1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আম্পায়ারের হাতে আরও ক্ষমতা দিল আইসিসি

৮ মার্চ ২০১১

এবারের বিশ্বকাপে প্রথমবারের মত চালু হয়েছে আম্পায়ারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার নিয়ম বা ইউডিআরএস, যদিও ওয়ানডে ক্রিকেটে কয়েক বছর আগে এটা শুরু হয়েছে৷ তবে বিশ্বকাপের মধ্যেই সেই নিয়মে কিছুটা পরিবর্তন আনলো আইসিসি৷

ছবি: AP

সাধারণত এই ইউডিআরএস ব্যাটসম্যানের এলবিডব্লিউ আউটের বেলাতেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়৷ কিন্তু তা নিয়ে ইতিমধ্যেই কথা উঠছে, কারণ ‘হক আই' এর মাধ্যমে যে আউটগুলো দেখা যাচ্ছে তা কতটুকু যথাযথ? বোলারের বলের লেন্থ এবং লাইনের চিত্র হক আইতে উঠে আসলেও তা যে শতকরা একশভাগ ঠিক তা কিন্তু নয়৷ তাই এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পুরো দায়িত্ব যান্ত্রিক হক আইয়ের ওপর তুলে না দিয়ে কিছুটা আম্পায়ারকে দেওয়ার সিদ্ধান্ত নিলো আইসিসি৷

সাধারণত বোলারের বলটি যদি স্ট্যাম্পে লাগার কথা থাকে তাহলেই ব্যাটসম্যান এলবিডব্লিউ হিসেবে বিবেচিত হন৷ তবে তা সত্ত্বেও অনেক সময় আম্পায়ার নট আউট দিয়ে থাকেন৷ নতুন নিয়ম অনুযায়ী আম্পায়ারের নট আউট সিদ্ধান্ত বহাল থাকবে যদি বলটি ব্যাটসম্যানের প্যাডে লাগার সময় ব্যাটসম্যানের অবস্থান উইকেট থেকে সাড়ে তিন মিটার দূরে থাকে৷ শুধু তাই নয়, বলটি মাটিতে পড়ার পর প্যাডে লাগার সময় এর ব্যবধান যদি ৪০ সেন্টিমিটারের কম হয় এবং ব্যাটসম্যান উইকেট থেকে কমপক্ষে আড়াই মিটার দূরে থাকে তাহলেও আম্পায়ার তার নট আউট সিদ্ধান্ত বহাল রাখতে পারবেন৷ এমনকি হক আইতে দেখা যায় যে বলটি উইকেটে আঘাত হানতো, তা সত্ত্বেও৷

ইউডিআরএস এর নতুন নিয়মের কারণ হলো, যদি উইকেট থেকে ব্যাটসম্যানের দূরত্ব অনেক বেশি থাকে, তাহলে বাতাস কিংবা গতির কারণে বলের লাইন লেন্থ বদলেও যেতে পারে কিন্তু সেটি যান্ত্রিক হক আইয়ের পক্ষে ধরা সম্ভব নয়৷ তাই আম্পায়ারের বিবেচনার ওপরই এই বিষয়টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো আইসিসি৷ ফলে ক্রিকেটকে পুরো যান্ত্রিক করে ফেলার যে অভিযোগটি ইদানিং শোনা যাচ্ছিল সেটা কিছুটা হলেও কমবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ