সিরিয়া সংঘাত
৩ সেপ্টেম্বর ২০১২ সোমবার উত্তরের বিদ্রোহী নিয়ন্ত্রিত আল-বাব শহরে সিরীয় বোমারু বিমান একটি ভবনের উপর বোমাবর্ষণ করে৷ ঘটনায় ১৮ জন মানুষ নিহত হয়৷ অপরদিকে রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি হত্যাকাণ্ডের খবর দিয়েছে বিদ্রোহীরা৷
লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শুধুমাত্র রবিবারেই সিরিয়ায় প্রাণ হারিয়েছে অন্তত ১৩২ জন মানুষ৷ তাদের মধ্যে ৯৬ জন বেসামরিক নাগরিক, ন'জন বিদ্রোহী যোদ্ধা এবং ২৭ জন সরকারি সৈন্য৷ সিরিয়ায় অভ্যুত্থান শুরু হওয়া যাবৎ গত অগাস্ট ছিল রক্তাক্ততম মাস, বলছে অবজারভেটরি৷ এই এক মাসে সিরিয়ায় নিহতের সংখ্যা ৫,০০০ অতিক্রম করেছে৷
সিরিয়ায় ক্রমবর্ধমান রক্তপাত নিকটস্থ পারস্য উপসাগরীয় দেশগুলিকেও উদ্বিগ্ন করে তুলেছে৷ উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি'র ছ'টি সদস্য দেশ – সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েত - সৌদি আরবের জেড্ডায় মিলিত হবার পর একটি বিবৃতিতে ‘‘সিরিয়ায় চলমান হত্যাকাণ্ডের’’ নিন্দা করেছে এবং বলেছে, সিরিয়া সরকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, যার মধ্যে ট্যাংক এবং বিমানও আছে৷ জিসিসি আন্তর্জাতিক রাষ্ট্রসমাজের প্রতি ‘‘তাদের দায়িত্ব নেবার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা করার'' আহ্বান জানিয়েছে৷
বিশ্বের চোখ এখন জাতিসংঘ এবং আরব লিগের নতুন মধ্যস্থ লাখদার ব্রাহিমি'র দিকে হলেও, ব্রাহিমি স্বয়ং বিবিসি'র একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমি জানি কাজটা কতোটা শক্ত৷ প্রায় অসম্ভব৷ অসম্ভব বলতে পারব না, তবে প্রায় অসম্ভব৷'' তাঁর কাঁধে যে দায়িত্ব চেপেছে, তা'তে তিনি নিজেই সন্ত্রস্ত, বলে ব্রাহিমি মন্তব্য করেন৷ লোকে ইতিমধ্যেই বলছে, ‘মানুষ মরছে, আর তুমি কী করছ?' ব্রাহিমি ইতিপূর্বে আল-জাজিরা'র একটি সাক্ষাৎকারে বলেন যে, সিরিয়ায় পরিবর্তন আবশ্যক এবং অপরিহার্য৷ অপরদিকে তিনি সব পক্ষের সঙ্গেই কথা বলবেন এবং আসাদের ভবিষ্যৎ সংক্রান্ত কোনো আলোচনায় তিনি যেতে রাজি নন৷
দামেস্কের বক্তব্য: ব্রাহিমির প্রচেষ্টা একমাত্র সফল হবে যদি কিছু বাইরের দেশ বিদ্রোহীদের সাহায্য করা বন্ধ করে এবং জাতিসংঘের শান্তি পরিকল্পনা সমর্থন করে৷ বস্তুত সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি খোলাখুলি কাতার, সৌদি আরব এবং তুরস্কের নাম করেন৷ ব্রাহিমি দামেস্ক যাবার মুখে, অপরদিকে আন্তর্জাতিক রেড ক্রসের নতুন প্রধান পেটার মাওরার একটি তিনদিনব্যাপী সফরে সিরিয়া যাচ্ছেন৷ তিনি প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আগামীকাল মিলিত হবেন৷
ওদিকে সিরীয় উদ্বাস্তুদের চাপে এবং এখন কুর্দ বিদ্রোহীদের আক্রমণে ব্যতিব্যস্ত তুরস্ক যে সিরিয়ার সীমান্তের অভ্যন্তরে উদ্বাস্তুদের জন্য নিরাপদ এলাকা সৃষ্টি করার প্রস্তাব দিয়েছে, তার বিরোধিতা করেছে চীন, যদিও পরোক্ষভাবে৷ চীনের শাসক কম্যুনিস্ট দলের মুখপত্র পিপলস ডেইলি'তে বেনামীতে প্রকাশিত একটি মন্তব্যে যুক্তি দেওয়া হয়েছে যে, তথাকথিত সেফ জোনগুলি উদ্বাস্তুদের বাস্তবিক সুরক্ষা দিতে পারে না৷ এছাড়া ‘‘মানবিকতাকে রাজনীতি অথবা সামরিক নীতির বশবর্তী করা চলবে না'', মানবিকতার নামে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা অথবা সামরিক হস্তক্ষেপের ব্যবস্থা করা চলবে না৷
এসি / এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)