1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও অনেক প্রাণী ধীরে ধীরে বিলুপ্তির পথে এগুচ্ছে

২৭ অক্টোবর ২০১০

প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির এক পঞ্চমাংশেরই চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে৷ বিশ্বব্যাপী প্রজাতি সংরক্ষণ সংক্রান্ত এক গবেষণার রিপোর্টে এমনই এক হুঁশিয়ারি দেয়া হয়েছে৷

বিলুপ্তির পথে অনেক প্রাণীছবি: picture-alliance / united-archives/mcphoto

বিজ্ঞানীরা বিপন্ন প্রজাতির এক লাল তালিকা তৈরি করেছেন৷ তাঁরা বলছেন, এতোদিন যেমনটা ভাবা হতো তার চেয়ে বেশি অনুপাতে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে বহু প্রাণী ও গাছগাছালি৷ তবে তাঁরা একথাও বলেছেন, ব্যাপক সংরক্ষণ ব্যবস্থা ইতোমধ্যে কিছু প্রজাতিকে ধ্বংসের হাত থেকে ফিরিয়েও এনেছে৷

জাপানে জাতিসংঘের জীববৈচিত্র্য শীর্ষসম্মেলনে এই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে৷ প্রকৃতির কিভাবে আরও সুরক্ষা করা যায় সে বিষয়ে বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা আলোচনা করছেন৷ জাতিসংঘ জীববৈচিত্র্য কনভেনশনের বৈঠকে উপস্থাপিত গবেষণাপত্রটিতে বলা হয়, উভচর প্রাণীরাই সবচেয়ে বিপন্ন৷ কেননা বিলুপ্তি হবার ঝুঁকিতে থাকা প্রাণীদের একচল্লিশ শতাংশই উভচর প্রাণী৷ লাল তালিকার অন্তর্ভুক্ত বিপন্ন পাখিদের হার কেবল তেরো শতাংশে৷ এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রখ্যাত পরিবেশবিজ্ঞানী এডওয়ার্ড ও উইলসন বলেন, ‘‘জীববৈচিত্র্যের প্রধান অবলম্বনই ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে৷''

সংখ্যা কমে যাচ্ছে অনেক প্রাণীরছবি: AP

প্রাণীকুল ধ্বংস হচ্ছে বিশ্বের যেসব অঞ্চলে, তার মধ্যে এগিয়ে আছে দক্ষিণপূর্ব এশিয়া, যেখানে চাষাবাদের জমির জন্য এবং জ্বালানি হিসেবে গাছপালা ব্যবহার করতে গিয়ে বনকে বন উজাড় করে ফেলা হচ্ছে৷

গবেষণামূলক এই সমীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা অবশ্য বলছেন, বিভিন্ন সংরক্ষণ কর্মসূচি যে ইতিবাচক প্রভাব ফেলছে, তার নতুন কিছু প্রমাণ তাঁরা পেয়েছেন৷ গবেষণার ফলাফল প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স'৷

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট স্পীশীজ সার্ভাইভাল কমিশনের সভাপতি সাইমন স্টুয়ার্ট বলেন, ‘‘সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে দ্বীপবাসী অনেক পাখিকে আমরা ফিরে পেয়েছি৷ এরকম আরও অনেক উদাহরণ আছে৷''

একই বিষয়ে আরেকটি গবেষণামূলক সমীক্ষা করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতির দ্রুত বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে ঠিকই৷ এই প্রবণতা সত্ত্বেও ভবিষ্যতে প্রকৃতি সংরক্ষণের আরও বেশি উদ্যোগও গ্রহণ করা হবে বলে তাঁরা মনে করেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ