1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও ৬ বছরের জন্য ক্ষমতায় পুটিন

১৯ মার্চ ২০১৮

বিপুল ভোটে জয়লাভ করে আগামী ৬ বছরের জন্য আবার রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুটিন৷ আন্তর্জাতিক মঞ্চে তিনি আরও সক্রিয় হয়ে উঠবেন বলে অনুমান করা হচ্ছে৷

ছবি: Getty Images/AFP/S. Chirikov

তাঁর জয় নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না৷ রাশিয়ায় রবিবারের নির্বাচনে ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভ্লাদিমির পুটিন৷ অর্থাৎ আরও ৬ বছরের জন্য রাশিয়া তথা বিশ্ব রাজনীতির মঞ্চে তিনি আধিপত্য বজায় রাখতে চলেছেন৷ ২০২৪ সালে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর বয়স হবে ৭১৷ গত দুই দশক ধরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতাকেন্দ্রে নিজের শক্তি বাড়িয়ে এসেছেন৷

জয়ের খবরের পর রেড স্কোয়্যারের কাছে পুটিন তাঁর ভাষণে বলেন, কঠিন অবস্থার মধ্যেও তিনি যে সাফল্য অর্জন করতে পেরেছেন, জনগণের রায়ের মধ্যে তিনি সেই সাফল্যের প্রতি আস্থার প্রতিফলন দেখছেন৷ তাঁর মতে, এই পরিস্থিতিতে দেশে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি৷ কঠিন সময় সত্ত্বেও মাতৃভূমির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি৷

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ১১ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন কমিউনিস্ট পার্টির পাভেল গ্রুন্ডিন এবং প্রায় ৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন উগ্র জাতীয়তাবাদী নেতা ভ্লাদিমির জিরিনভস্কি৷ এদিন রাশিয়ার প্রায় ১০ কোটি ৯ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৬৭ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷

পুটিনের জয়ের ফলে চীনের মতো রাশিয়ায়ও একনায়কতন্ত্র কার্যত আরও জোরালো হলো বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক৷ আইন করে একটানা ক্ষমতায় থাকার সুযোগ না থাকলেও পুটিন এতকাল প্রেসিডেন্ট হিসেবে দু'টি কার্যকালের পর প্রধানমন্ত্রী পদ গ্রহণ করে সেই নিয়ম এড়িয়ে আবার প্রেসিডেন্ট হয়েছেন৷ ২০৩০ সালেও তিনি প্রার্থী হবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ১০০ বছর বয়স পর্যন্ত কাজ করে যাবার কোনো ইচ্ছা তাঁর নেই৷

এমন এক সময়ে তিনি আবার নির্বাচিত হলেন, যখন আন্তর্জাতিক মঞ্চে নানা ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে৷ ব্রেক্সিটসহ একাধিক কারণে ইউরোপীয় ইউনিয়নে অস্থিরতার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনে অরাজকতার ছাপ দেখা যাচ্ছে৷ পশ্চিমা জগতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির ফলে নতুন করে শীতল যুদ্ধের আশঙ্কা বাড়ছে৷ তবে এই সংঘাতের ফলে রাশিয়ায় পুটিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন৷ এই অবস্থায় আগামী ৬ বছরে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজের ক্ষমতা আরও জাহির করবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেইসঙ্গে পুটিন অন্যান্য দেশের উপর আরও প্রভাব বিস্তার করার প্রচেষ্টাও চালিয়ে যাবেন বলেও আশঙ্কা করা হচ্ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ