1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরব বিশ্বে প্রত্যাশা

২৭ নভেম্বর ২০১২

আরব বসন্তের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে৷ কিন্তু এর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন সরকারের সামাজিক কল্যাণ তহবিলের প্রসার৷

ছবি: Reuters

আরব বসন্ত শুরু হয়েছিল টিউনিশিয়ায়৷ এরপর তার ঢেউ লাগে মিশরে৷ সেখানেও সফল হয়েছে আন্দোলনকারীরা৷ অর্থাৎ পরিবর্তন এসেছে সরকারে৷

কিন্তু সে সব দেশের সাধারণ জনগণ এখনো আন্দোলনের সুফল পাচ্ছে না৷ এজন্য প্রয়োজন সরকারের নেয়া বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রসার, বলছে বিশ্বব্যাংক ও জরিপ সংস্থা গ্যালপ৷ এই দুই সংস্থা মিলে সম্প্রতি একটি গবেষণা করেছে৷ তারা মানুষের আয় বাড়ানো ও অস্থায়ী চাকরির ব্যবস্থা তৈরির পরামর্শ দিয়েছে৷ মিশর আর টিউনিশিয়া ছাড়াও লেবানন ও জর্ডানের নাগরিকদের মতামত নেয়া হয়েছে জরিপে৷ লেবানন আর জর্ডানে আরব বসন্তের মতো সরকারে পরিবর্তন না আসলেও কিছুটা আঁচ লেগেছিল৷

আরব বিশ্বে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছেছবি: AP

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সরকার জ্বালানি খাতে যে ভর্তুকি দিচ্ছে তা গরীব মানুষের চেয়ে ধনীদেরই বেশি কাজে লাগছে৷ সুতরাং পরিবর্তন আনতে হবে এই ব্যবস্থায়৷

বেশিরভাগ উত্তরদাতা মনে করেন, গরীব মানুষদের সহায়তায় সবচেয়ে বেশি দায়িত্ব সরকারের – ধর্মীয় কোনো প্রতিষ্ঠান বা আত্মীয়স্বজনের নয়৷

মিশরের ৩০ ভাগ আর লেবাননের ২২ ভাগ জনগণ মনে করে, দরিদ্রদের সহায়তায় সরকারের নেয়া পদক্ষেপ কার্যকর৷ আর টিউনিশিয়ার ৬১ শতাংশ ও জর্ডানের ৬৬ শতাংশ মনে করে সরকার এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে৷ তবে ঐ দুই দেশের গরীব লোকেদের চেয়ে ধনীরাই বেশি সরকারের পক্ষে মত প্রকাশ করেছেন৷ কারণ জরিপে দেখা গেছে, জর্ডানে জ্বালানি খাতে সরকারের দেয়া ভর্তুকির প্রায় অর্ধেকই ভোগ করে ধনীরা৷ তাই তো উত্তরদাতা ১০ জনের মধ্যে আটজনই মনে করেন, সামাজিক কল্যাণের কর্মসূচিগুলো হওয়া উচিত শুধুমাত্র দরিদ্রদের জন্য৷ এক্ষেত্রে তাঁরা দরিদ্রের যে বর্তমান সংজ্ঞা রয়েছে, তাতে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন৷ কারণ এখন বিধবা এবং বিকলাঙ্গরাও দরিদ্র জনগণের আওতাভুক্ত৷

গবেষণা প্রতিবেদনে সামাজিক প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোরও পরামর্শ দেয়া হয়েছে৷ কেননা বর্তমানে জিডিপি'র মাত্র ০.৭৫ শতাংশ অর্থ বরাদ্দ রয়েছে এসব প্রকল্পে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ