1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি বেড়াল, দরজা খোলো'

২৯ এপ্রিল ২০১৯

কুকুর বেশ বুদ্ধিমান প্রাণী৷ নানা কাজে বুদ্ধি খাটিয়ে মানবজাতিকে প্রায়ই অবাক করে দেয় এই প্রাণী৷ অন্যদিকে মানুষের আরেক প্রিয় পোষা প্রাণী বেড়ালকে সাধারণত আমরা আরামপ্রিয় বলেই জানি৷ এবার দেখুন এই প্রাণীটির বুদ্ধির ঝলক৷

Schwarze Katze und Löwenzahn
ছবি: picture-alliance/blickwinkel/H. Schmidt-Roeger

এপ্রিলের ২৬ তারিখ শেকিলাহ জোনস নামের এক ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেন দুটি ভিডিও ক্লিপ৷ ভিডিও দুটিতে দেখা যায়, একটি কালো বেড়াল একটি বাসার দরজার বাইরে দাঁড়িয়ে আছে৷

সিঁড়ির রেলিংয়ে পেছনের দুই পা রেখে সামনের পায়ের ভর দরজার হাতলের ওপর৷ কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাইকে অবাক করে দিয়ে এক পা বাড়িয়ে দরজার কড়া নাড়তে শুরু করে বেড়ালটি৷ শেষ পর্যন্ত বেড়ালের ডাকে কেউ সাড়া দিয়ে দরজা খুলেছিলেন কিনা, তা অবশ্য ভিডিওতে দেখা যায়নি৷

মুহূর্তের মধ্যে বুদ্ধিমান এই বেড়ালের ভিডিওদুটি ভাইরাল হয়ে পড়ে অনলাইনে৷ এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে৷

শেকিলাহ অবশ্য কখন কোথায় এই ঘটনা ঘটেছে, তা জানাননি৷ তবে মানুষ যে প্রায়শই অন্য প্রাণীদের বুদ্ধিমত্তাকে খাটো করে দেখে, এ বিষয়ে একমত হয়েছেন অনেকেই৷ কেউ কেউ বেড়ালটি কেনো বাসায় ঢুকতে পারছে না, এ নিয়ে নানা মজাও করেছেন৷

মাত্র তিন দিনে একটি ভিডিও দেখা হয়েছে দেড় কোটি বার৷ ৪১ হাজার শেয়ারের পাশাপাশি পোস্টে মন্তব্য করেছেন ১৫ হাজার ব্যক্তি৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ