রক্ষণশীল দেশগুলিতে প্রথাভাঙার সময় এসেছে৷ সমাজে অপরাধ বলে স্বীকৃত সমকামিতা, উভকামিতা বা পরিবর্তনকামিতা নিয়ে এবার প্রকাশ্যে এলো ভিডিও৷ সেখানে আরবি-ভাষী দুনিয়ার মানুষেরা সংহতির বার্তা দিল৷ আন্দোলনের ভাষা এবার ‘নট অ্যালোন'৷
বিজ্ঞাপন
রক্ষণশীল সমাজে সমকামী, উভকামী বা পরিবর্তনকামীদের নিয়ে অনেক সমস্যা থাকে৷ তাই মরক্কো থেকে ইরাক, কঠোর ধর্মীয় অনুশাসনেসমকামিতা বা লিঙ্গ রূপান্তরের ইচ্ছেকে মান্যতা দেওয়া হয় না৷ আইনগতভাবেও তা নিষিদ্ধ৷ তাই আরবিভাষী দুনিয়ায় এলজিবিটি জনতা সারা বিশ্বকে বার্তা দিল একটি ভিডিওর মাধ্যমে৷ রকস্টার থেকে সাধারণ সমকামী, উভলিঙ্গ, রূপান্তরকামী মানুষ ঘোষণা করল, তারা একা নয়৷ অনেকটা মাইকেল জ্যাকসনের গানের ভাষাতেই যেন, ‘উই আর নট অ্যালোন৷' আমরা একা নই৷
এই ঘোষণার উল্লেখযোগ্য ও নেতৃস্থানীয় ব্যক্তিত্ব লেবাননের শিল্পী হামেদ সিনো৷ তিনি প্রকাশ্যে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছেন৷
সমকামিতা যে প্রাকৃতিক, তার প্রমাণ এই প্রাণীরা
প্রাণীজগতে সমকামী যুগল একেবারে স্বাভাবিক একটা ব্যাপার৷ গবেষণায় দেখা গেছে পোকামাকড়, মাছ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্রায় ১৫০০ প্রজাতিতে সমকামিতা রয়েছে৷
ছবি: picture-alliance/Mary Evans Picture Library
লম্বা গলার জিরাফ
জিরাফদের সমলিঙ্গের মধ্যে ভালোবাসার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়৷ এমনকি গবেষকরা বলছেন, জিরাফদের মধ্যে শতকরা ৯০ ভাগই সমলিঙ্গের সঙ্গীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়৷
ছবি: imago/Nature Picture Library
বোতলনাক ডলফিন
এই প্রজাতির স্ত্রী ও পুরুষ দুই ধরনের ডলফিনের মধ্যেই সমকামিতা দেখা যায়৷ মুখ এবং নাক দিয়ে স্পর্শ করে সঙ্গীকে আদর করে তারা৷ পুরুষ ডলফিনরা সাধারণত উভকামী৷
ছবি: picture-alliance/Mary Evans Picture Library
সিংহের আনুগত্য
পশু রাজ সিংহের মধ্যেও সমকামিতা খুবই সাধারণ একটা ব্যাপার৷ দুই থেকে চারটি পুরুষ সিংহ একটি জোট গঠন করে, যাতে সিংহীরা তাদের কাছে আসতে না পারে৷ অন্য জোট থেকে বাঁচতে একে অপরের উপর ভীষণ নির্ভরশীল তারা৷
ছবি: ARTIS/R. van Weeren
বাইসন
পুরুষ বাইসনদের মধ্যে সমকামিতা খুবই সাধারণ একটা ব্যাপার৷ কেননা স্ত্রী বাইসনদের সঙ্গে বছরে একমাত্র একবার মিলন হয় তাদের৷ তাই প্রজনন মৌসুমে পুরুষ বাইসনরা একে অপরের সঙ্গে দিনে বহুবার মিলিত হয়৷
ছবি: imago/Nature Picture Library
বানরদের ‘ওয়ান নাইট স্ট্যান্ড’
ম্যাকাক প্রজাতির নারী ও পুরুষ বানর – উভয়ের মধ্যে এই প্রবণতা রয়েছে৷ যেখানে পুরুষরা মাত্র একরাতের জন্য সমলিঙ্গের সঙ্গে মিলিত হয়, সেখানে স্ত্রী বানররা নিজেদের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তোলে এবং একে অপরের সঙ্গে থেকে যায়৷
ছবি: picture alliance/robertharding
অ্যালবাট্রসদের বন্ধন
হাওয়াই দ্বীপপুঞ্জের লেসন অ্যালবাট্রসরা তাদের সমকামী বন্ধনের জন্য ভীষণভাবে পরিচিত৷ এরা এতটাই বন্ধনে জড়িয়ে যায় যে পুরো জীবন একসাথে কাটিয়ে দেয়, যেন মনে হবে একটি সন্তান সহ স্বামী-স্ত্রীর সুখি পরিবার৷
ছবি: imago/Mint Images
যৌন-বিকারগ্রস্ত বনোবো
পিগমি শিম্পাঞ্জী বা বনোবোকে বলা হয় মানবজাতির সবচেয়ে সাদৃশ্যপূর্ণ প্রাণী৷ তারা খুব অল্প সময়ের ব্যবধানে মিলিত হতে থাকে, এমনকি সমলিঙ্গের সঙ্গে৷ নিজেদের আনন্দের জন্যই এটা করে তারা৷ তবে এটা ঠিক তারা এটাকে নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং দুশ্চিন্তা দূর করার উপায় হিসেবেও মনে করে৷ স্ত্রীদের মধ্যে এই প্রবণতা বেশি৷
ছবি: picture-alliance/F. Lanting
প্রতি ৫টির মধ্যে একটি রাজহাঁস সমকামী
অনেক পাখিদের মতো রাজহাঁসরাও একগামী এবং বছরের পর বছর ধরে তারা এক সঙ্গীর সঙ্গে কাটিয়ে দেয়৷ এদের মধ্যে অনেকেই সঙ্গী হিসেবে সমলিঙ্গের হাঁসকে বেছে নেয়৷ শতকরা ২০ ভাগ রাজহাঁস সমকামী এবং তারা প্রায়ই পরিবার গঠন করে৷
ছবি: picture-alliance/blickwinkel/P. Frischknecht
সিন্ধুঘোটক
পুরুষ সিন্ধুঘোটক চার বছর বয়সের আগে যৌনসক্ষমতা লাভ করে না৷ এর আগ পর্যন্ত তাদের প্রায় সবাই সমকামী থাকে৷ যখন তাদের চার বছর হয় তখন হয় তারা উভগামী হয়, না হলে কেবল প্রজনন মৌসুমে স্ত্রী সিন্ধুঘোটকদের সঙ্গে মিলিত হয়৷
ছবি: imago/Nature in Stock
ভেড়াদের পছন্দ
গবেষণায় দেখা গেছে, একটি পুরুষ ভেড়ার পালের ৮ ভাগ ভেড়াই সঙ্গী হিসেবে পুরুষদের পছন্দ করে, এমনকি প্রজননের সময়ও৷
ছবি: Getty Images/M. cardy
10 ছবি1 | 10
দু'টি মানবাধিকার সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে ভিডিও৷ তাতে রক ব্যান্ড ‘মাশরু লায়লা'-র প্রধান কণ্ঠশিল্পী হামেদ বলেছেন, ‘‘নিজেকে অদ্ভূত ধরনের মতো হতো৷ লোকে আমায় নিয়ে মস্করা করত৷ আমায় আঘাত করত৷''
আরবি ভাষী দেশগুলিতে একই লিঙ্গের প্রতি আকর্ষণের বিষয়টাই অপরাধ বলে গণ্য হয়৷ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও ব্যাপারটা অপরাধ বলেই স্বীকৃত৷ এমন রক্ষণশীল দেশে সমকামী, উভকামী বা পরিবর্তনকামীরা সমাজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন৷ এ প্রসঙ্গেই ভিডিও ফুটেজে বাহরিনের ইউসুফের বক্তব্য, ‘‘অধিকাংশ মানুষ জানে না সমকামী কথাটার মানে কী৷ তারা আমাদের অস্বাভাবিক বলেন৷ আমার কাজ হচ্ছে বিষয়টা তাদের যুক্তি দিয়ে বোঝানো৷''
ভিডিওতে যাঁদের মুখ্য চরিত্রে দেখা গিয়েছে, তাঁরা অনেকেই আশার কথা শুনিয়েছেন৷ অনেকে বলেছেন, পরিবার কীভাবে তাদের আস্তে আস্তে মেনে নিল৷ পরিচয় গোপন রাখতে ক্যামেরার দিকে পিছন ফিরে বলেছিলেন ইরাকের ওমর৷ তিনি বলেন, ‘‘আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম৷ তবে আমরা একা নই, আমরা তোমাদের সঙ্গে আছি৷''
নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ (এইচ আর ডব্লিউ) এবং বেইরুটের আরব ফাউন্ডেশন ফর ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি এর উদ্যোগে তৈরি হয়েছে ভিডিওটি৷
এলজিবিটি আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ৷ এইচআরডাব্লিউ এর গবেষক নীলা ঘোষাল বলেন, ‘‘এই গোষ্ঠী যে প্রতিকূলতার মধ্যে রয়েছে, তার মোকাবিলার জন্য এদের ক্ষমতায়ন ভিডিও তৈরির লক্ষ্য৷'' এএফই-র অধিকর্তা জর্জেস আজ্জির বক্তব্য, ‘‘মানুষ যেটা জানে না, সেটা নিয়ে ভয় পায়৷ তাই আমরা এলজিবিটি গোষ্ঠীর সদস্যদের মুখ সামনে আনছি৷''
অনলাইন ভিডিওর সঙ্গে একটি রিপোর্ট প্রকাশ করেছে এইচআরডাব্লিউ, যাতে বলা হয়েছে, এলজিবিটি আন্দোলন ২০০১ সাল থেকে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে৷ কায়রোর কুইন বোট নাইট ক্লাব থেকে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল৷ রিপোর্টে বলা হয়েছে, ২০০১ সালে আরবি-ভাষী দুনিয়ায় কোনো এলজিবিটি আন্দোলন ছিল না৷ ২০১৭ সালে এ সব এলাকায় কয়েক ডজন এ ধরনের সংগঠন গড়ে উঠেছে৷ যদিও এ সব সংগঠন একেবারেই তাদের সূচনার পর্যায়ে রয়েছে৷
পিএস/ডিজি (এএফপি, এপি)
সমকামিতা বা উভকামিতা কি সব দেশে বৈধ হওয়া উচিত? আপনাদের মন্তব্য জানান নীচের ঘরে৷
সমকামিতা বৈধ এমন কয়েকটি মুসলিম-প্রধান দেশ
বিশ্বের বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশে সমকামিতাকে বৈধতা দেয়া হলেও, তারা বৈষম্যের শিকার হন৷ ছবিঘরে থাকছে এমনই আটটি দেশের কথা৷
ছবি: picture-alliance/dpa
তুরস্ক
১৮৫৮ সালে অটোমান সাম্রাজ্য সমকামিতাকে বৈধতা দেয়৷ এরপর তুরস্ক স্বাধীন হলে সেই আইন বলবৎ রাখে৷ তবে সে দেশের সংবিধানে সমকামীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বিধানের ব্যবস্থা না থাকায় সরকারের পক্ষ থেকে যেমন তেমনি সামাজিকভাবেও সমকামীদের এখনও বৈষম্যের শিকার হতে হয়৷
ছবি: picture-alliance/abaca/H. O. Sandal
মালি
পশ্চিম আফ্রিকার এই দেশটির সংবিধানে সমকামী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়নি৷ তবে দেশটির প্রায় ৯০ শতাংশ মানুষ সমকামিতা পছন্দ করে না৷ তাই বৈধ হলেও মালির সমকামীরা বেশ ভালোই বৈষম্যের শিকার হন৷
ছবি: Getty Images/AFP/J. Saget
জর্ডান
১৯৫১ সালে দেশটিতে সমকামিতাকে বৈধতা দেয়া হয়৷ অন্যান্য মুসলিম প্রধান দেশের তুলনায় সেখানকার সমকামীরা বেশ ভালোই আছে৷ সরকারও আইন করে সমকামীদের ‘অনার কিলিং’-এর হাত থেকে রক্ষা করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
ইন্দোনেশিয়া
বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বাস এই দেশটিতে৷ সেখানকার আইনে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়নি৷ ২০০৩ সালে একবার সেরকম উদ্যোগ নেয়া হলেও সেটি ব্যর্থ হয়৷
ছবি: picture-alliance/NurPhoto/A. Rudianto
আলবেনিয়া
দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটিতে সমকামিতা বৈধ৷ এমনকি আইন করে সমকামীদের বৈষম্যের হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে৷
ছবি: SWR/DW
বাহরাইন
১৯৭৬ সালে সেখানে সমকামিতাকে আইনগত বৈধতা দেয়৷ তবে দেশটিতে এখনও প্রকাশ্যে ছেলেরা মেয়েদের, কিংবা মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারে না৷
ছবি: Getty Images
ফিলিস্তিন (পশ্চিম তীর)
পশ্চিম তীরের জর্ডান অংশে ১৯৫১ সাল থেকে সমকামিতা বৈধ৷ তবে গাজাতে নয়৷ মজার ব্যাপার হচ্ছে, গাজায় যে আইনের কারণে সমকামিতা নিষিদ্ধ সেটা বলবৎ হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে৷
ছবি: Shadi Hatem
ইরাক
দেশটি সমকামিতাকে বৈধতা দিলেও বিষয়টি এখনও সেখানে ‘ট্যাবু’ হয়েই আছে৷