1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আম্মা ক্যান্টিন'-এর জয়ললিতা চলে গেলেন

৬ ডিসেম্বর ২০১৬

শুরুতে ছিলেন চলচ্চিত্রের নায়িকা, তারপর রাজনীতিতে ঢুকে চারবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন৷ জনপ্রিয়তার কারণে রাজ্যে ‘আম্মা' হিসেবে পরিচিত ছিলেন৷ সোমবার রাতে তিনি মারা যান৷

India Jayalalithaa Trauer
ছবি: picture alliance/AP Photo/R. Maqbool

জ্বর আর পানিশূন্যতা নিয়ে গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ এরপর রবিরার রাতে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়ায় গোলযোগ দেখা দেয়৷

দরিদ্র মানুষদের সহায়তায় কয়েকটি জনপ্রিয় প্রকল্প চালু করেছিলেন জয়ললিতা৷ এর মধ্যে একটি ‘আম্মা ক্যান্টিন' নামে পরিচিত৷ ২০১৩ সালে এ ধরনের ক্যান্টিন চালু করা হয়৷ সেখানে মাত্র পাঁচ রূপিতে সকালের খাবার, আর তিন রূপিতে দুপুর ও রাতের খাবার পাওয়া যায়৷ রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে জয়ললিতা ‘আম্মা' নামে পরিচিত হওয়ায় ক্যান্টিনগুলো ‘আম্মা ক্যান্টিন' নামে পরিচিত হয়ে ওঠে৷ বর্তমানে পুরো রাজ্য এ ধরনের প্রায় তিনশ' ক্যান্টিন আছে৷

১৯৪৮ সালে জন্ম নেয়া জয়ললিতা মাত্র ১৬ বছর বয়সে ‘কন্নড়' নামে একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন৷ প্রায় ১৪০টি চলচ্চিত্রে অভিনয়ের পর ১৯৮২ সালে এআইএডিএমকে দলে যোগ দেন তিনি৷ এরপর ১৯৮৯ সালে দলের সাধারণ সম্পাদক হন জয়ললিতা৷ দলের নেতা কর্মীদের অনেকে প্রকাশ্যে শুয়ে পড়ে তাঁকে সম্মান করতেন৷ এমনকি তিনি যখন হাসপাতালে ছিলেন তখন মন্ত্রিসভার বৈঠকে সভাপতির চেয়ারে তাঁর ছবি রেখে সভা পরিচালিত হয়েছে৷ জয়ললিতার অনুপস্থিতিতে সভা পরিচালনা করেছেন অর্থমন্ত্রী ওপি পানিরসেলভাম৷ তাঁকে সভাপতির আসনে বসতে বলা হলেও তিনি তা করেননি৷ জয়ললিতার মৃত্যুর পর পানিরসেলভামকে দলের কাণ্ডারি নিয়োগ করা হয়েছে৷

জয়ললিতার বিরুদ্ধের দুর্নীতির অভিযোগও ছিল৷ ২০১৪ সালে দুর্নীতির দায়ে তাঁর চার বছরের কারাদণ্ড হয়েছিল৷

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে৷ তাঁর মৃত্যুতে রাজ্যে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে৷

জয়ললিতার মৃত্যুতে ভারতের অনেকেই শোক জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জয়ললিতার সঙ্গে সাক্ষাতের সময়গুলো আমার সবসময় মনে থাকবে৷ শেষ শ্রদ্ধা জানাতে তিনি চেন্নাই পৌঁছেছেন৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, এটি (জয়ললিতার মৃত্যু) বেদনাদায়ক৷

চলচ্চিত্র পরিচালক, অভিনেতা শেখর কাপুর লিখেছেন, তিনি একজন সাহসি নারী ছিলেন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ