1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাভারত

সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, হতে পারে আপিল

২০ জানুয়ারি ২০২৫

শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বান দাস জানান, প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ী সঞ্জয়ের অপরাধকে বিরল থেকে বিরলতম মনে হচ্ছে না বলে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে৷

কলকাতার শিয়ালদহ আদালত।
শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বান দাস আরজি কর মামলার রায় দিলেন। দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। ছবি: Satyajit Shaw/DW

 ভারতে এখন একমাত্র বিরল থেকে বিরলতম অপরাধের ক্ষেত্রেই ফাঁসির দণ্ড দেয়া হয়।

বিচারক অনির্বান দাস বলেন, ''আমার সামনে যে তথ্যপ্রমাণ রাখা হয়েছে, তাতে আমার এটাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে মনে হচ্ছে না।''

এর পাশাপাশি তিনি আরো জানান, রাজ্য সরকারকে নিহত নারী চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তবে নির্যাতে প্রাণ হারানো চিকিৎসকের বাবা-মা আদালতে বলেন, ''আমরা ক্ষতিপূরণ চাই না। আমরা বিচার চাই।''

বিচারক তখন বলেন, ''আমি জানি, আপনারা ক্ষতিপূরণ চান না।  কিন্তু আইনে যা আছে, আমাকে সেটাই করতে হবে। এখন ক্ষতিপূরপণের টাকা নিয়ে আপনারা কী করবেন সেটা আপনারাই ঠিক করবেন।''

বিচারকের এ বক্তব্যের পরও বাবা-মা সন্তান হত্যার সুবিচারের দাবিতে অটল থাকেন৷

সঞ্জয়ের ফাঁসি চায় সিবিআই

সোমবার আদালতে বিচারক অনির্বান দাস সিবিআইয়ের আইনজীবীর কাছে সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে তাদের মতামত জানতে চান।  সিবিআইয়ের তরফ থেকে জানিয়ে দেয়া হয়, তারা মনে করছেন, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। তাই তারা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান

এরপর বিচারক সঞ্জয় রায়ের কাছে জানতে চান,  তিনি শাস্তি নিয়ে কিছু বলতে চান কিনা৷ সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ফাঁসানো হয়েছে, তাই তিনি মনে করেন, কোনো অপরাধ না করা সত্ত্বেও তাকে শাস্তি পেতে হচ্ছে।

বিচারক জানতে চান, সঞ্জয় রায়ের সঙ্গে বাড়িতে কে আছে? জবাবে সঞ্জয় রায় জানান, মা আছে। বিচারক জানতে চান মায়ের সঙ্গে তার কথা হয়েছে কিনা। সঞ্জয় জানান, কোনো কথা হয়নি। এসময় তিনি আরো জানান, তিনি বাড়িতে থাকতেন না, পুলিশ ব্যারাকে থাকতেন।

এরপর শুনানি মুলতুবি করে বিচারক জানান, বেলা পৌনে তিনটের সময় তিনি রায় ঘোষণা করবেন।

সেইমতো পৌনে তিনটের সময় বিচারপতি তার রায় ঘোষণা করেন।

সঞ্জয়ের দিদির প্রশ্ন

সঞ্জয় রায়ের দিদি বলেছেন, ''বিচারক যা ঠিক মনে করেছেন, তা করেছেন। আমরা কোথাও আবেদন জানাবো না। তবে আমাদের অনেক প্রশ্ন থেকে গেছে। প্রথম থেকে বলা হচ্ছে, সঞ্জয় দোষী, কিন্তু একা এই কাজ কেউ করতে পারে না। আমাদের হাজারটা প্রশ্ন আছে।

মমতার দাবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''আমি ফাঁসি চেয়েছিলাম। বিচারের রায় নিয়ে কিছু বলতে পারবো না। আমি বলতে পারি, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। আমি বিস্তারিত জানি না। সিবিআই তদন্ত করেছে। আমাদের হাত থেকে ইচ্ছে করে তদন্ত কেড়ে নিয়েছে। আমরা চেয়েছি, বিচার হোক, চরমতম শাস্তি হোক। ফাঁসি হলে আমি শান্তি পেতাম।''

তৃণমূলের সামাজিক মাধ্যমের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য বলেছেন, ‘‘রাজ্য তিনটি মামলায় ফাঁসি করাতে পেরেছে। কিন্তু সিবিআই এই মামলায় ফাঁসির শাস্তি করাতে পারলো না,  এটা লজ্জার।''

আন্দোলন চালাবেন জুনিয়র চিকিৎসকরা

জুনিয়র চিকিৎসক সৌরভ রায় বলেছেন, ''আমাদের দিদি ৩৬ ঘণ্টা ডিউটি করার পর কর্মস্থলে ধর্ষিতা ও খুন হয়েছেন। এমন জায়গায় হয়েছেন, যা বাড়ির মতো সুরক্ষিত। এরপরও এটা বিরল থেকে বিরলতম নয়? আমরা আন্দোলন চালিয়ে যাব।''

আশফাকুল্লা নাইয়ার জানিয়ে দেন, তারা এই রায় মানছেন না। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

এরপর কী হতে পারে?

এরপর যে কোনো পক্ষই হাইকোর্টে যেতে পারে। তারপর হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যেতে পারে যে কোনো পক্ষ। ফলে এখনো সামনে দীর্ঘ আইনি লড়াই চলতে পারে।

জিএইচ/এসিবি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ