1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রক্তে কোনো তফাৎ নেই'

৩ জুলাই ২০১৪

ইসরায়েল ও ফিলিস্তিনের কিশোর হত্যাকাণ্ডের জের ধরে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে৷ নিহত এক ইসরায়েলি কিশোরের মা ফিলিস্তিনি কিশোর হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আরব ও ইহুদি রক্তে কোনো তফাৎ নেই, হত্যা হত্যাই৷'

ছবি: Reuters

বুধবার রাতভর গাজার জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল৷ বৃহস্পতিবার সকালে ১৫টি স্থানে চালানো হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আহত ১১ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ ইসরায়েলের দক্ষিণাঞ্চল অ্যান্টি মিসাইল সিস্টেম বসানো হয়েছে৷ সেনাবাহিনী বলছে, বুধবার মধ্যে রাত থেকে সেখানে ১৫টি রকেট ছোড়া হয়েছে৷ অন্যদিকে হামাসের চালানো রকেট হামলায় ইসরায়েলের দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷

বুধবার থেকেই পূর্ব জেরুসালেমে শুরু হয়ে গেছে সংঘর্ষ৷ ইসরায়েলি তিন কিশোরের মৃতদেহ উদ্ধারের দু দিনের মধ্যেই বুধবার খুন হয় এক ফিলিস্তিনি কিশোর৷ পূর্ব জেরুসালেমের এই কিশোরকেও অপহরণ করে পুড়িয়ে হত্যা করা হয়৷ ঐ কিশোরের হত্যার তদন্তের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সেইসাথে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানিয়েছেন৷ ঘটনার জন্য যারা দায়ী তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দেয়ার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ বলেছেন,‘ দোষীদের শাস্তি না দিলে এই রক্তের খেলা চলতেই থাকবে৷'

দাঙ্গা নিয়ন্ত্রনের দায়িত্বে ইসরায়েলের পুলিশছবি: Reuters

ফিলিস্তিনি কিশোর হত্যার প্রতিবাদে পূর্ব জেরুসালেমে হাজার হাজার মানুষ বুধবার রাস্তায় নেমে এখনো বিক্ষোভ করছে৷ মুখোশ পড়া বেশ কিছু মানুষ রাস্তাঘাটে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে৷ ট্রেন স্টেশন জ্বালিয়ে দিয়েছে এবং ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে৷ কোথাও কোথাও থানায় হামলা চালানো হয়েছে৷

এদিকে, ফিলিস্তিনি কিশোরের হত্যাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে পূর্ব জেরুসালেমে অন্তত ৬৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট৷ ১৮ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা৷ অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষের সংঘর্ষ চলছে৷ রাতভর অভিযান চালিয়ে ১৩ ফিলিস্তিনিকে আটক করেছে সেনাবাহিনী৷

ফিলিস্তিনি কিশোর হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন৷ পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন৷ এটিকে ‘জঘন্য হত্যাকাণ্ড' বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷ অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার করে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন৷ ইউরোপীয় ইউনিয়নও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷

এপিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ