1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি বিয়ে করতে রাজি, কিন্তু ছেলে কই?’

১৩ নভেম্বর ২০১০

বলিউড তন্বী প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বার্লিনে৷ জার্মানির রাজধানী’র হেমন্ত বেশ উপভোগ করছেন এই সুন্দরী৷ মাঝে মাঝে টুইটারে জানানও দিচ্ছেন তা৷ তারপরও বিপত্তির কি শেষ আছে!

বিয়ে করতে প্রস্তুত প্রিয়াঙ্কাছবি: UNI

হঠাৎ গুজব উঠলো লাখো তরুণের হৃদয় ভেঙ্গেছেন প্রিয়াঙ্কা৷ মানে শেষমেষ বিয়ে করেছেন, তাও আবার অভিভাবকের পছন্দে৷ ইন্টারনেট আর ট্যাবলয়েড কল্যাণে এ খবর ছড়াতে লাগলো সুনামির গতিতে৷

কিন্তু এখন কি আর সেই শুধু পত্রিকা নির্ভর জামানা আছে? টুইটারের বদৌলতে প্রিয়াঙ্কা নিজেই যে এক মিডিয়া এখন৷ এই তো, কয়েক ঘন্টা আগে টুইটারে প্রিয়াঙ্কার সাফ বয়ান, আমার বিয়ে নিয়ে কেন এত বাজে কথা ছড়াচ্ছে? এখনো পর্যন্ত তো বিয়ের কাছাকাছিও যাইনি৷ বলাবাহুল্য, টুইটারে প্রিয়াঙ্কার এই বার্তা মুহূর্তেই পৌঁছে যায় লাখ সাতেক ভক্তের কাছে৷ তার উপর গুগলের কল্যাণে কারোরই এখন জানতে বাকি নেই, বিয়েটা শুধুই গুজব৷

টুইটারে অবশ্য পুরুষদের নিয়ে খানিকটা তাচ্ছিল্যও করেছেন বলিউড তন্বী৷ জানিয়েছেন, বিয়ে করার মতো একজনতো থাকতে হবে, নাকি! দেখুন অবস্থা, এত এত পুরুষের মাঝেও প্রিয়াঙ্কা জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না৷

সে যাই হোক, হালের খবর হচ্ছে, ছেলে খুঁজছে চোপড়া পরিবার৷ প্রিয়াঙ্কারও সায় আছে তাতে৷ এক ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, আমি বিয়ে করতে রাজি৷ তবে সেই পুরুষের অপেক্ষায় যে কিনা ভালবাসার আলিঙ্গনে কেড়ে নেবে আমার হৃদয়৷

এদিকে, গুজবের কি শেষ আছে৷ প্রিয়াঙ্কা পরিবারের নাকি বিশেষ পছন্দ শাহিদ কাপুরকে৷ চিনলেন তো? ঐ যে বলিউডের তরুণ ক্রেজ, মানে যার সঙ্গে কারিনার চুম্বন-টুম্বন নিয়ে ম্যালা কেচ্ছা রটেছিল, তাঁকেই প্রিয়াঙ্কা'র সঙ্গী হিসেবে চাইছে কাপুর পরিবার৷ এখন দেখা যাক, শেষমেষ কি হয়৷ আসল কথা হল, বলিউডে কোন কিছুকেই ‘অসম্ভব' বলা যায় না!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ