বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জুলাইতে বিক্ষোভ প্রদর্শনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট৷ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷
বিজ্ঞাপন
জুলাইয়ের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আবু ধাবির ফেডারেল আপিল কোর্ট৷ বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়ায় এই দণ্ড দেয়া হয়েছিল৷ ৫৭ জনের মধ্যে তিন জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় এক বছর অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্তদের দণ্ড মওকুফ ও ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে৷
প্রেসিডেন্টের নির্দেশনার প্রেক্ষিতে দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি দণ্ড বাস্তবায়ন স্থগিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি তিনি আরব আমিরাতে বসবাসরতদের দেশটির আইন মেনে চলতে আহ্বান জানিয়েছেন৷
এর আগে গত ২৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান৷ এ সময় নতুন সরকারের দায়িত্ব নেয়ায় ইউনূসকে তিনি অভিনন্দন জানান৷
সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার৷ বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি এর তথ্য অনুযায়ী, ২০০৪ সালে থেকে ২১ লাখ ৫৭ হাজার বাংলাদেশি কাজের জন্য দেশটিতে পাড়ি জমিয়েছেন৷ গত অর্থবছরে ৪৬০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা৷
এফএস/জেডএইচ (রয়টার্স, ডাব্লিউএএম)
প্রবাসী আয়ে শীর্ষে ঢাকা, পাঠানোয় সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ২০২৩ সালে ব্যাংকের মাধ্যমে ২,১৯০ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল৷ কোন জেলায় কত আয়, আর কোন দেশ থেকে কত টাকা পাঠানো হয়, সেই হিসাবও রাখে কেন্দ্রীয় ব্যাংক৷
ছবি: Mortuza Rashed/DW
বছরওয়ারী প্রবাসী আয়ের হিসাব
গত পাঁচ বছরের মধ্যে ২০২১ সালে ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ২,২০৭ কোটি ডলার প্রবাসী আয়ে এসেছিল৷ এরপর ২০২৩ সালে ২,১৯০ কোটি ডলার, ২০২২ সালে ২,১৩০ কোটি ডলার, ২০২০ সালে ২,১৭৩ কোটি ডলার ও ২০১৯ সালে ১,৮৩৩ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল৷
ছবি: Ralph Goldmann/picture alliance
চলতি অর্থবছরের হিসাব
গতবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আট মাসে প্রায় ১,৫০৭ কোটি ডলার প্রবাসী আয় এসেছে৷ মার্চের প্রথম ২২ দিনে এসেছে ১৪১ কোটি ডলার, আর এপ্রিলের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত এসেছে প্রায় ৮৮ কোটি ডলার৷
ছবি: Andy Jacobsohn/AFP/Getty Images
শীর্ষ ১০ জেলা
গতবছরের জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ঢাকায় সবচেয়ে বেশি প্রায় ৫২৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছে৷ এরপর এসেছে চট্টগ্রামে (১৪৩ কোটি ডলার), সিলেটে (৮৭ কোটি ডলার), কুমিল্লায় (৮১ কোটি ডলার), নোয়াখালীতে (৪৭ কোটি ডলার), ব্রাহ্মণবাড়িয়ায় (সাড়ে ৩৮ কোটি ডলার), ফেনীতে (৩৮ কোটি ডলার), মৌলভীবাজারে (প্রায় ৩৬ কোটি ডলার), চাঁদপুরে (প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার) ও টাঙ্গাইলে (প্রায় সাড়ে ২৫ কোটি ডলার)৷
ছবি: MD Mehedi Hasan/ZUMA Press/picture alliance
শীর্ষে সংযুক্ত আরব আমিরাত
গতবছরে জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি (৩৫ হাজার ৮৯০ কোটি টাকা) প্রবাসী আয় এসেছে৷ এছাড়া শীর্ষ ১০-এ থাকা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব (২১ হাজার ৫৭৭ কোটি টাকা), কুয়েত (১২ হাজার ৮৪ কোটি টাকা), কাতার (৯ হাজার ১৯৭ কোটি টাকা), ওমান (৭ হাজার ৬৪৯ কোটি টাকা ) ও বাহরাইন (৪ হাজার ৮৫১ কোটি টাকা)৷
ছবি: Mortuza Rashed/DW
টাকা পাঠানোয় দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সংযুক্ত আরব আমিরাতের পর যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি ২৩ হাজার ৫৩১ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷ এছাড়া ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে ইটালি থেকে ১২ হাজার ১৬০ কোটি টাকা, ফ্রান্স থেকে ২ হাজার ৯৪১ কোটি টাকা, জার্মানি থেকে ১ হাজার ৯ কোটি টাকা ও পর্তুগাল থেকে ৫৮১ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷
ছবি: MD Mehedi Hasan/ZUMA Press/picture alliance
অন্যান্য দেশ
যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশি বাস করেন৷ সেখান থেকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২১ হাজার ৩২৫ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷ এছাড়া মালয়েশিয়া থেকে ১১ হাজার ৯৭৪ কোটি টাকা, ক্যানাডা থেকে এক হাজার ৫৩ কোটি টাকা ও অস্ট্রেলিয়া থেকে ৮৮৯ কোটি টাকা দেশে পাঠানো হয়েছে৷