1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ের ইইউ সম্পর্ক

১৪ অক্টোবর ২০১৩

কথাটা জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের৷ তাঁর নিজের দেশে নিযুক্ত হওয়া ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেন ৩৩ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবে৷ সেসময় জার্মানি ও হল্যান্ডের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন৷

Zimbabwe's President Robert Mugabe addresses the crowd gathered to commemorate Heroes Day in Harare August 12, 2013. Mugabe told critics of his disputed re-election to "go hang" on Monday, dismissing his rivals as "Western-sponsored stooges" at a liberation war commemoration that was boycotted by his principal challenger. The Movement for Democratic Change (MDC) of Mugabe's rival Morgan Tsvangirai filed a court challenge on Friday against the announced landslide win of Mugabe and his ZANU-PF party in the July 31 vote, alleging widespread rigging and intimidation. REUTERS/Philimon Bulawayo (ZIMBABWE - Tags: POLITICS ELECTIONS HEADSHOT)
ছবি: Reuters

২০০২ সালে কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে ক্ষমতায় থেকে যাওয়ার কারণে মুগাবে, তাঁর সহকর্মী এবং তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত ও তাঁদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন৷

এই প্রেক্ষিতে সম্প্রতি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় মুগাবে বলেন, ‘‘আমরা ফ্রান্সে যেতে চাই৷ আমি তোমাদের মেয়ে চাই না৷ আমি রোমান্টিকতার উদ্দেশ্যে ফান্সে যেতে চাই না৷ আমি আমাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে চাই৷''

চলতি বছর বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ইইউ৷ তবে সেটা পুরোপুরি প্রত্যাহার করা হোক, সেটা চান মুগাবে৷ তিনি বলেন, ‘‘আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রত্যাহার চাই, কারণ আমরা ইউরোপে গরুর মাংস রপ্তানি করতে চাই৷ চলুন আমরা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলি৷ আমাদের ফুল নেদারল্যান্ডের বাজারে বিক্রি করার সুযোগ দিন৷ আমাদের সবজি রপ্তানির সুযোগ দিন৷ যতদিন নিষেধাজ্ঞা থাকবে ততদিন এগুলো সম্ভব না৷''

উল্লেখ্য, ৩৩ বছরের শাসনামলে প্রথম সাত বছর প্রধানমন্ত্রী ছিলেন মুগাবে৷ এরপর ২৬ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৮৯ বছর বয়সি রবার্ট মুগাবে৷ সর্বশেষ গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন তিনি৷ যদিও ইইউ ও যুক্তরাষ্ট্র সেই নির্বাচন নিরপেক্ষ হয়নি বলে রায় দিয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ