1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

২৮ আগস্ট ২০২৫

সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মামলা চলছিল বিচারপতি ঘোষের এজলাসে।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টছবি: Jagannath Raul/Dinodia Photo/imago images

একবছর আগে ঘটে গেছে আরজি কর কাণ্ড। যে ঘটনা কার্যত আলোড়ন তুলে দিয়েছিল পশ্চিমবঙ্গসহ গোটা দেশে। আদালতের নির্দেশে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের উপর। 

গত একবছরে বিভিন্ন মহল বার বার প্রশ্ন তুলেছে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে। নির্যাতিতার পরিবার অভিযোগ করেছে, সিবিআইয়ের তদন্তে তারা হতাশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তের কাজ ঠিক মতো করছে না বলে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলা ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বৃহস্পতিবার বিচারপতি ঘোষ জানিয়েছেন, মামলাটি তিনি আর শুনবেন না। যেহেতু হাইকোর্টেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত অন্য মামলাগুলির শুনানি চলছে, তা-ই এই মামলাটিও সেখানে যুক্ত করা হোক বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ। 

কোন পথে দাঁড়িয়ে আরজি কর পরবর্তী আন্দোলন?

08:02

This browser does not support the video element.

বৃহস্পতিবার এবিষয়ে তার বক্তব্য এবং মামলার নথি হাইক্রেটের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি ঘোষ। 

উল্লেখ্য, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আরজি কর সংক্রান্ত দুইটি শুনানি চলছে। 

কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অরিন্দম দাস এবিষয়ে ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''বিচারপতি ঘোষের এই সিদ্ধান্ত অভূতপূর্ব বা বিতর্কিত ভাবার কোনো কারণ নেই। মামলার গুণাগুণ এবং প্রক্রিয়ার কথা চিন্তা করে কোনো বিচারপতি এই সিদ্ধান্ত নিতেই পারেন। এর আগেও এমন ঘটনা ঘটেছে। যেহেতু হাইকোর্টেই এই সংক্রান্ত আরো মামলা চলছে, সে কারণে বিচারপতি ঘোষ মামলাটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে আমার ধারণা।''

আদালতের নিয়ম অনুযায়ী কোনো বিচারপতি কোনো মামলা থেকে সরে দাঁড়ালে প্রধান বিচারপতি মামলাটি অন্য বিচারপতির এজলাসে পাঠিয়ে দেন।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ