জার্মানির এক প্রতিষ্ঠান মিশর থেকে আসা এক প্রার্থীর আবেদন প্রত্যাখ্যানের কারণ জানাতে গিয়ে লিখেছে, ‘নো অ্যারাবস প্লিজ'৷ বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ তথ্য বলছে, জার্মানিতে চাকরির বাজারে বর্ণবৈষম্যের প্রভাব বেড়েছে৷
বিজ্ঞাপন
মিসর থেকে আসা ইয়াসিন গাবর জার্মানির স্থাপত্য প্রতিষ্ঠান জিকেকে+আরশিটেকটেন-এ একটা চাকরির জন্য আবেদন করেছিলেন৷ সেই আবেদন প্রত্যাখ্যান করতে গিয়ে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা লিখেছেন, ‘নো অ্যারাবস প্লিজ'৷ সেই মেল ফেসবুকে শেয়ার করেছিলেন ইয়াসিন৷ তারপরই শুরু হয় বিতর্ক৷ অনেকেই সেই মেল শেয়ার করে বর্ণবাদী মন্তব্যের সমালোচনা করেন৷
ডয়চে ভেলের কাছে বিষয়টি স্বীকার করে জিকেকে+আরশিটেকটেন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে৷ তবে তাদের দাবি, একটি মন্তব্যের অংশ বিশেষ প্রকাশ করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে৷ ডয়চে ভেলেকে পাঠানো এক চিঠিতে জিকেকে+আরশিটেকটেন কর্তৃপক্ষ আরো দাবি করেছে, সংশ্লিষ্ট পদের জন্য প্রত্যাশিত দক্ষতা না থাকায় ইয়াসিন গাবরের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে৷
জার্মানিতে নারী-পুরুষের বেতনে ব্যাপক ফারাক
জার্মানিতে একই পেশায় মহিলারা পুরুষদের চেয়ে গড়ে ২১ শতাংশ কম বেতন বা পারিশ্রমিক পেয়ে থাকেন৷ সত্তরটির বেশি পেশার মধ্যে মাত্র চারটিতে মহিলারা পুরুষদের চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন৷ কোন কোন পেশায়, তার হদিশ রয়েছে এই ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/W. Kumm
পূর্তশিল্প
হ্যাঁ, মূলত পুরুষদেরই কাজ বলে পরিচিত হলেও এই শিল্পে কিন্তু মহিলারা পুরুষদের চেয়ে বেশি রোজগার করে থাকেন৷ জার্মানিতে পূর্তশিল্পে মহিলাদের গড় মাসিক বেতন ৩,৭৩০ ইউরো, পুরুষদের ৩,৭২৮ ইউরো৷
ছবি: Reuters/E. De Castro
শিক্ষাক্ষেত্রে
শিক্ষকতায় পুরুষরা গড়ে মহিলাদের চেয়ে ১৩ শতাংশ বেশি বেতন পেয়ে থাকেন৷ জার্মানিতে শিক্ষাক্ষেত্রে পুরুষদের গড় আয় মাসে ৪,৬৬৯ ইউরো, মহিলাদের ৪,১৩১ ইউরো৷
ছবি: picture-alliance/dpa
পরিবহণ ও পরিসংখ্যান
‘সড়ক পরিবহণ ও পাইপলাইনের মাধ্যমে পরিবহণ’ বিভাগে মহিলারা পুরুষদের চেয়ে পাঁচ শতাংশ বেশি রোজগার করে থাকেন৷ জার্মানিতে গৃহনির্মাণ শিল্পেও মহিলারা পুরুষদের চেয়ে দুই শতাংশ বেশি বেতন পান৷ এমনকি ‘ডাক, কুরিয়ার ও এক্সপ্রেস সেবা’ বিভাগেও মহিলারা সামান্য হলেও এগিয়ে৷
ছবি: picture-alliance/Ulrich Baumgarten
আইন নিয়ে যাদের কারবার
আইনজীবী, ট্যাক্স কনসাল্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট – জার্মানিতে এসব পেশায় পুরুষরা মহিলাদের চেয়ে প্রায় দ্বিগুণ রোজগার করে থাকেন! এসব পেশায় পুরুষরা মাসে গড়ে ৬,৪৩৪ ইউরো আয় করে থাকেন, মহিলারা ৩,৪৭৮ ইউরো৷
ছবি: Gina Sanders/Fotolia.com
খেলাধুলা, মনোরঞ্জন, অবসর বিনোদন
এই বিভাগে বেতন বা পারিশ্রমিকের ক্ষেত্রে জার্মানিতে নারী-পুরুষের ব্যবধান সর্বোচ্চ৷ পুরুষরা যেখানে মাসে গড়ে ৫,৭০১ ইউরো রোজগার করে থাকেন, মহিলারা পান গড়ে ২,৭৭২ ইউরো৷ অন্যভাবে বলতে গেলে, এই সব ক্ষেত্রে পুরুষরা মহিলাদের চেয়ে মোট ১০৬ শতাংশ বেশি বেতন পেয়ে থাকেন৷
ছবি: Jimena Rojas
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
গবেষণা ও বিকাশের ক্ষেত্রে জার্মানিতে পুরুষদের গড় মাসিক আয় ৫,৫৭৭ ইউরো, মহিলাদের ৪,৩৩৪৷ অর্থাৎ পুরুষরা মহিলাদের চেয়ে ২৯ শতাংশ বেশি বেতন পেয়ে থাকেন৷
ছবি: picture-alliance/PhotoAlto/F. Cirou
বৈমানিক
বিমান পরিবহণের ক্ষেত্রে পুরুষরা যেখানে মাসে গড়ে ৭,৬৯৪ ইউরো রোজগার করে থাকেন, মহিলাদের মাসিক গড় আয় সেখানে ৩,৮৮৩ ইউরো৷ অর্থাৎ ‘মেঘের ওপারে’ মহিলারা পুরুষদের তুলনায় ৯৮ শতাংশ কম রোজগার করে থাকেন৷
ছবি: picture-alliance/G.Hochmut
হোটেল-রেস্টুরেন্ট
অতিথিদের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্য না করা হলেও, গোটা হোটেল শিল্পে কিন্তু মহিলারা মাসে গড়ে ২,১৫৫ ইউরো রোজগার করে থাকেন, যেখানে তাদের পুরুষ সহকর্মীরা পান মাসে গড়ে ২,৪৫৬ ইউরো৷
ছবি: picture-alliance/dpa/J. Büttner
8 ছবি1 | 8
এদিকে জার্মানির কেন্দ্রীয় বৈষম্য-বিরোধী সংস্থার তথ্য বলছে, এ দেশের কর্মক্ষেত্রে বর্ণবাদী বৈষম্য ইউরোপীয় ইউনিয়নের গড় বৈষম্যের তুলনায় বেড়েছে৷ইউরোপীয় ইউনিয়নে সার্বিকভাবে আফ্রিকান বংশোদ্ভূতদের শতকরা নয় ভাগ বৈষম্যের শিকার হন৷ জার্মানিতে তা শতকরা ১৪ ভাগে পৌঁছেছে৷সংস্থাটি আরো জানিয়েছে, জার্মানিতে নাম দেখে যাদের বিদেশি মনে হয় তাদের চাকরির আবেদন প্রত্যাখ্যানের হারও আশঙ্কাজনক৷ দেখা গেছে, ইন্টারভিউয়ের জন্য যাদের ডাকা হয় তাদের মধ্যে জার্মান নামধারীদের সংখ্যা ‘বিদেশি নামধারীদের' তুলনায় শতকরা ২৪ ভঅগ বেশি৷