1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরজি করে নির্যাতিতার মা আহত, পরস্পর বিরোধী অভিযোগ

১০ আগস্ট ২০২৫

পুলিশের বিরুদ্ধে আরজি করে নির্যাতিত ও নিহত চিকিৎসকের মাকে মারধরের অভিযোগ উঠেছে৷ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ৷

আরজি কর ঘটনার এক বছরের মাথায় বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন প্রতিবাদকারীরা ছবি: Subrata Goswami/DW

গত বছরের ৯ আগস্ট ভোররাতে আরজি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়৷ তার এক বছর পূর্তিতে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন পথে নেমেছে৷ এরমধ্যে আহত হন নির্যাতিত ও নিহত চিকিৎসক অভয়ার মা৷ পুলিশের লাঠির আঘাতে তিনি আগত হয়েছেন বরে অভিযোগ৷ যদিও তা অস্বীকার করছে পুলিশ ৷

এদিকে অভয়ার মা আহতের হওয়ার ঘটনা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া যাচ্ছে৷      

বিচারের চাইতে এসে আহত অভয়ার মা

শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা৷ অভিযানে যোগ দেন শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা৷ ধর্মতলা থেকে নবান্নের উদ্দেশে আয়োজিত মিছিলে ছিলেন নিহতের মা-বাবা৷ বেলা ১২টা নাগাদ পার্কস্ট্রিট হয়ে নবান্নের দিকে যাওয়ার সময়ই মিছিল পার্কস্ট্রিট মোড়ে আটকে দেয় পুলিশ৷

এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের৷ লাঠিচার্জ করে পুলিশ৷ সেই সময় নির্যাতিতার মা আহত হন বলে অভিযোগ৷ তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার শাখা ভেঙে দিয়েছে৷ কপাল ফুলে গিয়েছে৷ পিঠে আঘাত করা হয়েছে৷''

পার্কস্ট্রিটে বাধা পাওয়ার পরও নবান্নের দিকে যেতে থাকেন নির্যাতিতার মা-বাবা৷ অভিযোগ, রেসকোর্সের পাশ দিয়ে যাওয়ার সময় নির্যাতিতার মা-বাবাকে আবার রুখে দেয় পুলিশ৷ সেখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক শুরু হয়৷ নির্যাতিতার মা-বাবা সরাসরি পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন৷

আন্দোলনে তাদের আরো সুরক্ষিত রাখা উচিত ছিল: অনিন্দ্য মণ্ডল

This browser does not support the audio element.

মিছিল শুরুর আগেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‘আমরা যে গাড়ি করে মিছিলে যোগ দিতে আসছিলাম, তার নম্বর সব জায়গায় দেওয়া ছিল৷ আমাদের গাড়ি বার বার আটকানো হয়েছে৷ বলতে গেলে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছি রীতিমতো৷ হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে৷ তার পরেও বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ৷''

অভয়ার মাকে ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তার সিটিস্ক্যান সহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা হয়৷ যদিও তাকে ভর্তি করার প্রয়োজন হয়নি৷ শঙ্কামুক্ত হওয়ায় তাকে বাড়ি পাঠানো হয়েছে৷

নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ পুলিশ খারিজ করে দিয়েছে৷ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অভয়ার মা আহত হয়েছেন, এটা খুবই দুঃখজনক৷ উনি কীভাবে আহত হলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ৷ সিসিটিভি থেকে ড্রোন ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ নবান্ন অভিযান ঘিরে সাত জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে৷''

প্রতিবাদে বিভাজন

আরজি করের ঘটনার বিচার চেয়ে বিকেলে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল চিকিৎসকদের সংগঠন অভয়া মঞ্চ৷ নবান্ন অভিযানে গিয়ে নির্যাতিতার মা জখম হওয়ায় অভয়া মঞ্চ থেকে এ জন্য নাম না করে দায়ী করা হয়েছে শুভেন্দু অধিকারীদের৷

আরজি করের ধর্ষণ এবংখুনের প্রতিবাদে বিচার চেয়ে ধর্মতলায় অনশনে বসেছিলেন জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য৷ শনিবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমরা এক বছর অভয়ার বাবা-মাকে নিয়ে পথ চলেছি৷ কিন্তু এমন ঘটনা ঘটেনি৷''

মঞ্চের আহ্বায়ক চিকিৎসক তমোনাশ চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, ‘‘ওরা এক বছর ধরে লড়াইয়ের মধ্যে আছেন৷ কিন্তু এদিন কেন আহত হলেন, সেটা খতিয়ে দেখতে হবে৷’’

কোন পথে দাঁড়িয়ে আরজি কর পরবর্তী আন্দোলন?

08:02

This browser does not support the video element.

রাজ্যের সাবেক পুলিশকর্তা নজরুল ইসলাম ডিডাব্লিউকে বলেন, ‘‘পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে বলপ্রয়োগ করে৷ এক্ষেত্রে ঠিক কী ঘটেছিল তা আমি বলতে পারব না৷ তবে মেয়ের ধর্ষণ, খুনের বিচারপ্রার্থী মায়ের আঘাত না লাগল ভালো হতো৷ পুলিশ যদি সর্বদা নিরপেক্ষ ভাবে কাজ করে, তাহলে এই পরিস্থিতি তৈরি হয় না৷''

অভয়া মঞ্চের আহ্বায়ক পুণ্যব্রত গুণ ডিডাব্লিউকে বলেন, ‘‘অভয়ার মা আমাদের সঙ্গে এক বছর ধরে আন্দোলনে সামিল হয়েছেন৷ তাদের গায়ে আঁচড় লাগেনি৷ নবান্ন অভিযানের ক্ষেত্রে সেটা হল কেন? বিরোধী দলনেতা, তাদের অন্য নেতারা অংশ নিলেন৷ তাদের কিন্তু কিছু হল না৷ আমরা এই ঘটনার তদন্ত চাই৷ দোষীরা ধরা পড়ুক৷’’

মানবাধিকার কর্মী, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ডিডাব্লিউকে বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্য সরকার ঠিক করেছে যেন অভয়ার ঘটনার ঠিকঠাক তদন্ত না হয়৷ এই দুই সরকারের অধীনে তদন্তকারী সংস্থা ধর্ষণ ও খুনের তদন্ত করেছে৷ এই সংস্থাগুলি চায় না প্রকৃত দোষী কারা সেটা সামনে আনতে৷ এ কারণেই অভয়ার ঘটনায় সুবিচার মিলছে না৷''

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য অনিন্দ্য মণ্ডল ডিডাব্লিউকে বলেন, ‘‘আমরা অনেক আন্দোলন করেছি অভয়ার মা-বাবাকে নিয়ে৷ কিন্তু এই আন্দোলনে তাদের আরো সুরক্ষিত রাখা উচিত ছিল৷ এর দায়িত্ব নিতে হবে বিরোধী দলনেতাকে৷''

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ইচ্ছা করে নির্যাতিতার মা-বাবাকে ধস্তাধস্তির মধ্যে ঠেলে দিয়ে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে৷ ওদের জন্য খারাপ লাগছে৷ যদি অভিযান করতে হয়, তাহলে সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর বিরুদ্ধে অভিযান করা উচিত৷ এই ঘটনার তদন্ত করেছে সিবিআই৷ তাদের তদন্তের ভিত্তিতে যাবজ্জীবন সাজা পেয়েছে অপরাধী৷ আমরা ফাঁসি চেয়েছিলাম৷''

অভয়া মঞ্চের দিকে পাল্টা আঙুল তুলেছেন নির্যাতিতার বাবা৷ তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে অভয়া মঞ্চ রাজনীতি করছে৷ আমরা সবাইকে যোগ দিতে দেখেছিলাম৷ আমাদের মিছিলে তৃণমূলের কয়েকজন নারী নেত্রী যোগ দিয়েছিলেন৷ কয়েকজন সিনিয়র চিকিৎসক যোগদান করেন৷ আমি সিপিএম ও এসইউসিকে বলেছিলাম, আপনারা অন্য কোন স্পট থেকে আন্দোলনে যোগ দিন৷ কিন্তু তাদের সেভাবে দেখতে পাইনি৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ