1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান

৫ আগস্ট ২০২৪

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিয়ে অন্তবর্তী সরকার গঠনের কথা জানিয়েছেন৷

ওয়াকার উজ জামান
মানুষকে সংঘাতের পথ এড়ানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামানছবি: DW

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ 

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপের ভিত্তিতে অন্তবর্তী সরকার গঠিত হবে৷ রাষ্ট্রপতির কাছে গিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে৷ তিনি বলেন, ‘‘প্রতিটি হত্যার বিচার করা হবে৷ প্রতিটি অন্যায়ের বিচার হবে৷’’

মানুষকে সংঘাতের পথ এড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি৷ বলেন, ‘‘আমি সমস্ত দায়িত্ব নিয়েছি৷ আপনারা আমাকে সাহায্য করুন৷’’

বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম৷ ওনারা এখানে এসেছেন৷ একটা সুন্দর আলোচনা করেছি৷ সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি ইন্টেরিম গভর্নমেন্ট আমরা ফর্ম করবো৷ এবং ইন্টেরিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে৷ আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব৷ গিয়ে এই ইন্টেরিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে একটা ইন্টেরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবো৷’’

তিনি আরো বলেন, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো৷ আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন৷ সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন৷ আমি সমস্ত দায়দায়িত্ব নিয়েছি৷ আপনাদের জানমাল এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না৷’’

সব দাবি পূরণ করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা তারা ফিরিয়ে আনবেন৷ ভাংচুর, মারামারি, সংঘর্ষ, হত্যা থেকে বিরত থাকতেও আহ্বান জানান তিনি৷  

তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন, একসাথে যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো৷’’

এফএস/এপিবি

গণভবনে হাজারো জনতা

02:07

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ