শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বান দাস জানান, প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ী সঞ্জয়ের অপরাধকে বিরল থেকে বিরলতম মনে হচ্ছে না বলে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে৷
বিজ্ঞাপন
ভারতে এখন একমাত্র বিরল থেকে বিরলতম অপরাধের ক্ষেত্রেই ফাঁসির দণ্ড দেয়া হয়।
বিচারক অনির্বান দাস বলেন, ''আমার সামনে যে তথ্যপ্রমাণ রাখা হয়েছে, তাতে আমার এটাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে মনে হচ্ছে না।''
এর পাশাপাশি তিনি আরো জানান, রাজ্য সরকারকে নিহত নারী চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তবে নির্যাতে প্রাণ হারানো চিকিৎসকের বাবা-মা আদালতে বলেন, ''আমরা ক্ষতিপূরণ চাই না। আমরা বিচার চাই।''
বিচারক তখন বলেন, ''আমি জানি, আপনারা ক্ষতিপূরণ চান না। কিন্তু আইনে যা আছে, আমাকে সেটাই করতে হবে। এখন ক্ষতিপূরপণের টাকা নিয়ে আপনারা কী করবেন সেটা আপনারাই ঠিক করবেন।''
বিচারকের এ বক্তব্যের পরও বাবা-মা সন্তান হত্যার সুবিচারের দাবিতে অটল থাকেন৷
সঞ্জয়ের ফাঁসি চায় সিবিআই
সোমবার আদালতে বিচারক অনির্বান দাস সিবিআইয়ের আইনজীবীর কাছে সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে তাদের মতামত জানতে চান। সিবিআইয়ের তরফ থেকে জানিয়ে দেয়া হয়, তারা মনে করছেন, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। তাই তারা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান।
এরপর বিচারক সঞ্জয় রায়ের কাছে জানতে চান, তিনি শাস্তি নিয়ে কিছু বলতে চান কিনা৷ সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ফাঁসানো হয়েছে, তাই তিনি মনে করেন, কোনো অপরাধ না করা সত্ত্বেও তাকে শাস্তি পেতে হচ্ছে।
আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ করে খুন থেকে মামলার রায়
আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন করার পাঁচ মাস নয় দিন পর রায় এলো। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত।
ছবি: Subrata Goswami/DW
আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন
৯ অগাস্ট ২০২৪: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছিল এক নারী চিকিৎসকের দেহ। অভিযোগ উঠেছিল, ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার পাঁচ মাস নয় দিন পরে ১৮ জানুয়ারি, শনিবার সেই ধর্ষণ-খুনের মামলায় রায় ঘোষণা হলো শিয়ালদহ আদালতে।
ছবি: Subrata Goswami/DW
সিভিক ভল্যান্টিয়ার গ্রেপ্তার
১০ অগস্ট: ঘটনার তদন্তে নেমেই এক সিভিক ভল্যান্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআইও তদন্ত চালিয়ে ধৃত সিভিক ভল্যান্টিয়ারকেই ‘একমাত্র অভিযুক্ত’ হিসাবে বর্ণনা করে আদালতে চার্জশিট পেশ করে। তার দুই দিন পরেই নিহত ছাত্রীর বাড়িতে পৌঁছে তাঁর বাবা, মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবি: Subrata Goswami/DW
হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত
১৩ অগস্ট: সিবি আই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। পাঁচ দিনের মাথায় সুপ্রিম কোর্ট নিজে থেকে এই বিষয়ে মামলা শুরু করে।
ছবি: Subrata Goswami/DW
নারীদের রাত দখলের ডাক
১৪ অগস্ট: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা রাত দখলের ডাক দেন। নারী ও পুরুষ নির্বিশেষে কাতারে কাতারে মানুষ ‘ন্যায়বিচার’ চেয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নামেন। নজিরবিহীন ‘নাগরিক আন্দোলন’ দেখে কলকাতা সহ সারা দেশ।
ছবি: Subrata Goswami/DW
আরজি করে হামলা
১৪ অগস্ট: মধ্যরাতেই দুষ্কৃতী তাণ্ডব চলে আরজি কর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে। ভেঙে তছনছ করে ফেলা হয় সরকারি সম্পত্তি সহ আন্দোলনকারীদের অবস্থান মঞ্চ।
ছবি: Subrata Goswami/DW
লালবাজার অভিযান
২ সেপ্টেম্বর: কলকাতা পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে মিছিল করে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। লালবাজারের দু-শো মিটার আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাদের। সেখানেই অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। অবস্থান তার পরের দিন পর্যন্ত চলে।
ছবি: Subrata Goswami/DW
পুলিশ কমিশনারের কাছে
৩ সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করেন। দাবিসনদ-সমেত তার হাতে তুলে দেন একটি ‘প্রতীকী শিরদাঁড়া’।
ছবি: Subrata Goswami/DW
জুনিয়র ডাক্তারদের অবস্থান শুরু
১০ সেপ্টেম্বর: সলটলেকের স্বাস্থ্যভবনের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। মুখ্যমন্ত্রী বৈঠকের জন্য তাদের নবান্নে ডাকেন। কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। লাইভ স্ট্রিমিং না হওয়ায় সেই বৈঠক ভেস্তে যায়।
ছবি: Subrata Goswami/DW
জুনিয়র ডাক্তারদের মঞ্চে
১৪ সেপ্টেম্বর: হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে সল্টলেকের সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবি: Subrata Goswami/DW
সন্দীপ ঘোষ গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বরে: ধর্ষণ-খুনের ওই মামলায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ এবং অভিজিৎ দু’জনেই জামিন পান। অভিজিতের জেলমুক্তি হলেও সন্দীপ এখনও জেল হেফাজতে রয়েছেন।
ছবি: Subrata Goswami/DW
সরানো হলে পুলিশ কমিশনারকে
১৪ সেপ্টেম্বর, দুই দিনের ব্যর্থ চেষ্টার পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক হয়। সরাসরি সম্প্রচার ছাড়াই এই বৈঠকে রাজি হন জুনিয়র ডাক্তারেরা। সেখানে খানিক ‘পিছু হটে’ সরকার। সরানো হয় পুলিশ কমিশনার বিনীতকে।
ছবি: Subrata Goswami/DW
কর্মবিরতি উঠলো
২০ সেপ্টেম্বর: স্বাস্থ্যভবনের সামনে অবস্থান তুলে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তারেরা।
ছবি: Subrata Goswami/DW
আমরণ অনমশন শুরু
৫ অক্টোবর: ধর্মতলার মোড়ে আমরণ অনশন শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। সাত জুনিয়র ডাক্তারের পাশাপাশি বহু মানুষ অনশন মঞ্চে এসে প্রতীকী অনশনে অংশ নেন। ১৯ অক্টোবর অনশন মঞ্চে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা বলান। ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর ১৭ দিনের দীর্ঘ অনশনের অবসানের সিদ্ধান্ত নেওয়া হয়।
ছবি: Subrata Goswami/DW
সিবিআইের চার্জশিট
৭ অক্টোবর: ধর্ষণ ও খুনের মামলায় আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। কলকাতা পুলিশ যে পথে তদন্ত শুরু করেছিল, সিবিআইও সেই পথে হেঁটেই একজনকেই অভিযুক্ত হিসেবে দাড় করায়। ৪ নভেম্বর ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠিত হয় এবং ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়।
ছবি: Subrata Goswami/DW
বিচার শুরু
১১ নভেম্বর: আরজি কর মামলায় মোট ৫০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে শিয়ালদহ আদালতে। সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের পিতা, সিবিআইয়ের তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েক জন সহপাঠী।
ছবি: Subrata Goswami/DW
রায় দিলেন বিচারক
১৮ জানুয়ারি: শিয়ালদহ আদালতের বিচারক অনির্বান দাস রায় দিলেন। খুন এবং ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে বলেন, আপনার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ। আপনার অপরাধ প্রমাণিত। দোষী সাব্যস্ত করা হলো। এই অপরাধে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাবাস। সোমবার সাজা ঘোষণা করা হবে। সঞ্জয় কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে।
ছবি: Subrata Goswami/DW
16 ছবি1 | 16
বিচারক জানতে চান, সঞ্জয় রায়ের সঙ্গে বাড়িতে কে আছে? জবাবে সঞ্জয় রায় জানান, মা আছে। বিচারক জানতে চান মায়ের সঙ্গে তার কথা হয়েছে কিনা। সঞ্জয় জানান, কোনো কথা হয়নি। এসময় তিনি আরো জানান, তিনি বাড়িতে থাকতেন না, পুলিশ ব্যারাকে থাকতেন।
এরপর শুনানি মুলতুবি করে বিচারক জানান, বেলা পৌনে তিনটের সময় তিনি রায় ঘোষণা করবেন।
সেইমতো পৌনে তিনটের সময় বিচারপতি তার রায় ঘোষণা করেন।
সঞ্জয়ের দিদির প্রশ্ন
সঞ্জয় রায়ের দিদি বলেছেন, ''বিচারক যা ঠিক মনে করেছেন, তা করেছেন। আমরা কোথাও আবেদন জানাবো না। তবে আমাদের অনেক প্রশ্ন থেকে গেছে। প্রথম থেকে বলা হচ্ছে, সঞ্জয় দোষী, কিন্তু একা এই কাজ কেউ করতে পারে না। আমাদের হাজারটা প্রশ্ন আছে।
মমতার দাবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''আমি ফাঁসি চেয়েছিলাম। বিচারের রায় নিয়ে কিছু বলতে পারবো না। আমি বলতে পারি, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। আমি বিস্তারিত জানি না। সিবিআই তদন্ত করেছে। আমাদের হাত থেকে ইচ্ছে করে তদন্ত কেড়ে নিয়েছে। আমরা চেয়েছি, বিচার হোক, চরমতম শাস্তি হোক। ফাঁসি হলে আমি শান্তি পেতাম।''
তৃণমূলের সামাজিক মাধ্যমের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য বলেছেন, ‘‘রাজ্য তিনটি মামলায় ফাঁসি করাতে পেরেছে। কিন্তু সিবিআই এই মামলায় ফাঁসির শাস্তি করাতে পারলো না, এটা লজ্জার।''
আন্দোলন চালাবেন জুনিয়র চিকিৎসকরা
জুনিয়র চিকিৎসক সৌরভ রায় বলেছেন, ''আমাদের দিদি ৩৬ ঘণ্টা ডিউটি করার পর কর্মস্থলে ধর্ষিতা ও খুন হয়েছেন। এমন জায়গায় হয়েছেন, যা বাড়ির মতো সুরক্ষিত। এরপরও এটা বিরল থেকে বিরলতম নয়? আমরা আন্দোলন চালিয়ে যাব।''
আশফাকুল্লা নাইয়ার জানিয়ে দেন, তারা এই রায় মানছেন না। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
এরপর কী হতে পারে?
এরপর যে কোনো পক্ষই হাইকোর্টে যেতে পারে। তারপর হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যেতে পারে যে কোনো পক্ষ। ফলে এখনো সামনে দীর্ঘ আইনি লড়াই চলতে পারে।