1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের আরো সেনা আহ্বান

৩১ জুলাই ২০১৪

২৩ দিনে গাজায় নিহত হয়েছে ১৩শ'র বেশি মানুষ৷ আহত হয়েছে অন্তত আট হাজার৷ তারপরও বন্ধ হয়নি ইসরায়েলের হামলা৷ বরং অভিযান আরো বাড়াতে অতিরিক্ত ১৬,০০০ সেনা আহ্বানের ঘোষণা দিয়েছে ইসরায়েল৷

Gaza Menschen auf der Flucht durch die Straßen die meisten Opfer sind Kinder
ছবি: Reuters

কেবল বুধবারই জাতিসংঘ শরণার্থী স্কুল ও একটি মার্কেটে হামলাসহ ইসরায়েলের অভিযানে নিহত হয়েছে ১১৬ জন ফিলিস্তিনি৷ আর ইসরায়েলি সেনা নিহত হয়েছে তিন জন৷ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে হামলা৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে উত্তরাঞ্চলের শহর বেইত লাহিয়ায় জাতিসংঘের একটি স্কুলের পাশে থাকা মসজিদে আঘাত হানে ইসরায়েলি গোলা৷ এতে আহত ১৫ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহত এক নারী জানালেন, গাজায় বর্তমানে নিরাপদ কোনো স্থান নেই৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, গাজায় নিহতদের ৪০ ভাগ শিশু, নারী এবং বৃদ্ধ৷

১৭ জুলাই থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর ৩২টি টানেল বিধ্বস্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনারা৷ এই টানেলগুলো গাজা অধিবাসীদের খাদ্য ও ওষুধ সরবরাহের পথ ছিল৷ অল্প কয়েকদিনের মধ্যে সব টানেল উড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছে তারা৷

হামাসের পাল্টা জবাব

জাতিসংঘের স্কুল ও বাজারে হামলার পর যুদ্ধে অটল থাকার ঘোষণা দিয়েছে হামাস৷ তারা তেল আভিভে রকেট হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে৷

বান কি মুনের নিন্দা

জাবালিয়ায় স্কুলে ইসরায়েলের চালানো হামলার কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ কোস্টারিকা সফরের সময় মুন বলেন, জাতিসংঘের স্কুলে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের ওপর চালানো ওই হামলা ন্যাক্কারজনক৷ তিনি এই হামলাকে ইসরায়েলের অন্যায় আচরণ হিসেবে চিহ্নিত করেন এবং সুবিচার দাবি করেন৷

বাবার কোলে আহত এক ফিলিস্তিনি শিশুছবি: picture-alliance/dpa

বুধবার ভোরে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার সময় নারী ও শিশুসহ ৩,৩০০ জন ফিলিস্তিনি ছিল৷ জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধান পিয়েরে ক্রাহেনবুয়েল বলেছেন, ইসরায়েলের শতভাগ চেষ্টা করা উচিত হামলায় যাতে কোনো বেসামরিক নাগরিক আঘাত না পায়, বিশেষ করে গাজায়৷ তিনি বলেন, গাজা ছোট্ট একটি উপকূলীয় এলাকা, যেখানে ১৭ লাখ মানুষের বাস৷ সংঘর্ষ শুরু হওয়ার পর অন্তত দুই লাখ শরণার্থী ৮০টি স্কুলে আশ্রয় নিয়েছে বলে জানান তিনি৷

পিয়েরে আরো বলেন, বিশ্ব নেতারা হয়ত ভুলে যাচ্ছেন, গাজার এই মানুষদের পালাবার কোনো পথ নেই৷ যখনই হামলা হচ্ছে তারা হয়ত এক স্থান থেকে অন্যত্র সরে যাচ্ছে কিন্তু সীমান্ত পার হতে পারছে না৷

মানবাধিকার সংস্থা'র আহ্বান

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে পাঠানো এক চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আবেদন ছিল, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা৷

ইসরায়েলের দাবি

ইসরায়েলের দাবি গত তিন সপ্তাহে হামাস অন্তত ২,৬০০ রকেট ছুড়েছে তাদের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে৷ হামাস গাজার বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে তারা৷

এর আগে ২০০৯ সালে ২২ দিন ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে নিহত হয়েছিল ১,৪৪৪ জন ফিলিস্তিনি এবং ১৩ জন ইসরায়েলি নাগরিক৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ