্রাহিমি স্বয়ং বিবিসি'র একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমি জানি কাজটা কতোটা শক্ত৷ প্রায় অসম্ভব৷ অসম্ভব বলতে পারব না, তবে প্রায় অসম্ভব৷'' তাঁর কাঁধে যে দায়িত্ব চেপেছে, তা'তে তিনি নিজেই সন্ত্রস্ত, বলে ব্রাহিমি মন্তব্য করেন৷ লোকে ইতিমধ্যেই বলছে, ‘মানুষ মরছে, আর তুমি কী করছ?' ব্রাহিমি ইতিপূর্বে আল-জাজিরা'র একটি সাক্ষাৎকারে বলেন যে, সিরিয়ায় পরিবর্তন আবশ্যক এবং অপরিহার্য৷ অপরদিকে তিনি সব পক্ষের সঙ্গেই কথা বলবেন এবং আসাদের ভবিষ্যৎ সংক্রান্ত কোনো আলোচনায় তিনি যেতে রাজি নন৷

দামেস্কের বক্তব্য: ব্রাহিমির প্রচেষ্টা একমাত্র সফল হবে যদি কিছু বাইরের দেশ বিদ্রোহীদের সাহায্য করা বন্ধ করে এবং জাতিসংঘের শান্তি পরিকল্পনা সমর্থন করে৷ বস্তুত সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি খোলাখুলি কাতার, সৌদি আরব এবং তুরস্কের নাম করেন৷ ব্রাহিমি দামেস্ক যাবার মুখে, অপরদিকে আন্তর্জাতিক রেড ক্রসের নতুন প্রধান পেটার মাওরার একটি তিনদিনব্যাপী সফরে সিরিয়া যাচ্ছেন৷ তিনি প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আগামীকাল মিলিত হবেন৷

ওদিকে সিরীয় উদ্বাস্তুদের চাপে এবং এখন কুর্দ বিদ্রোহীদের আক্রমণে ব্যতিব্যস্ত তুরস্ক যে সিরিয়ার সীমান্তের অভ্যন্তরে উদ্বাস্তুদের জন্য নিরাপদ এলাকা সৃষ্টি করার প্রস্তাব দিয়েছে, তার বিরোধিতা করেছে চীন, যদিও পরোক্ষভাবে৷ চীনের শাসক কম্যুনিস্ট দলের মুখপত্র পিপলস ডেইলি'তে বেনামীতে প্রকাশিত একটি মন্তব্যে যুক্তি দেওয়া হয়েছে যে, তথাকথিত সেফ জোনগুলি উদ্বাস্তুদের বাস্তবিক সুরক্ষা দিতে পারে না৷ এছাড়া ‘‘মানবিকতাকে রাজনীতি অথবা সামরিক নীতির বশবর্তী করা চলবে না'', মানবিকতার নামে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা অথবা সামরিক হস্তক্ষেপের ব্যবস্থা করা চলবে না৷

লাখদার ব্রাহিমিছবি: dapd

এসি / এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ