1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলমানদের বিশ্বাস করেন?

২৯ ডিসেম্বর ২০১৫

দু’চোখ বেঁধে এবার ভারতের এক অজ্ঞাতপরিচয় যুবকও পথে নেমেছেন৷ নেমেছেন একটা পরীক্ষা করতে৷ পরীক্ষাটা হলো ‘মুসলমানদের আমরা কতটা বিশ্বাস করি' – তার এক্সপেরিমেন্ট৷ ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর এমন পরীক্ষা হয়েছে বিশ্ব জুড়ে...৷

Afghanistan Eid Al-Fitr (Bildergalerie)
ছবি: N. Shirzada/AFP/Getty Images

তথাকথিত ইসলামিক স্টেট, আল-কায়েদা, তালেবান – এ সমস্ত জঙ্গি দলের অধিকাংশ সদস্যরাই মুসলমান৷ কিন্তু তাই বলে সব ইসলাম ধর্মাবলম্বরীরাই কি সন্ত্রাসী? একজন সন্ত্রাসী হলো একজন সন্ত্রাসী, যে আরেকজন মানুষকে তুচ্ছ কারণে হত্যা করতে রাজি৷ একজন সত্যিকারের মুসলমান কি কখনও তা করবেন? করবেন না৷ ইসলাম শব্দের অর্থই যে শান্তি৷

হ্যাঁ, এই বিশ্বাস নিয়েই মুম্বইয়ে একটা পার্কের কাছে, কাপড় দিয়ে নিজের চোখ দু’টো বেঁধে দাঁড়িয়ে ছিলেন এক যুবক৷ পরনে সাদা পাজামা-পাঞ্জাবি৷ আর পায়ের কাছে রাখা একটা কাগজ৷ তাতে লেখা – ‘‘আমি একজন মুসলমান৷ আমি আপনাকে বিশ্বাস করি৷ আপনি কি আমাকে বিশ্বাস করে আলিঙ্গন করবেন?''

ভিডিওটা ক্লিক করলেই দেখবেন, কেমন অসহায়ের মতো আলিঙ্গনের জন্য দুই হাত খুলে দাঁড়িয়ে আছেন তিনি৷ তাঁর পাশ দিয়ে মানুষজন চলে যাচ্ছে, অথচ কেউ-ই যেন তাঁকে দেখেও দেখতে পারছে না৷ কেউ কেউ আবার কিছুক্ষণ দাঁড়িয়ে কাগজের লেখাটা পড়ার পরও, তাঁকে পাশ কাটিয়ে চলে গেছে৷ কেউ বা তুলে নিয়েছে আজব এই কাণ্ডটার ছবি৷ ধীরে ধীরে ভিড় করেছে মানুষ৷ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থেকেছে তারা৷ বেশ কিছুক্ষণ পরে দু'টি মেয়ে এসে ‘হ্যান্ডশেক' করেছে, কিন্তু ‘হাগ' দেয়নি৷ ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে, মুম্বইয়ের মতো একটি আধুনিক, বাণিজ্য নগরীতে যুবককে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসেনি কেউ৷

অথচ অন্যান্য দেশে, তা সে সুইডেন হোক, অথবা তুরস্ক – কয়েক মিনিটের মধ্যেই মানুষ এগিয়ে এসেছিল৷ কিন্তু ভারতীয় এই মুসলমানকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে হয়েছে মিনিটের পর মিনিট৷ অবশ্য শেষ পর্যন্ত সাড়া পেয়েছেন তিনি৷

এই পরীক্ষার ফলকে আপনি কি সফল বলবেন? জানান নীচের মন্তব্যের ঘরে৷

ডিজি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ