1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

আরও চার বিলিয়ন ডলার মূল্যের টেসলা শেয়ার বেচলেন মাস্ক

৯ নভেম্বর ২০২২

কদিন আগে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কেনেন বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক৷ সেই টাকা জোগাড় করতে তিনি টেসলার শেয়ার বিক্রি করেছেন ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন৷

ইলন মাস্ক
ইলন মাস্কছবি: CARINA JOHANSEN/NTB/AFP/Getty Images

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মঙ্গলবার জানিয়েছেন, নভেম্বরের ৪ থেকে ৮ পর্যন্ত মাস্ক তার কাছে থাকা টেসলার প্রায় এক কোটি ৯০ লাখ শেয়ার বিক্রি করেছেন, যার মূল্য প্রায় ৩.৯ বিলিয়ন ডলার৷

এর আগে আগস্টে সাত বিলিয়ন ডলার মূল্যের টেসলা শেয়ার বিক্রি করেছিলেন মাস্ক৷ সব মিলিয়ে টুইটার কিনতে তিনি প্রায় ১৯ বিলিয়ন ডলার মূল্যের টেসলা শেয়ার বিক্রি করলেন৷

গত এপ্রিলে প্রথম টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেন মাস্ক৷ এরপর সেই প্রস্তাব গৃহীত হলে এক পর্যায়ে টুইটারের বিরুদ্ধে ভুয়া ‘বট'-এর সংখ্যা ঠিক না বলার অভিযোগ এনে টুইটার কিনবেন না বলে জানিয়েছিলেন৷ তখন টুইটার কর্তৃপক্ষ মাস্কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে টুইটার কিনতে একপ্রকার বাধ্য হন মাস্ক৷

অবশেষে ২৭ অক্টোবর টুইটার কেনার প্রক্রিয়া শেষ হয়৷

মালিক হওয়ার পর মাস্ক প্রধান নির্বাহীসহ টুইটারের প্রায় সাড়ে সাত হাজার কর্মীর অর্ধেককে ছাঁটাই করেন৷

এছাড়া আয় বাড়াতে অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে মাসে আট ডলার করে নেয়া হবে বলে জানিয়েছেন৷

টুইটারে কেনার পর মাস্কের বিভিন্ন কার্যক্রম ও বিবৃতিতে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন৷ জাতিসংঘের মানবাধিকার প্রধান ফল্কার টুর্ক মানবাধিকারকে অগ্রাধিকার দিতে মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ